ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামির মৃত্যু ভোলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার নেতাকর্মীদের ত্যাগ স্বীকার করে কাজ করার শপথ করালেন, আমিনুল হক দৌলতের কান্দিতে অন্যরকম এক বিদায় সংবর্ধনা পেল শিক্ষক সেলিনা আক্তার চিন্ময়ের গ্রেফতার ও সাইফুল হত্যাকাণ্ড নিয়ে যত অপতথ্য ছড়িয়েছে বাংলাদেশকে ২২৬৫ কোটি টাকা ঋণ দিচ্ছে জার্মানি দুদকের মামলায় অব্যাহতি পেলেন জামায়াত সেক্রেটারি কুড়িগ্রামের নাগেশ্বরীতে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বীজ রাখার দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমান গুজবে কান দিয়ে অস্থিরতা সৃষ্টি না করার আহবান জাবিতে ছাত্রদলের দুগ্রুপে উত্তেজনা, বোমাসদৃশ বস্তু উদ্ধার

চাঁদা দাবির অভিযোগে উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

বরগুনার আমতলীতে চাঁদা দাবির অভিযোগ এনে উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধাসহ ৫ জনের বিরুদ্ধে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়েছে। মামলাটি আমলে নিয়ে বিচারক আমতলী থানাকে এফআইআর গ্রহণের নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার সকালে মামলাটি দায়ের করেন চলাভাঙ্গা গ্রামের হুমায়ুন কবির মিল্টন নামে এক মুদি মনোহরি দোকানদার।

মামলা সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার সদর ইউনিয়নের চলাভাঙ্গা গ্রামের আ. ছত্তার মৃধার ছেলে হুমায়ুন কবির মিল্টন চলাভাঙ্গা গ্রামে নির্মাণাধীন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সুইসিং স্টেশনে শ্রমিক সরবরাহ করে আসছেন এবং খুরিয়ার খেয়াঘাট এলাকায় তার একটি মুদি মনোহরি দোকান রয়েছে। বুধবার সকালে আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধার নেতৃত্বে ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে ১৫-২৫টি মোটরসাইকেলযোগে ওই দোকানের সামনে গিয়ে তুহিন মৃধা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। হুমায়ুন কবির মিল্টন চাঁদা দিতে অস্বীকার করায় আসামিরা তাকে ব্যাপক মারধর ও দোকান ভাঙচুর করে ৩ লাখ টাকার মালামাল লুট করে। এ সময় হামলাকারীরা ক্যাশ বাক্স ভেঙে নগদ ২ লাখ টাকাও নিয়ে যায়।

দোকান ভাঙচুর করে মালামালও নগদ টাকা লুট এবং ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বৃহস্পতিবার সকালে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হুমায়ুন কবির মিল্টন বাদী হয়ে বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা, আমতলী সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক হিমু আকন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আমিনুল আকন, উপজেলা যুবদলের ১নং সদস্য সামসু চৌকিদার ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদি হাসান রাকিবকে আসামি করে একটি মামলা করেন। আদালতের বিচারক মো. আরিফুর রহমান মামলাটি আমলে নিয়ে ৫ আসামির বিরুদ্ধে আমতলী থানাকে এফআইআর গ্রহণের নির্দেশ দেন।

মামলার বাদী হুমায়ুন কবির মিল্টন বলেন, তুহিন মৃধার নেতৃত্বে আসামিরা আমার কাছে বুধবার সকালে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় আমার দোকান ভাঙচুরসহ ৩ লাখ টাকার মালামাল এবং ২ লাখ নগদ টাকা লুট করে নিয়ে যায়। আমি এ ঘটনার বিচার চাই।

বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধা বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা একটি মামলা; বুধবারের ঘটনার সিসি ক্যামেরার এবং ভিডিও ফুটেজ চেক করলেই আসল রহস্য বের হয়ে আসবে। আমি কোনো চাঁদা দাবি, ঘর ভাঙচুর মালামাল এবং নগদ টাকা লুট কোনটিই করি নাই। শেখ হাসিনা সরকার পতনের পর সাবেক সভাপতি জালাল ফকিরের নেতৃত্বে খুরিয়ার খেয়াঘাট এলাকায় চাঁদাবাজি চলছিল। আমি তা বন্ধের নির্দেশ দিয়েছি। এজন্য জালাল ফকির ক্ষিপ্ত হয়ে উলটো আমাদের ওপর হামলা করে এতে আমাদের কিছু লোক মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আর মামলা দায়ের করা মিল্টন আওয়ামী লীগের লোক। জালাল ফকির তাকে দিয়ে আমাকে হয়রানি করার জন্য এ মামলা করেছে।

উল্লেখ্য, খুরিয়ার খেয়াঘাট এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২৮ আগস্ট বুধবার দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৭ জন আহত হন।

আমতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমির হোসেন সেরনিয়াবাদ বলেন, আদালতের আজকের মামলার আদেশ আমরা এখনো হাতে পাইনি। হাতে পাওয়া গেলে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

চাঁদা দাবির অভিযোগে উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১১:৩৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪

বরগুনার আমতলীতে চাঁদা দাবির অভিযোগ এনে উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধাসহ ৫ জনের বিরুদ্ধে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়েছে। মামলাটি আমলে নিয়ে বিচারক আমতলী থানাকে এফআইআর গ্রহণের নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার সকালে মামলাটি দায়ের করেন চলাভাঙ্গা গ্রামের হুমায়ুন কবির মিল্টন নামে এক মুদি মনোহরি দোকানদার।

মামলা সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার সদর ইউনিয়নের চলাভাঙ্গা গ্রামের আ. ছত্তার মৃধার ছেলে হুমায়ুন কবির মিল্টন চলাভাঙ্গা গ্রামে নির্মাণাধীন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সুইসিং স্টেশনে শ্রমিক সরবরাহ করে আসছেন এবং খুরিয়ার খেয়াঘাট এলাকায় তার একটি মুদি মনোহরি দোকান রয়েছে। বুধবার সকালে আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধার নেতৃত্বে ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে ১৫-২৫টি মোটরসাইকেলযোগে ওই দোকানের সামনে গিয়ে তুহিন মৃধা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। হুমায়ুন কবির মিল্টন চাঁদা দিতে অস্বীকার করায় আসামিরা তাকে ব্যাপক মারধর ও দোকান ভাঙচুর করে ৩ লাখ টাকার মালামাল লুট করে। এ সময় হামলাকারীরা ক্যাশ বাক্স ভেঙে নগদ ২ লাখ টাকাও নিয়ে যায়।

দোকান ভাঙচুর করে মালামালও নগদ টাকা লুট এবং ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বৃহস্পতিবার সকালে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হুমায়ুন কবির মিল্টন বাদী হয়ে বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা, আমতলী সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক হিমু আকন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আমিনুল আকন, উপজেলা যুবদলের ১নং সদস্য সামসু চৌকিদার ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদি হাসান রাকিবকে আসামি করে একটি মামলা করেন। আদালতের বিচারক মো. আরিফুর রহমান মামলাটি আমলে নিয়ে ৫ আসামির বিরুদ্ধে আমতলী থানাকে এফআইআর গ্রহণের নির্দেশ দেন।

মামলার বাদী হুমায়ুন কবির মিল্টন বলেন, তুহিন মৃধার নেতৃত্বে আসামিরা আমার কাছে বুধবার সকালে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় আমার দোকান ভাঙচুরসহ ৩ লাখ টাকার মালামাল এবং ২ লাখ নগদ টাকা লুট করে নিয়ে যায়। আমি এ ঘটনার বিচার চাই।

বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধা বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা একটি মামলা; বুধবারের ঘটনার সিসি ক্যামেরার এবং ভিডিও ফুটেজ চেক করলেই আসল রহস্য বের হয়ে আসবে। আমি কোনো চাঁদা দাবি, ঘর ভাঙচুর মালামাল এবং নগদ টাকা লুট কোনটিই করি নাই। শেখ হাসিনা সরকার পতনের পর সাবেক সভাপতি জালাল ফকিরের নেতৃত্বে খুরিয়ার খেয়াঘাট এলাকায় চাঁদাবাজি চলছিল। আমি তা বন্ধের নির্দেশ দিয়েছি। এজন্য জালাল ফকির ক্ষিপ্ত হয়ে উলটো আমাদের ওপর হামলা করে এতে আমাদের কিছু লোক মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আর মামলা দায়ের করা মিল্টন আওয়ামী লীগের লোক। জালাল ফকির তাকে দিয়ে আমাকে হয়রানি করার জন্য এ মামলা করেছে।

উল্লেখ্য, খুরিয়ার খেয়াঘাট এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২৮ আগস্ট বুধবার দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৭ জন আহত হন।

আমতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমির হোসেন সেরনিয়াবাদ বলেন, আদালতের আজকের মামলার আদেশ আমরা এখনো হাতে পাইনি। হাতে পাওয়া গেলে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।