চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ সীমান্তে ফের উত্তেজনা দেখা দিয়েছে। এরই মধ্যে সীমান্তে দুই দেশের নাগরিকরা অবস্থান নিয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) সকাল থেকেই এ উত্তেজনা দেখা দেয়।
বাংলাদেশ সীমান্তের স্থানীয়রা জানান, বিএসএফ সদস্যরা হঠাৎ করেই কাঁটাতারের বেড়ার পাশে ৫০০-৬০০ ভারতীয়কে জড়ো করেন। এসময় তারা বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েন। এ খবর ছড়িয়ে পড়লে ভারতীয়দের ধাওয়া করেন বাংলাদেশিরা। এতে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
এসময় ভারতীয় নাগরিকরা একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটান। এছাড়া বিএসএফ সদস্যরা টিয়ারসেল নিক্ষেপ করেন।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফের উত্তেজনা
দুপুর ৩টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সীমান্তে থেমে থেমে উত্তেজনা চলছে। উত্তেজনা নিরসনের চেষ্টা করছে বিজিবি।
মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে। পরে বিস্তারিত জানাচ্ছি।