ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী পলিটেকনিক এক্স স্টুডেন্টস ফোরাম (আরপিইএসএফ) এর নির্বাচন ২০২৪-২৬ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি ভাটারা থানা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে ফ্যাসিস্ট বিরোধী যত রাজনৈতিক সংগঠন আছে তাদের মধ্যে একটি ঐক্য গড়ে তুলতে হবে: নজরুল ইসলাম খান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামির মৃত্যু ভোলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার নেতাকর্মীদের ত্যাগ স্বীকার করে কাজ করার শপথ করালেন, আমিনুল হক দৌলতের কান্দিতে অন্যরকম এক বিদায় সংবর্ধনা পেল শিক্ষক সেলিনা আক্তার চিন্ময়ের গ্রেফতার ও সাইফুল হত্যাকাণ্ড নিয়ে যত অপতথ্য ছড়িয়েছে বাংলাদেশকে ২২৬৫ কোটি টাকা ঋণ দিচ্ছে জার্মানি দুদকের মামলায় অব্যাহতি পেলেন জামায়াত সেক্রেটারি

পদ্মা কোলের আর্তনাদ; দেখার কেউ নেই

নদীর নাম ইছামতি। তার পাশ দিয়েই বয়ে যেত পদ্মা নদীর ছোট একটি শাখা। এই শাখা নদীটি চর শিবরামপুর পদ্মার শাখা থেকে শুরু করে সাধুপাড়া, বাংলাবাজার, অনন্তবাঁধ, ভাড়ারা হয়ে পদ্মার আর এক শাখাতে মিলিত হয়। এক সময় এই শাখা দিয়ে পাবনা শহরের মধ্যে বাণিজ্যিক নৌকা চলাচল করতো। হাজার মানুষের রুটি রুজির ব্যাবস্থা হতো এই পদ্মার ছোট শাখাকে কেন্দ্র করেই।

একটা সময় বাংলা বাজার ও অনন্ত বাঁধ এর কারণে শাখা নদী নাম থেকে বিচ্ছিন্ন হয়ে পদ্মা কোল নামে পরিচিত হয়ে যায়। আমি মূলত কথা বলতে চাচ্ছি বাংলাবাজার বাঁধ ও অনন্ত বাঁধ মাঝের কোলটি নিয়ে। অত্র অঞ্চলের সাবেক আওয়ামীলীগের নেতাদের রাজনীতির স্বীকার হয়ে যায় কোলটি। আগে এই পদ্মা কোলে মাছ চাষ হতো আর এখন হচ্ছে মশা, মাছি, বিভিন্ন জলবাহী রোগের চাষ। কোলটি দীর্ঘ প্রায় ৫ বছর যাবৎ কচুরী পানা, কোল ঘেষা বাড়ীর মলমুত্র জমতে জমতে খুব খারাপভাবে দূষিত হয়ে পড়েছে।

দীর্ঘদিন এভাবে থাকার পরও কখনও কোন কর্তৃপক্ষের চোখে পড়েনি। বিষয়টি নিয়ে আশে পাশের লোকজন পানি উন্নয়ন বোর্ড, পাবনা পৌরসভাতে জানানো হলেও তারা কোন প্রকার প্রদক্ষেপ গ্রহণ করেননি। আসলে অতি দুঃখের সাথে বলতে হয় হাজার হাজার উন্নয়নের বুলিতে কোলটি অবহেলিত হয়ে পরেছে। আর আশপাশের মানুষেরা মশাবাহিত রোগ ও পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। মানুষের মলমূত্র, বাড়ির আবর্জনার কারণে দূষিত হচ্ছে বাতাস। আমরা আমাদের প্রাণের শহর পাবনাকে সুন্দর শহর হিসেবে দেখতে চাই। তার জন্যই এই কোলটি সংস্কার করা খুবই জরুরী বলে মনে করে এলাকাবাসী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজশাহী পলিটেকনিক এক্স স্টুডেন্টস ফোরাম (আরপিইএসএফ) এর নির্বাচন ২০২৪-২৬ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

পদ্মা কোলের আর্তনাদ; দেখার কেউ নেই

আপডেট সময় ০৯:৫০:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪

নদীর নাম ইছামতি। তার পাশ দিয়েই বয়ে যেত পদ্মা নদীর ছোট একটি শাখা। এই শাখা নদীটি চর শিবরামপুর পদ্মার শাখা থেকে শুরু করে সাধুপাড়া, বাংলাবাজার, অনন্তবাঁধ, ভাড়ারা হয়ে পদ্মার আর এক শাখাতে মিলিত হয়। এক সময় এই শাখা দিয়ে পাবনা শহরের মধ্যে বাণিজ্যিক নৌকা চলাচল করতো। হাজার মানুষের রুটি রুজির ব্যাবস্থা হতো এই পদ্মার ছোট শাখাকে কেন্দ্র করেই।

একটা সময় বাংলা বাজার ও অনন্ত বাঁধ এর কারণে শাখা নদী নাম থেকে বিচ্ছিন্ন হয়ে পদ্মা কোল নামে পরিচিত হয়ে যায়। আমি মূলত কথা বলতে চাচ্ছি বাংলাবাজার বাঁধ ও অনন্ত বাঁধ মাঝের কোলটি নিয়ে। অত্র অঞ্চলের সাবেক আওয়ামীলীগের নেতাদের রাজনীতির স্বীকার হয়ে যায় কোলটি। আগে এই পদ্মা কোলে মাছ চাষ হতো আর এখন হচ্ছে মশা, মাছি, বিভিন্ন জলবাহী রোগের চাষ। কোলটি দীর্ঘ প্রায় ৫ বছর যাবৎ কচুরী পানা, কোল ঘেষা বাড়ীর মলমুত্র জমতে জমতে খুব খারাপভাবে দূষিত হয়ে পড়েছে।

দীর্ঘদিন এভাবে থাকার পরও কখনও কোন কর্তৃপক্ষের চোখে পড়েনি। বিষয়টি নিয়ে আশে পাশের লোকজন পানি উন্নয়ন বোর্ড, পাবনা পৌরসভাতে জানানো হলেও তারা কোন প্রকার প্রদক্ষেপ গ্রহণ করেননি। আসলে অতি দুঃখের সাথে বলতে হয় হাজার হাজার উন্নয়নের বুলিতে কোলটি অবহেলিত হয়ে পরেছে। আর আশপাশের মানুষেরা মশাবাহিত রোগ ও পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। মানুষের মলমূত্র, বাড়ির আবর্জনার কারণে দূষিত হচ্ছে বাতাস। আমরা আমাদের প্রাণের শহর পাবনাকে সুন্দর শহর হিসেবে দেখতে চাই। তার জন্যই এই কোলটি সংস্কার করা খুবই জরুরী বলে মনে করে এলাকাবাসী।