দৌলতখানে রফিকুল ইসলাম রহ: বাড়ির দরজায় প্রতিষ্ঠিত জিন্নাতুন নেছা দারুন জান্নাত মহিলা ক্বাওমি মাদ্রাসায় ছাত্রীদের হিফজের ছবক প্রদান সংস্কৃতি অনুষ্ঠান ও অভিবাবক সভা অনুষ্ঠিত হয়েছে।
মোঙ্গলবার সকাল ১০’টায় মাদ্রাসা ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে হিফজের সবক প্রদান করেন শিক্ষক হা. মাও মুফতি আ- মুমিন সাহেব। তিনি শিক্ষার্থীদের কুরআন হিফজের বিষয়ে নানাবিধ দিক নির্দেশনাও প্রদান করেন। এসময় মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মিজানুর রহমান আজাদী সাহেব, মাও. -মুফতি মহিউদ্দিন আরিফ, মাও মো: নিজাম উদ্দিন ( ভুইয়া), মাও মুফতি
আ -মুমিন সাহেব। মাও মো:শাহজালাল প্রতাষ্ঠাতা অত্র মাদ্রাসা। মাও মো: আমজাদ হোসেন( নাইম) পরিচালক অত্র মাদ্রাসা।
অভিভাবক ও অভিভাবিকাবৃন্দ প্রমুখ।
দিক-নির্দেশনামূলক আলোচনায় বক্তারা বলেন, মনোরম পরিবেশে ও জেনারেল শিক্ষার সমন্বয়ে অত্যাধুনিক জিন্নাতুন নেছা দারুন জান্নাত মহিলা ক্বাওমি মাদ্রাসা’র স্বীয় সুনাম অক্ষুন্ন রাখতে পারলে কুরআনের আলো ছড়ানোর কার্যক্রমে কালের সাক্ষি হয়ে থাকবে।
মেহমানরা আরো বলেন, কিয়ামতের দিন পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেলেও একমাত্র অক্ষুন্ন থাকবে মহাগ্রন্থ আল কুরআন। আর যারা সন্তানকে এই কুরআনের হাফেজ বানাবে ভাবছেন তাদের মত ভাগ্যবান আর কেউ হতে পারেনা।
অনুষ্ঠানে হিফজের সবক নেওয়া শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, আজ আমাদের খুব আনন্দ লাগতেছে, কারণ তারা হিফজের সবক শুরু করেছে। আমাদের বিশ্বাস এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একদিন সমাজ ও দেশ আলোকিত করবে। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন হাফেজ মাওলানা মুফতি আ মুমিন সাহেব।
পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদান করা হয়।