ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী পলিটেকনিক এক্স স্টুডেন্টস ফোরাম (আরপিইএসএফ) এর নির্বাচন ২০২৪-২৬ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি ভাটারা থানা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে ফ্যাসিস্ট বিরোধী যত রাজনৈতিক সংগঠন আছে তাদের মধ্যে একটি ঐক্য গড়ে তুলতে হবে: নজরুল ইসলাম খান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামির মৃত্যু ভোলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার নেতাকর্মীদের ত্যাগ স্বীকার করে কাজ করার শপথ করালেন, আমিনুল হক দৌলতের কান্দিতে অন্যরকম এক বিদায় সংবর্ধনা পেল শিক্ষক সেলিনা আক্তার চিন্ময়ের গ্রেফতার ও সাইফুল হত্যাকাণ্ড নিয়ে যত অপতথ্য ছড়িয়েছে বাংলাদেশকে ২২৬৫ কোটি টাকা ঋণ দিচ্ছে জার্মানি দুদকের মামলায় অব্যাহতি পেলেন জামায়াত সেক্রেটারি

বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় পাপনসহ ১৪০ জনের বিরুদ্ধে মামলা

ভৈরবে বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী নাজমুল হাসান পাপনকে প্রধান আসামি করে ১৪০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে। বুধবার সকালে স্থানীয় বিএনপির কর্মী ও ব্যবসায়ী আলম সরকার বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

আলম সরকারের বাড়ি শহরের কমলপুর এলাকায়। তার বাবার নাম হাজী আরব মিয়া।

মামলায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্য উল্লেখযোগ্য যাদের আসামি করা হয় তারা হলেন- সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের এপিএস ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাংগীর আলম সেন্টু, সাংগঠনিক সম্পাদক শেফায়েত উল্লাহ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মিজানুর রহমান কবির, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম বাকী বিল্লাহ, পৌর আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান ইকবাল, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, যুবলীগ নেতা ইমন, অরুন আল-আজাদ, আরমান উল্লাহ, আল-আমিন সৈকত, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল হেকিম রায়হান, সাধারণ সম্পাদক জামাল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাকিব রায়হান, আওয়ামী লীগ নেতা মির্জা সুলাইমান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিউল আলম মঈন, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মোশারফ হোসেন মুছা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমির হামজা ও কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের কয়েকজন সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৪০ জন।

বাদী আলম সরকার তার মামলার অভিযোগে বলেন, গত ১৯ জুলাই তৎকালীন আওয়ামী সরকারের বিরুদ্ধে ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের নির্দেশে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ভৈরবে বেআইনি জনতাবদ্ধ হয়ে দা, ছুরি, পাইপগান, শটগান, লাঠি, লোহার রড, হকিস্টিক, লোহার পাইব, ককটেল, পেট্রলবোমা ইত্যাদি মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের ভৈরবস্থ ডাকবাংলা যা উপজেলা বিএনপির অফিস হিসেবে ব্যবহৃত হয় তা ভাঙচুর করে। এতে অফিসের ৫ লাখ টাকার ক্ষতিসহ আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের জিনিসপত্র লুটপাট করে আসামিরা।

এদিন ঘটনার সময় কয়েকজন বিএনপি নেতাকর্মী বাধা দিতে গেলে তারা আহত হন। ঘটনার এক মাস ১০ দিন পর বুধবার সকালে বিএনপি কর্মী ও ব্যবসায়ী আলম সরকার বাদী হয়ে সাবেক মন্ত্রী নাজমুল হাসান পাপনকে ১নং আসামি করে ১৪০ জনের বিরুদ্ধে থানায় মামলাটি দায়ের করেন।

মামলা দায়েরের কথা স্বীকার করে ভৈরব থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, আলম সরকার নামের স্থানীয় এক ব্যক্তি অভিযোগটি বুধবার সকালে থানায় দিয়েছেন। আমি আইনগতভাবে তা গ্রহণ করেছি। মামলায় প্রধান আসামি করা হয় সাবেক মন্ত্রী নাজমুল হাসান পাপনসহ ১৪০ জনকে। অভিযোগটি পুলিশ তদন্ত করার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজশাহী পলিটেকনিক এক্স স্টুডেন্টস ফোরাম (আরপিইএসএফ) এর নির্বাচন ২০২৪-২৬ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় পাপনসহ ১৪০ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১১:০০:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪

ভৈরবে বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী নাজমুল হাসান পাপনকে প্রধান আসামি করে ১৪০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে। বুধবার সকালে স্থানীয় বিএনপির কর্মী ও ব্যবসায়ী আলম সরকার বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

আলম সরকারের বাড়ি শহরের কমলপুর এলাকায়। তার বাবার নাম হাজী আরব মিয়া।

মামলায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্য উল্লেখযোগ্য যাদের আসামি করা হয় তারা হলেন- সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের এপিএস ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাংগীর আলম সেন্টু, সাংগঠনিক সম্পাদক শেফায়েত উল্লাহ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মিজানুর রহমান কবির, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম বাকী বিল্লাহ, পৌর আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান ইকবাল, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, যুবলীগ নেতা ইমন, অরুন আল-আজাদ, আরমান উল্লাহ, আল-আমিন সৈকত, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল হেকিম রায়হান, সাধারণ সম্পাদক জামাল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাকিব রায়হান, আওয়ামী লীগ নেতা মির্জা সুলাইমান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিউল আলম মঈন, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মোশারফ হোসেন মুছা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমির হামজা ও কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের কয়েকজন সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৪০ জন।

বাদী আলম সরকার তার মামলার অভিযোগে বলেন, গত ১৯ জুলাই তৎকালীন আওয়ামী সরকারের বিরুদ্ধে ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের নির্দেশে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ভৈরবে বেআইনি জনতাবদ্ধ হয়ে দা, ছুরি, পাইপগান, শটগান, লাঠি, লোহার রড, হকিস্টিক, লোহার পাইব, ককটেল, পেট্রলবোমা ইত্যাদি মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের ভৈরবস্থ ডাকবাংলা যা উপজেলা বিএনপির অফিস হিসেবে ব্যবহৃত হয় তা ভাঙচুর করে। এতে অফিসের ৫ লাখ টাকার ক্ষতিসহ আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের জিনিসপত্র লুটপাট করে আসামিরা।

এদিন ঘটনার সময় কয়েকজন বিএনপি নেতাকর্মী বাধা দিতে গেলে তারা আহত হন। ঘটনার এক মাস ১০ দিন পর বুধবার সকালে বিএনপি কর্মী ও ব্যবসায়ী আলম সরকার বাদী হয়ে সাবেক মন্ত্রী নাজমুল হাসান পাপনকে ১নং আসামি করে ১৪০ জনের বিরুদ্ধে থানায় মামলাটি দায়ের করেন।

মামলা দায়েরের কথা স্বীকার করে ভৈরব থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, আলম সরকার নামের স্থানীয় এক ব্যক্তি অভিযোগটি বুধবার সকালে থানায় দিয়েছেন। আমি আইনগতভাবে তা গ্রহণ করেছি। মামলায় প্রধান আসামি করা হয় সাবেক মন্ত্রী নাজমুল হাসান পাপনসহ ১৪০ জনকে। অভিযোগটি পুলিশ তদন্ত করার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।