শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
দলের সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, কেন্দ্রীয় নেতা নুরুল আকতার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, সাংগঠনিক সম্পাদক এসএম শামসুল আলম নিক্সন, মোহাম্মদ মোস্তফা কামাল, মোশারেফ হোসেন মন্টু, দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধা প্রমুখ কেন্দ্রীয় এবং মহানগর নেতারা উপস্থিত ছিলেন।
এসময় নেতারা ৭১-এর চেতনাকে ধারণ করে ২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অঙ্গীকার ব্যক্ত করেন। এ লক্ষ্যে অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেওয়ার বিকল্প নেই বলেও জানান নেতারা।
উল্লেখ্য, শহিদ বুদ্ধিজীবী দিবস ও ঐতিহাসিক ১৬ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস উপলক্ষে আগামীকাল বিকাল সাড়ে ৩টায় জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং ১৬ ডিসেম্বর সকালে যথাযথ মর্যাদায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে জেএসডির নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করবে।