বাংলাদেশ আমার অহংকার’ এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় অদ্য ২৮/১১/২০২৪ তারিখ আনুমানিক ২২.১০ ঘটিকার সময় সিপিসি-৩ গাইবান্ধা, র্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন রংপুর- ঢাকা হাইওয়ে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী, ১। মোঃ নুরুল ইসলমা (৩২) পিতা-আব্দুস সোবাহান, সাং-পশ্চিম বেজগ্রাম, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট ও ২। মোঃ মাহবুব মন্ডল (৪০) পিতা- মৃত মহির উদ্দীন মন্ডল,সাং-হিলি, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুরদ্বয়’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে এবং উদ্ধারকৃত আলামতসহ আসামীদ্বয়’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন প্রেস মিডিয়া উইং এ-র পক্ষে ওমর ফারুক।