কুড়িগ্রামের চিলমারীতে বিয়ের আসর থেকে মুমু আক্তার (১৮) নামে এক কনে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার পুটিমারী হাটিথানা গ্রামে এ ঘটনা ঘটে। চাঞ্চল্যকর এ ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলার থানাহাট ইউনিয়নের পুটিমারী হাটিথানা গ্রামের বাসিন্দা মাজু মিয়ার মেয়ে এইচএসসি পরীক্ষার্থী মুমু আক্তারের সঙ্গে উপজেলার রমনা ইউনিয়নের পাত্রখাতা গ্রামের মৃত রঞ্জু মিয়ার ছেলে তারিকুল ইসলামের পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়। সেই মোতাবেক সোমবার রাতে বিয়ে করতে বরযাত্রী কনের বাড়িতে যান। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষে বরযাত্রীদের খাবার পরিবেশনকালে পাত্রী সেজে বসে থাকা কনে মুমু আক্তার কৌশলে বাড়ি থেকে পালিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পরও কনেকে না পেয়ে বরযাত্রী বরকে নিয়ে বাড়ি ফিরে যায়।
তবে কেন কার সঙ্গে পালিয়েছে সেই বিষয়ে কিছু জানা যায়নি। চাঞ্চল্যকর এ খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, বিষয়টি আমার জানা নাই।