ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিঠাপুকুরে এমপিএইসভিওয়ের ১১তম বর্ষে পদার্পন ধানের শীষ প্রতীক নিয়ে মঠবাড়িয়া আসনে লড়তে চান ক্যানাডা প্রবাসী ব্যারিস্টার আলমগীর বৈষম্য নিরসনের দাবিতে ৫ দফা কর্মসূচি ঘোষণা মঠবাড়িয়ার দাউদখালী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত ফসলের সাথে শত্রুতা, ১১ বিঘা আলু গম সরিষা হালচাষ দিয়ে নষ্ট করলো প্রতিপক্ষ ইসলামী দলগুলোকে ধোঁকা দিয়ে ক্ষমতায় গেছে আ.লীগ: চরমোনাই পীর উচাই কৃষি কলেজে নবীন-বরণ জাফলং পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট ২৪ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত নাটোরের বড়াইগ্রাম সময় টিভির অফিশিয়াল স্টাফ রিপোর্টার এর বাড়িতে আগুনে লেগে এক শিশুর মৃত্যু ইসলামীক জঙ্গিদের নিশানায় হিন্দু জাতীয়তাবাদী দল আর‌এস‌এস

ফ্যাসিস্ট সরকার তাড়িয়েছি এবার ডেঙ্গুকেও তাড়াব : ডাক্তার রফিক

দুই দশক ধরে জনগণের কাঁধে চেপে বসা ফ্যাসিস্ট সরকারকে ছাত্র-জনতা মিলে তাড়িয়েছি। এবার সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ভয়াবহ ডেঙ্গু মশাকেও তাড়াতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম।

তিনি বলেন, ডেঙ্গু রোগের উৎস এডিস মশা নির্মূলে নগরবাসী সম্মিলিতভাবে প্রচেষ্টা চালালে অবশ্যই এর প্রাদুর্ভাব রোধ করা সম্ভব।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে নয়াপল্টনের মহানগর বিএনপি কার্যালয়ের ভাসানী মিলনায়তনে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

ডাক্তার রফিক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যেই দলের নেতাকর্মীদের ডেঙ্গু প্রতিরোধে প্রথমে জনসচেতনতা সৃষ্টি, দ্বিতীয়ত ডেঙ্গু রোগ হলে তার প্রতিকারে নগরবাসীর পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা দিয়েছেন। সেই মোতাবেক বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ ইতোমধ্যে জনসচেতনা তৈরিতে মাইকিং ও লিফলেট বিতরণের কর্মসূচি পালন করে আসছে। যা অব্যাহত থাকবে। ঢাকা মহানগরে ডেঙ্গু রোগীদের রক্তের প্লাটিলেটের প্রয়োজনে রক্তের চাহিদা মেটাতে বিএনপি নেতাকর্মীদের রক্তদানের জন্য একটি গ্রুপ তৈরি করেছে। এই গ্রুপে নগর দক্ষিণ বিএনপির রক্তদানে ইচ্ছুক নেতাকর্মীদের নাম মোবাইল নম্বর রক্তের গ্রুপসহ সকল তথ্যাদি একটি ওয়েবসাইটে দেওয়া থাকবে, মহানগর দক্ষিণে দুটি হট লাইন নম্বর ২৪ ঘণ্টা চালু থাকবে যাতে নগরবাসী ডেঙ্গু রোগ হলে রক্তসহ প্রয়োজনীয় সহযোগিতার জন্য যোগাযোগ করতে পারেন।

ডাক্তার রফিক বিএনপির এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে নগরবাসীর প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান।

নগর বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সব যুগ্ম আহ্বায়কসহ সদস্যরা এবং থানা এবং ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে তানভীর আহমেদ রবিন বলেন, মানুষ তার সদিচ্ছা এবং কর্মযজ্ঞ দিয়ে অতীতে অনেক বড় বড় সমস্যার সমাধান করেছে। ডায়রিয়া, কলেরা, গুটি বসন্তের মতো ভয়াবহ রোগকেও জয় করেছে। তাই এবার আসুন আমরা ঢাকাবাসী ঐক্যবদ্ধভাবে আন্তরিকতা দিয়ে নিজেদের শহরকে এডিস মশামুক্ত করি এবং ডেঙ্গুকে চিরতরে বিদায় করি।

সবার শেষে নগরবাসীর বিতরণের জন্য ঢাকা মহানগর দক্ষিণের ৮০ টি সাংগঠনিক ওয়ার্ডে লিফলেট পৌঁছে দেওয়া হয় এবং ১৪ অক্টোবর থেকে প্রতিদিন প্রতিটি ওয়ার্ডে রিকশাযোগে মাইকিং ও বাড়িতে বাড়িতে লিফলেট বিতরণের কর্মসূচি ঘোষণা করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মিঠাপুকুরে এমপিএইসভিওয়ের ১১তম বর্ষে পদার্পন

ফ্যাসিস্ট সরকার তাড়িয়েছি এবার ডেঙ্গুকেও তাড়াব : ডাক্তার রফিক

আপডেট সময় ০৫:২৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

দুই দশক ধরে জনগণের কাঁধে চেপে বসা ফ্যাসিস্ট সরকারকে ছাত্র-জনতা মিলে তাড়িয়েছি। এবার সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ভয়াবহ ডেঙ্গু মশাকেও তাড়াতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম।

তিনি বলেন, ডেঙ্গু রোগের উৎস এডিস মশা নির্মূলে নগরবাসী সম্মিলিতভাবে প্রচেষ্টা চালালে অবশ্যই এর প্রাদুর্ভাব রোধ করা সম্ভব।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে নয়াপল্টনের মহানগর বিএনপি কার্যালয়ের ভাসানী মিলনায়তনে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

ডাক্তার রফিক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যেই দলের নেতাকর্মীদের ডেঙ্গু প্রতিরোধে প্রথমে জনসচেতনতা সৃষ্টি, দ্বিতীয়ত ডেঙ্গু রোগ হলে তার প্রতিকারে নগরবাসীর পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা দিয়েছেন। সেই মোতাবেক বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ ইতোমধ্যে জনসচেতনা তৈরিতে মাইকিং ও লিফলেট বিতরণের কর্মসূচি পালন করে আসছে। যা অব্যাহত থাকবে। ঢাকা মহানগরে ডেঙ্গু রোগীদের রক্তের প্লাটিলেটের প্রয়োজনে রক্তের চাহিদা মেটাতে বিএনপি নেতাকর্মীদের রক্তদানের জন্য একটি গ্রুপ তৈরি করেছে। এই গ্রুপে নগর দক্ষিণ বিএনপির রক্তদানে ইচ্ছুক নেতাকর্মীদের নাম মোবাইল নম্বর রক্তের গ্রুপসহ সকল তথ্যাদি একটি ওয়েবসাইটে দেওয়া থাকবে, মহানগর দক্ষিণে দুটি হট লাইন নম্বর ২৪ ঘণ্টা চালু থাকবে যাতে নগরবাসী ডেঙ্গু রোগ হলে রক্তসহ প্রয়োজনীয় সহযোগিতার জন্য যোগাযোগ করতে পারেন।

ডাক্তার রফিক বিএনপির এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে নগরবাসীর প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান।

নগর বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সব যুগ্ম আহ্বায়কসহ সদস্যরা এবং থানা এবং ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে তানভীর আহমেদ রবিন বলেন, মানুষ তার সদিচ্ছা এবং কর্মযজ্ঞ দিয়ে অতীতে অনেক বড় বড় সমস্যার সমাধান করেছে। ডায়রিয়া, কলেরা, গুটি বসন্তের মতো ভয়াবহ রোগকেও জয় করেছে। তাই এবার আসুন আমরা ঢাকাবাসী ঐক্যবদ্ধভাবে আন্তরিকতা দিয়ে নিজেদের শহরকে এডিস মশামুক্ত করি এবং ডেঙ্গুকে চিরতরে বিদায় করি।

সবার শেষে নগরবাসীর বিতরণের জন্য ঢাকা মহানগর দক্ষিণের ৮০ টি সাংগঠনিক ওয়ার্ডে লিফলেট পৌঁছে দেওয়া হয় এবং ১৪ অক্টোবর থেকে প্রতিদিন প্রতিটি ওয়ার্ডে রিকশাযোগে মাইকিং ও বাড়িতে বাড়িতে লিফলেট বিতরণের কর্মসূচি ঘোষণা করা হয়।