ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ১১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে জমাজলে বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু

ভারতে ঘূর্ণিঝড় ডানার জেরে রাস্তায় জমাজলে পড়ে থাকা বিদ‍্যুতের তারে পা জড়িয়ে বিপত্তি। প্রাণ গেল ২ যুবকের। তাদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কলকাতার ভবানীপুরের সৌরভ গুপ্ত (২৫) বিদ‍্যুতের তারের ছোবলে প্রাণ হারান। ওই যুবক পেশায় ভুজিয়া বিক্রেতা।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরের দিকে ব‍্যক্তিগত কাজে বাড়ি থেকে বের হন। যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সেটি জলমগ্ন ছিল। জলের মধ‍্যে যে ঘাপটি মেরে বিপদ লুকিয়ে রয়েছে, তা যেন টের পাননি সৌরভ। বিদ‍্যুতের তার পায়ে জড়ানো মাত্রই সংজ্ঞাহীন হয়ে পড়েন। মুহূর্তেই প্রাণ হারান সৌরভ। এই ঘটনায় নেমেছে শোকের ছায়া। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন সৌরভ। তার মৃত্যুর পর কিভাবে চলবে সংসার, তা নিয়ে উদ্বেগে পরিবারের স্বজনদের।

এদিকে, হাওড়াতেও জমা জল প্রাণ কেড়ে নিল এক যুবকের। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়া পুরসভার ৪২ নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়ায়। বিকেলে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন গৌতম চট্টোপাধ্যায় (৩৮) নামে ওই যুবক। বাড়ির কাছেই জমা জলের নিচে লুকানো রাস্তার গর্তে কোনওভাবে হোঁচট খেয়ে পড়ে জ্ঞান হারান তিনি।

অভিযোগ, দীর্ঘক্ষণ তিনি জলের মধ‍্যে পড়ে থাকলেও এলাকার লোকজন কেউ তাকে উদ্ধার করতে এগিয়ে আসেননি। শেষে চ‍্যার্টাজিহাট থানার পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গৌতম হাওড়া পুরসভার সাফাই বিভাগের অস্থায়ী কর্মী ছিলেন। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে জমাজলে বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু

আপডেট সময় ০৪:২৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

ভারতে ঘূর্ণিঝড় ডানার জেরে রাস্তায় জমাজলে পড়ে থাকা বিদ‍্যুতের তারে পা জড়িয়ে বিপত্তি। প্রাণ গেল ২ যুবকের। তাদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কলকাতার ভবানীপুরের সৌরভ গুপ্ত (২৫) বিদ‍্যুতের তারের ছোবলে প্রাণ হারান। ওই যুবক পেশায় ভুজিয়া বিক্রেতা।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরের দিকে ব‍্যক্তিগত কাজে বাড়ি থেকে বের হন। যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সেটি জলমগ্ন ছিল। জলের মধ‍্যে যে ঘাপটি মেরে বিপদ লুকিয়ে রয়েছে, তা যেন টের পাননি সৌরভ। বিদ‍্যুতের তার পায়ে জড়ানো মাত্রই সংজ্ঞাহীন হয়ে পড়েন। মুহূর্তেই প্রাণ হারান সৌরভ। এই ঘটনায় নেমেছে শোকের ছায়া। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন সৌরভ। তার মৃত্যুর পর কিভাবে চলবে সংসার, তা নিয়ে উদ্বেগে পরিবারের স্বজনদের।

এদিকে, হাওড়াতেও জমা জল প্রাণ কেড়ে নিল এক যুবকের। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়া পুরসভার ৪২ নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়ায়। বিকেলে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন গৌতম চট্টোপাধ্যায় (৩৮) নামে ওই যুবক। বাড়ির কাছেই জমা জলের নিচে লুকানো রাস্তার গর্তে কোনওভাবে হোঁচট খেয়ে পড়ে জ্ঞান হারান তিনি।

অভিযোগ, দীর্ঘক্ষণ তিনি জলের মধ‍্যে পড়ে থাকলেও এলাকার লোকজন কেউ তাকে উদ্ধার করতে এগিয়ে আসেননি। শেষে চ‍্যার্টাজিহাট থানার পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গৌতম হাওড়া পুরসভার সাফাই বিভাগের অস্থায়ী কর্মী ছিলেন। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।