নড়াইল রেলস্টেশনে মঙ্গলবার সকাল ৭টায় হুইসেল বাজিয়ে যাত্রীবাহী ট্রেন থামল। নড়াইলবাসী দেখতে পেল প্রথম যাত্রীবাহী ট্রেন। মুহূর্তের মধ্যেই আনন্দের সঙ্গে কাঙ্ক্ষিত ট্রেনে উঠে পড়েন যাত্রীরা।
নড়াইলবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল রেলপথে রাজধানীসহ বিভিন্ন এলাকায় যোগাযোগ স্থাপন। এবার সেই স্বপ্ন পূরণ হলো। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে রেলপথ ব্যবহারের সুযোগ পেলেন নড়াইলবাসী।
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকল্পের আওতায় খুলনা-ঢাকা- বেনাপোল-ঢাকা-খুলনা রুটের ট্রেন চলল নড়াইলের বুকের ওপর দিয়ে। এ রুটে জাহানাবাদ এক্সপ্রেস ও রূপালী এক্সপ্রেস নামে একজোড়া ট্রেন চলাচল করবে।
নড়াইল রেলস্টেশন মাস্টার উজ্জ্বল কুমার বিশ্বাস জানান, নড়াইলের মানুষ ট্রেনে মাত্র আড়াই ঘণ্টায় ঢাকা যেতে পারবেন।
রেলের দেওয়া সময়সূচি অনুসারে- জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে ছাড়বে সকাল ৬টায়। ট্রেনটি ঢাকায় পৌঁছানোর নির্ধারিত সময় সকাল ৯টা ৪৫ মিনিটে। ঢাকা থেকে আবার ট্রেনটি ছেড়ে যাবে রাত ৮টায়। অন্যদিকে রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়বে সকাল ১০টা ৪৫ মিনিটে। ফিরতি যাত্রায় যশোর থেকে ট্রেনটি ছাড়বে বেলা ৩টা ৩০ মিনিটে। দিনে দুবার ঢাকা-খুলনা ও ঢাকা- বেনাপোল পথে চলাচল করবে দুটি ট্রেন।