ঢাকা ১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ১৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চকরিয়া থানার ওসি মনজুর কাদেরসহ ৪ পুলিশের বিরুদ্ধে মামলা। পটুয়াখালীতে অগ্নিকাণ্ডে ৬ টি দোকান পুড়ে ভস্মিভূত, ক্ষতি অর্ধ কোটি টাকা এসআই কামাল প্রত্যাহার হলেও এএসআই তানভীর বহাল তবিয়তে গোলাম হোসেনের নেতৃত্বে চলছে বুঙ্গার ব্যবসা বৈষম্য বিরোধীর পক্ষ থেকে সংবর্ধনা গাজীপুরে দিন দিন কমছে বনভূমি-জলাশয়,বাড়ছে দখলকারী কবিরহাটের অবৈধ ইটভাটা ভেঙ্গে দিয়েছে প্রশাসন জাফলংয়ে জুম পাড় কেটে পাথর উত্তোলন, হুমকিতে বল্লাঘাট মন্দির ও ফসলি জমি মিঠাপুকুরে ওয়ার্ল্ডভিশণ কতৃক শিক্ষাসামগ্রী বিতরণ দিশেহারা ইটভাটার মালিকেরা বড় ধরনের ক্ষতির মুখোমুখি ক্রেতা শূন্য ইটভাটা নাগেশ্বরীর কচাকাটা স্বাস্থ্য কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য এম্বুলেন্স প্রধান

বোরহানউদ্দিনে স্কুল পড়ুয়া ছাত্রদের এলাহি কান্ড

বোরহানউদ্দিন প্রতিনিধি স্কুল ড্রেস পরিহিত ৬/৭ জন ছাত্ররা দিনেদুপুরে বাড়িতে ডুকে পরিবারের সদস্যদের আতংক করে কয়োটি গাছের ডাব খেয়ে এবং লুট করে নিয়ে যায়। এমনই ঘটনা ঘটেছে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খোরশেদ আলম ফরাজি বাড়িতে। আজ (২৬ জানুয়ারী ২০২৫)রবিবার দুপুরের দিকে পক্ষিয়া ফরাজি বাড়িতে ঘটে এই এলাহি কান্ড। অচেনা এই ছাত্রদের পোশাক দেখে মনে হচ্ছে তারা সবাই বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন স্কুলের ছাত্র। তবে কারোই পরিচয় এখনও সঠিক করে জানা জায়নি। এদিকে বাড়িতে থাকা হুমায়ুন কবির বাচ্চুর স্ত্রী সন্তান কিছু সময়ে আতংকে ছিল,পরে ছাত্ররা গাছে থাকা নারিকেল খেয়ে পরে অটোরিকশা ভর্তি করে নারিকেল নিয়ে যায়। এলাকাবাসী জানান, দিনে দুপুরে এভাবে অপরিচিত বাড়িতে ডুকে হইহুল্লাকরে আতংক ছড়িয়ে নারিকেল খাওয়ার দৃশ্য আগে কখনও দেখিনি, এগুলো সমাজের জন্য অসহনীয় সংকেত। উপাদক্ষ্য তরিকুল ইসলাম বলেন, স্কুল ছুটির পর ছাত্ররা কি করে সেটা প্রতিষ্ঠানের দায় নয়। তাছাড়া আমি এ বিষয় অবগত নয়,তারপরও তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নিবেন বলে আশস্থ করেন। অন্যদিকে আরেক স্থানীয় বাসিন্দা বলেন, যে ছাত্ররা এসেছে এরা তাদের আত্মীয় স্বজন। এদের সাথে দীর্ঘদিনের জায়গা জমি নিয়েও ঝামেলা রয়েছে। হুমায়ুন কবির(বাচ্চু) জানান – আমি অনেক দিন ধরে বাড়ীতে নেই। বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন স্কুলের ড্রেস পড়া পড়ুয়া ৬/৭ জন ছাত্র কিছু না বলে মেইন গেইটের তালাবন্ধ থাকার পরও বাউন্ডারি উপর দিয়ে ভিতরে ঢুকে নারিকেল গাছে উঠে নারিকেল পাড়ে কিছু খেয়ে বাকী নারিকেল অটোরিকশা করে নিয়ে যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চকরিয়া থানার ওসি মনজুর কাদেরসহ ৪ পুলিশের বিরুদ্ধে মামলা।

বোরহানউদ্দিনে স্কুল পড়ুয়া ছাত্রদের এলাহি কান্ড

আপডেট সময় ০৫:৫৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

বোরহানউদ্দিন প্রতিনিধি স্কুল ড্রেস পরিহিত ৬/৭ জন ছাত্ররা দিনেদুপুরে বাড়িতে ডুকে পরিবারের সদস্যদের আতংক করে কয়োটি গাছের ডাব খেয়ে এবং লুট করে নিয়ে যায়। এমনই ঘটনা ঘটেছে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খোরশেদ আলম ফরাজি বাড়িতে। আজ (২৬ জানুয়ারী ২০২৫)রবিবার দুপুরের দিকে পক্ষিয়া ফরাজি বাড়িতে ঘটে এই এলাহি কান্ড। অচেনা এই ছাত্রদের পোশাক দেখে মনে হচ্ছে তারা সবাই বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন স্কুলের ছাত্র। তবে কারোই পরিচয় এখনও সঠিক করে জানা জায়নি। এদিকে বাড়িতে থাকা হুমায়ুন কবির বাচ্চুর স্ত্রী সন্তান কিছু সময়ে আতংকে ছিল,পরে ছাত্ররা গাছে থাকা নারিকেল খেয়ে পরে অটোরিকশা ভর্তি করে নারিকেল নিয়ে যায়। এলাকাবাসী জানান, দিনে দুপুরে এভাবে অপরিচিত বাড়িতে ডুকে হইহুল্লাকরে আতংক ছড়িয়ে নারিকেল খাওয়ার দৃশ্য আগে কখনও দেখিনি, এগুলো সমাজের জন্য অসহনীয় সংকেত। উপাদক্ষ্য তরিকুল ইসলাম বলেন, স্কুল ছুটির পর ছাত্ররা কি করে সেটা প্রতিষ্ঠানের দায় নয়। তাছাড়া আমি এ বিষয় অবগত নয়,তারপরও তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নিবেন বলে আশস্থ করেন। অন্যদিকে আরেক স্থানীয় বাসিন্দা বলেন, যে ছাত্ররা এসেছে এরা তাদের আত্মীয় স্বজন। এদের সাথে দীর্ঘদিনের জায়গা জমি নিয়েও ঝামেলা রয়েছে। হুমায়ুন কবির(বাচ্চু) জানান – আমি অনেক দিন ধরে বাড়ীতে নেই। বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন স্কুলের ড্রেস পড়া পড়ুয়া ৬/৭ জন ছাত্র কিছু না বলে মেইন গেইটের তালাবন্ধ থাকার পরও বাউন্ডারি উপর দিয়ে ভিতরে ঢুকে নারিকেল গাছে উঠে নারিকেল পাড়ে কিছু খেয়ে বাকী নারিকেল অটোরিকশা করে নিয়ে যায়।