ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জিনাত জাহান আদরের রিমান্ড মঞ্জুর

কিশোরী গৃহকর্মীকে দিনের পর দিন নির্যাতনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেফতার জিনাত জাহান আদরের ৫ দিনের রিমান্ড ভাটারা থানা পুলিশ আবেদন করলে ১ দি‌নের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

রোববার দুপুরে ভাটার থানার ওসি মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন বিকালে অভিযুক্ত ২১ বছরের তরুণী জিনাত জাহান আদরকে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হয়।

এ প্রসঙ্গে রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী যুগান্তর‌কে ব‌লেন, এক‌টি কন‌্যা‌শিশু‌কে বাসায় নির্যাতন করা হ‌য়ে‌ছে, তা বর্বরতাকেও হার মা‌নি‌য়ে‌ছে। মে‌য়ে‌টি‌কে দি‌নের পর দিন বাসায় এক প্রকার আট‌কে রে‌খে শারী‌রিক নির্যাতন চালা‌নো হয়। শিশু‌টির শরী‌রের বি‌ভিন্ন স্থা‌নে নির্যাত‌রে ক্ষত স্পর্ষ্ট হ‌য়ে উ‌ঠে‌ছে।  ক্ষতগু‌লো রক্তাত্ব হ‌য়ে দে‌বে আছে।  সমা‌জে এমন বর্বরতার নিশ্চয় চূড়ান্ত শা‌স্তি নি‌শ্চিত হ‌বে।

ছোট্ট এ কন‌্যা শিশু‌টি‌কে মা‌সের পর মাস নির্যাতন ক‌রে কাজ করা‌তেন গৃহকত্রী। মে‌য়ে‌টি আর্তনাত কর‌লেও মে‌য়ে‌টির মা বাবা কিংবা কোনো স্বজন‌দের স‌ঙ্গে কথা বল‌তে দেওয়া হ‌তো না। কা‌জের বি‌নিম‌য়ে কোনো প্রকার টাকা পয়সা দেওয়া হ‌তো না। এ সময় অন‌্যদের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন অ‌্যাড‌ভো‌কেট নূরুজ্জামান, অ‌্যাড‌ভো‌কেট আনোয়ারুল ইসলাম।

এর আগে শনিবার দুপুরে অমানবিক নির্যাতনের শিকার ১৩ বছর বয়সের কিশোরী কল্পনাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে উদ্ধার করে ভাটারা থানা পুলিশ।

একই সঙ্গে গ্রেফতার করা হয় অভিযুক্ত তরুণী জিনাত জাহান আদরকে নির্যাতনের শিকার কিশোরী গৃহকর্মী কল্পনা গণমাধ্যমকে বলেন, আমাকে ঠিকমতো খাবার খেতে দেয় না। সারা দিনে মাত্র একবেলা খাবার দেয়। আর সব সময় মারধর করে। বাবা-মায়ের সঙ্গে যোগাযোগও করতে দেয় না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জিনাত জাহান আদরের রিমান্ড মঞ্জুর

আপডেট সময় ০৭:৫৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪

কিশোরী গৃহকর্মীকে দিনের পর দিন নির্যাতনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেফতার জিনাত জাহান আদরের ৫ দিনের রিমান্ড ভাটারা থানা পুলিশ আবেদন করলে ১ দি‌নের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

রোববার দুপুরে ভাটার থানার ওসি মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন বিকালে অভিযুক্ত ২১ বছরের তরুণী জিনাত জাহান আদরকে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হয়।

এ প্রসঙ্গে রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী যুগান্তর‌কে ব‌লেন, এক‌টি কন‌্যা‌শিশু‌কে বাসায় নির্যাতন করা হ‌য়ে‌ছে, তা বর্বরতাকেও হার মা‌নি‌য়ে‌ছে। মে‌য়ে‌টি‌কে দি‌নের পর দিন বাসায় এক প্রকার আট‌কে রে‌খে শারী‌রিক নির্যাতন চালা‌নো হয়। শিশু‌টির শরী‌রের বি‌ভিন্ন স্থা‌নে নির্যাত‌রে ক্ষত স্পর্ষ্ট হ‌য়ে উ‌ঠে‌ছে।  ক্ষতগু‌লো রক্তাত্ব হ‌য়ে দে‌বে আছে।  সমা‌জে এমন বর্বরতার নিশ্চয় চূড়ান্ত শা‌স্তি নি‌শ্চিত হ‌বে।

ছোট্ট এ কন‌্যা শিশু‌টি‌কে মা‌সের পর মাস নির্যাতন ক‌রে কাজ করা‌তেন গৃহকত্রী। মে‌য়ে‌টি আর্তনাত কর‌লেও মে‌য়ে‌টির মা বাবা কিংবা কোনো স্বজন‌দের স‌ঙ্গে কথা বল‌তে দেওয়া হ‌তো না। কা‌জের বি‌নিম‌য়ে কোনো প্রকার টাকা পয়সা দেওয়া হ‌তো না। এ সময় অন‌্যদের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন অ‌্যাড‌ভো‌কেট নূরুজ্জামান, অ‌্যাড‌ভো‌কেট আনোয়ারুল ইসলাম।

এর আগে শনিবার দুপুরে অমানবিক নির্যাতনের শিকার ১৩ বছর বয়সের কিশোরী কল্পনাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে উদ্ধার করে ভাটারা থানা পুলিশ।

একই সঙ্গে গ্রেফতার করা হয় অভিযুক্ত তরুণী জিনাত জাহান আদরকে নির্যাতনের শিকার কিশোরী গৃহকর্মী কল্পনা গণমাধ্যমকে বলেন, আমাকে ঠিকমতো খাবার খেতে দেয় না। সারা দিনে মাত্র একবেলা খাবার দেয়। আর সব সময় মারধর করে। বাবা-মায়ের সঙ্গে যোগাযোগও করতে দেয় না।