ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চুনারুঘাট পৌর শহরে তীব্র যানজটে মূল কারণ

চুনারুঘাট সড়কে যানবাহন চলাচলে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলাসহ চার কারণে হবিগঞ্জের চুনারুঘাট পৌরশহরে তীব্র যানজট হচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে যানযটের কারণে ভোগান্তি পোহাচ্ছেন শহরের হাজার হাজার মানুষ। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শহরের মধ্য বাজার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত টমটম, মিশুক, টেম্পুর অস্থায়ী স্ট্যান্ড বসিয়ে যাত্রী ওঠানামা করানো, ফুটপাত বেদখল, অধিকাংশ বিপণি বিতান ও ব্যাংক বীমা অফিসের সামনে পার্কিংয়ের ব্যবস্থা না থাকা এবং শহরের সরু রাস্তা দিয়ে ১০ চাকার ড্রাম ট্রাক চলাচল। এ চার কারণে চুনারুঘাট পৌরশহরের বিভিন্ন রাস্তায় প্রতিদিনই যানযট হচ্ছে। এতে ঘর থেকে বেরলেই চুনারুঘাট বাসীকে পড়তে হচ্ছে ভোগান্তিতে। আজ রবিবার সকালে চুনারুঘাট শহরের মধ্য বাজারে কথা হয় নোমান নামে এক পথচারীর সাথে। তিনি মোটরসাইকেল যুগে শায়েস্তাগঞ্জ থেকে মাধবপুর যাচ্ছিলেন। এরই মধ্যে মধ্য বাজার গোল চত্বর ও সড়কের সতং রাস্তার মাথায় দুই দফা যানজটের কবলে পড়েছেন তিনি। ক্ষোভ নিয়ে এক রিকশাচালক সামসু মিয়া বলেন, ‘রিকশা নিয়ে শহরে প্রবেশ করলে বড় বড় বালুর ট্রাকের যন্ত্রনায় রিকশা চালাতে পারি না। বাল্লারোড ইসলামী ব্যাংকের সামনে সড়কে সকাল ৭টা থেকে ১২টা পর্যন্ত সবজির পাইকারি বাজার বসানোর কারণে এ সড়কে যানযট প্রকট আকার ধারণ করে। শহরের মধ্য বাজার, ঈদগার সামনে ফুটপাত দখল ও সিএনজি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানো যানযটের মূল কারণ।’সরজমিনে দেখা গেছে, শহরের হাসপাতালের সামন, মধ্যবাজার, সতং রাস্তার মুখ, বাল্লারোডের ছবিঘর সিনেমা হল, ইসলামী ব্যাংক এলাকায় প্রতিদিনই যানযট হচ্ছে। চুনারুঘাট পৌরশহরের পাঁচজন ভূক্তভোগী বাসিন্দা জানান, শহরের অনেক দোকানদার দোকানের সামনে মালামাল দিয়ে ফুটপাত দখল করে রেখেছে, ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক দখল করে সবজির দোকান, খাবারের দোকান, কাপড়ের দোকানসহ নানা ধরনের দোকান বসিয়ে যানযটের সৃষ্টি করছেন। বাল্লা সড়ক ও ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বেশ কয়েকটি বিপণি-বিতান আছে, তাদের নিজস্ব পাকিং নেই। এতে অনেকে রাস্তার মধ্যে পাকিং করছেন। শহরের মাছ ও সবজির বাজারের বিশৃঙ্খল অবস্থা। অনেকেই দোকানের সামনের রাস্তায় ব্যবসায়ীদের টাকার বিনিময়ে বসিয়ে রাস্তা বন্ধ করে ফেলেছেন। ক্রেতাদের এ রাস্তা দিয়ে চলাচল করতে ভোগান্তিতে পড়তে হয়। এ ছাড়া মধ্য বাজারে শায়েস্তাগঞ্জ গামী, সিএনজি, টেম্পো মহাসড়কে অস্থায়ী স্ট্যান্ড বসানোও যানযটের অন্যতম কারণ। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া বলেন, পরিবহন সেক্টরের স্টেক হোল্ডার নিয়ে সভা করা হয়েছে। তাদেরকে র্নিদিষ্ট স্ট্যান্ডে যাওয়ার জন্য বলা হয়েছে। স্ট্যান্ড ব্যবহার না করলে অভিযান পরিচালনা করা হবে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম বলেন, ‘আমি এ থানায় নতুন যোগদান করেছি। যানযট কমাতে সবকিছুই একটা নিয়ন্ত্রণের মধ্যে আনা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চুনারুঘাট পৌর শহরে তীব্র যানজটে মূল কারণ

আপডেট সময় ০৬:৩১:০০ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

চুনারুঘাট সড়কে যানবাহন চলাচলে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলাসহ চার কারণে হবিগঞ্জের চুনারুঘাট পৌরশহরে তীব্র যানজট হচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে যানযটের কারণে ভোগান্তি পোহাচ্ছেন শহরের হাজার হাজার মানুষ। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শহরের মধ্য বাজার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত টমটম, মিশুক, টেম্পুর অস্থায়ী স্ট্যান্ড বসিয়ে যাত্রী ওঠানামা করানো, ফুটপাত বেদখল, অধিকাংশ বিপণি বিতান ও ব্যাংক বীমা অফিসের সামনে পার্কিংয়ের ব্যবস্থা না থাকা এবং শহরের সরু রাস্তা দিয়ে ১০ চাকার ড্রাম ট্রাক চলাচল। এ চার কারণে চুনারুঘাট পৌরশহরের বিভিন্ন রাস্তায় প্রতিদিনই যানযট হচ্ছে। এতে ঘর থেকে বেরলেই চুনারুঘাট বাসীকে পড়তে হচ্ছে ভোগান্তিতে। আজ রবিবার সকালে চুনারুঘাট শহরের মধ্য বাজারে কথা হয় নোমান নামে এক পথচারীর সাথে। তিনি মোটরসাইকেল যুগে শায়েস্তাগঞ্জ থেকে মাধবপুর যাচ্ছিলেন। এরই মধ্যে মধ্য বাজার গোল চত্বর ও সড়কের সতং রাস্তার মাথায় দুই দফা যানজটের কবলে পড়েছেন তিনি। ক্ষোভ নিয়ে এক রিকশাচালক সামসু মিয়া বলেন, ‘রিকশা নিয়ে শহরে প্রবেশ করলে বড় বড় বালুর ট্রাকের যন্ত্রনায় রিকশা চালাতে পারি না। বাল্লারোড ইসলামী ব্যাংকের সামনে সড়কে সকাল ৭টা থেকে ১২টা পর্যন্ত সবজির পাইকারি বাজার বসানোর কারণে এ সড়কে যানযট প্রকট আকার ধারণ করে। শহরের মধ্য বাজার, ঈদগার সামনে ফুটপাত দখল ও সিএনজি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানো যানযটের মূল কারণ।’সরজমিনে দেখা গেছে, শহরের হাসপাতালের সামন, মধ্যবাজার, সতং রাস্তার মুখ, বাল্লারোডের ছবিঘর সিনেমা হল, ইসলামী ব্যাংক এলাকায় প্রতিদিনই যানযট হচ্ছে। চুনারুঘাট পৌরশহরের পাঁচজন ভূক্তভোগী বাসিন্দা জানান, শহরের অনেক দোকানদার দোকানের সামনে মালামাল দিয়ে ফুটপাত দখল করে রেখেছে, ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক দখল করে সবজির দোকান, খাবারের দোকান, কাপড়ের দোকানসহ নানা ধরনের দোকান বসিয়ে যানযটের সৃষ্টি করছেন। বাল্লা সড়ক ও ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বেশ কয়েকটি বিপণি-বিতান আছে, তাদের নিজস্ব পাকিং নেই। এতে অনেকে রাস্তার মধ্যে পাকিং করছেন। শহরের মাছ ও সবজির বাজারের বিশৃঙ্খল অবস্থা। অনেকেই দোকানের সামনের রাস্তায় ব্যবসায়ীদের টাকার বিনিময়ে বসিয়ে রাস্তা বন্ধ করে ফেলেছেন। ক্রেতাদের এ রাস্তা দিয়ে চলাচল করতে ভোগান্তিতে পড়তে হয়। এ ছাড়া মধ্য বাজারে শায়েস্তাগঞ্জ গামী, সিএনজি, টেম্পো মহাসড়কে অস্থায়ী স্ট্যান্ড বসানোও যানযটের অন্যতম কারণ। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া বলেন, পরিবহন সেক্টরের স্টেক হোল্ডার নিয়ে সভা করা হয়েছে। তাদেরকে র্নিদিষ্ট স্ট্যান্ডে যাওয়ার জন্য বলা হয়েছে। স্ট্যান্ড ব্যবহার না করলে অভিযান পরিচালনা করা হবে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম বলেন, ‘আমি এ থানায় নতুন যোগদান করেছি। যানযট কমাতে সবকিছুই একটা নিয়ন্ত্রণের মধ্যে আনা হবে।