নদীর নাম ইছামতি। তার পাশ দিয়েই বয়ে যেত পদ্মা নদীর ছোট একটি শাখা। এই শাখা নদীটি চর শিবরামপুর পদ্মার শাখা থেকে শুরু করে সাধুপাড়া, বাংলাবাজার, অনন্তবাঁধ, ভাড়ারা হয়ে পদ্মার আর এক শাখাতে মিলিত হয়। এক সময় এই শাখা দিয়ে পাবনা শহরের মধ্যে বাণিজ্যিক নৌকা চলাচল করতো। হাজার মানুষের রুটি রুজির ব্যাবস্থা হতো এই পদ্মার ছোট শাখাকে কেন্দ্র করেই।
একটা সময় বাংলা বাজার ও অনন্ত বাঁধ এর কারণে শাখা নদী নাম থেকে বিচ্ছিন্ন হয়ে পদ্মা কোল নামে পরিচিত হয়ে যায়। আমি মূলত কথা বলতে চাচ্ছি বাংলাবাজার বাঁধ ও অনন্ত বাঁধ মাঝের কোলটি নিয়ে। অত্র অঞ্চলের সাবেক আওয়ামীলীগের নেতাদের রাজনীতির স্বীকার হয়ে যায় কোলটি। আগে এই পদ্মা কোলে মাছ চাষ হতো আর এখন হচ্ছে মশা, মাছি, বিভিন্ন জলবাহী রোগের চাষ। কোলটি দীর্ঘ প্রায় ৫ বছর যাবৎ কচুরী পানা, কোল ঘেষা বাড়ীর মলমুত্র জমতে জমতে খুব খারাপভাবে দূষিত হয়ে পড়েছে।
দীর্ঘদিন এভাবে থাকার পরও কখনও কোন কর্তৃপক্ষের চোখে পড়েনি। বিষয়টি নিয়ে আশে পাশের লোকজন পানি উন্নয়ন বোর্ড, পাবনা পৌরসভাতে জানানো হলেও তারা কোন প্রকার প্রদক্ষেপ গ্রহণ করেননি। আসলে অতি দুঃখের সাথে বলতে হয় হাজার হাজার উন্নয়নের বুলিতে কোলটি অবহেলিত হয়ে পরেছে। আর আশপাশের মানুষেরা মশাবাহিত রোগ ও পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। মানুষের মলমূত্র, বাড়ির আবর্জনার কারণে দূষিত হচ্ছে বাতাস। আমরা আমাদের প্রাণের শহর পাবনাকে সুন্দর শহর হিসেবে দেখতে চাই। তার জন্যই এই কোলটি সংস্কার করা খুবই জরুরী বলে মনে করে এলাকাবাসী।