ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে শিক্ষার্থীদের মিছিলে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে মামলা

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ মিছিলে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৪ জন নেতাকর্মীর নামে মামলা হয়েছে। এছাড়া এ মামলায় অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখারুল আলম প্রধান মামলার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রোববার (২৫ আগস্ট) দিবাগত রাতে রাজবাড়ী সদর থানায় মামলাটি করেন উৎস সরকার নামে এক শিক্ষার্থী। তিনি রাজাবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার বাবলু সরকারের ছেলে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকায় ছিলেন।

মামলার আসামিরা হলেন: রাজবাড়ী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখ, দক্ষিণ ভবানীপুর গ্রামের জামাল খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ, শরীফ, সুমন, স্বাধীন, অনিক, আজো, শরীফ, সুমন শেখ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান, পৌর স্বেচ্ছাসেবক লীগের ইফতি হক সৌরভ, জেলা আওয়ামী লীগের উপদফতর সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ, মাসুদ রানা মাসুদ, সাবেক ছাত্রলীগ নেতা গৌতম, মিতুল, শেখ মো. আবির, নাহিদ, ছাত্রলীগ নেতা ফাইজুর রহমান নিলয়, আতাহার, ফাহিম, রাসেল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াদ রায়হান ইফতি, সুনাই সরদার, মো. রমজান আলী রনো, ফরিদ, নিপু, মমিন, মোহাম্মদ করিম, সোহেল মোল্লা, পারভেজ মোল্লা, আরজুন শেখ, রমজান শেখ, রাজবাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুর, হান্নান সরদার, মো. আব্দুল রাজ্জাক, সদর উপজেলা ছাত্রলীগ নেতা পিংকন, রেজওয়ান, ছাত্রলীগ নেতা তমাল, বানীবহ ইমরান ছাত্রলীগ সভাপতি রাব্বি, রব্বানী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এছাড়াও আরও শতাধিক ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সরকারি কলেজ ও ডা. আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ শিক্ষার্থীরা সারাদেশের মতো রাজবাড়ীতেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়। তারা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করার জন্য রাজবাড়ীর টিএন্ডটি পাড়া এলাকায় জমায়েত হয়। ওইসময় শান্তিপূর্ণ মিছিলে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ও গুলিবর্ষণ করে। শিক্ষার্থীরা নিজেদের প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করে। তখন যুবলীগ, ছাত্রলীগের ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা বিশ্ব সরকার নামে এক শিক্ষার্থীকে মারধর করে গুরুতর আহত করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম মুঠোফোনে বলেন, আমি ছুটিতে আছি। মামলার বিষয়ে আমি কিছু জানি না।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান বলেন, মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। মামলাটি দ্রুত তদন্ত করে এসআই মো. নজরুল ইসলাম বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীতে শিক্ষার্থীদের মিছিলে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে মামলা

আপডেট সময় ০২:০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ মিছিলে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৪ জন নেতাকর্মীর নামে মামলা হয়েছে। এছাড়া এ মামলায় অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখারুল আলম প্রধান মামলার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রোববার (২৫ আগস্ট) দিবাগত রাতে রাজবাড়ী সদর থানায় মামলাটি করেন উৎস সরকার নামে এক শিক্ষার্থী। তিনি রাজাবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার বাবলু সরকারের ছেলে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকায় ছিলেন।

মামলার আসামিরা হলেন: রাজবাড়ী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখ, দক্ষিণ ভবানীপুর গ্রামের জামাল খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ, শরীফ, সুমন, স্বাধীন, অনিক, আজো, শরীফ, সুমন শেখ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান, পৌর স্বেচ্ছাসেবক লীগের ইফতি হক সৌরভ, জেলা আওয়ামী লীগের উপদফতর সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ, মাসুদ রানা মাসুদ, সাবেক ছাত্রলীগ নেতা গৌতম, মিতুল, শেখ মো. আবির, নাহিদ, ছাত্রলীগ নেতা ফাইজুর রহমান নিলয়, আতাহার, ফাহিম, রাসেল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াদ রায়হান ইফতি, সুনাই সরদার, মো. রমজান আলী রনো, ফরিদ, নিপু, মমিন, মোহাম্মদ করিম, সোহেল মোল্লা, পারভেজ মোল্লা, আরজুন শেখ, রমজান শেখ, রাজবাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুর, হান্নান সরদার, মো. আব্দুল রাজ্জাক, সদর উপজেলা ছাত্রলীগ নেতা পিংকন, রেজওয়ান, ছাত্রলীগ নেতা তমাল, বানীবহ ইমরান ছাত্রলীগ সভাপতি রাব্বি, রব্বানী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এছাড়াও আরও শতাধিক ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সরকারি কলেজ ও ডা. আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ শিক্ষার্থীরা সারাদেশের মতো রাজবাড়ীতেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়। তারা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করার জন্য রাজবাড়ীর টিএন্ডটি পাড়া এলাকায় জমায়েত হয়। ওইসময় শান্তিপূর্ণ মিছিলে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ও গুলিবর্ষণ করে। শিক্ষার্থীরা নিজেদের প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করে। তখন যুবলীগ, ছাত্রলীগের ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা বিশ্ব সরকার নামে এক শিক্ষার্থীকে মারধর করে গুরুতর আহত করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম মুঠোফোনে বলেন, আমি ছুটিতে আছি। মামলার বিষয়ে আমি কিছু জানি না।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান বলেন, মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। মামলাটি দ্রুত তদন্ত করে এসআই মো. নজরুল ইসলাম বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করবেন।