শুক্রবার ভোরে মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানাধীন ১২ নং রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন রামচন্দ্রপুর বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে ১৯ বোতল ভারতীয় মদ ও ৯ বোতল ফেনসিডিল সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে দেবিদ্বার ক্যাম্পের সেনাবাহিনীর চৌকস প্রতিনিধি দল।
অভিযান পরিচালনা করেন কুমিল্লা দেবিদ্বার ও মুরাদনগরের ৩৮ বীরের ক্যাপ্টেন মোঃ সাইদুর রহমান এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ এনামুল।
আটক মাসুক মিয়া (৩৮) মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানাধীন ১২নং রামচন্দ্রপুর উত্তর বাজার এলাকার কাশেম মিয়ার ছেলে।
৩৮ বীরের ক্যাপ্টেন মোঃ সাইদুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ভোর রাতে আমরা রামচন্দ্রপুর বাজার অভিযান পরিচালনা করি। ভোর ৫টায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মাসুক মিয়ার নিজ বাড়িতে তল্লাশি চালাই। তখন তার নিজ বসতঘর থেকে ভারতীয় ৯ বোতল ফেনসিডিল, ৭ বোতল বোটকা, ১২ বোতল সিগনেচার মদ সহ মাদক ব্যবসায়ী মাসুক কে আটক করি। পরে এই ইউনিয়নের দায়িত্বে থাকা বাঙ্গরা থানা পুলিশ এস আই আবু তাহেরের হাতে তুলেদেই।
এস আই আবু তাহের বলেন, যৌথবাহিনী আমাকে খবর দিয়ে ৯ বোতল ফেনসিডিল, ৭ বোতল বোটকা, ১২ বোতল সিগনেচার মদ সহ মাদক ব্যবসায়ী মাসুক কে আমার কাছে তুলে দেন।
স্থানীয়রা জানান, মাসুক মিয়া দীর্ঘদিন ধরে এই মাদক ব্যবসা করেন। সে রামচন্দ্রঁপুর বাজারে চালের ব্যবসা করে ও এই চালের ব্যবসার আড়ালে মাদকের ব্যবসা করেন। তার কারণে এলাকার যুবক সমাজ মাদকাসক্ত হয়ে পড়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলাও আছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।
বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সালাহউদ্দিন বলেন, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হবে।