রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত এবং আহতের ঘটনায় একাধিক মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষকের নামে মামলা করা হয়েছে।
শিক্ষকরা হলেন- লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. আসাদুজ্জামান মণ্ডল আসাদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২ শিক্ষক সহযোগী অধ্যাপক তাবিউর রহমান প্রধান ও সহকারী অধ্যাপক মোহা. মাহমুদুল হক।
গত ১৬ জুলাই আবু সাঈদ হত্যা মামলায় শিক্ষক মো. আসাদুজ্জামান মণ্ডল আসাদকে মামলার আসামি করা হয়।
অন্যদিকে অন্য একটি মামলার নথিতে উল্লেখ করা হয়, বেআইনি জনতাবদ্ধে মারাত্মক অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত এবং আগ্নেয়াস্ত্রের গুলিতে সাধারণ ও গুরুতর জখম, অঙ্গহানি, হত্যার ভয়ভীতি প্রদর্শনসহ হুমকি দানের অপরাধে গত ২৫ আগস্ট তাবিউর রহমান প্রধানের বিরুদ্ধে মামলা করেন মো. কাশেম।
মামলার বিষয়ে জানতে চাইলে তাবিউর রহমান প্রধান বলেন, এ বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষক মশিউর রহমান ও মাহামুদুল হক যোগসাজশে মামলা দিয়ে সফল হয়নি তাই নতুন করে হয়রানির করার জন্য বাদী ও আইনজীবীর সঙ্গে যোগসাজশে মিথ্যা মামলা দিয়েছে।
অন্যদিকে, গত ১৮ জুলাই কমপ্লিট শাটডাউনের দিন রংপুর মডার্ন গুলিবিদ্ধ হয়ে মারা যায় মানিক মিয়া নামে এক অটোরিকশা চালক। পরে ২০ জুলাই পুলিশ বাদী হয়ে মামলা করে তাজহাট থানায়। তখন মাহামুদুল হকের নাম ছিল না। পরে ১৯ অগাস্ট নিহত মানিক মিয়ার মা নুরজাহান বেগম বাদী হয়ে মামলা করেন। সেখানে ১১৯ জনের মাহমুদুল হককে আসামি করা হয়।