সাবেক সচিব ও কলাম লেখক আবদুল লতিফ মণ্ডল মারা গেছেন। শনিবার (১০ আগস্ট) দুপুরে তিনি রাজধানীর উত্তরার বাসভবনে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।
এর আগে বয়সজনিত নানা শারীরিক জটিলতা নিয়ে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নেন। পরে তাকে বাসায় নেওয়া হয়।
এদিকে আবদুল লতিফ মণ্ডলের পরিবার সূত্রে জানা গেছে, রোববার বাদ জোহর জানাজা শেষে নিজ জন্মস্থান রংপুরের পীরগঞ্জে তাকে দাফন করা হয়েছে। তার আগে শনিবার মাগরিব বাদ উত্তরার ১৩ নম্বর সেক্টর জামে মসজিদে আবদুল লতিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, আবদুল লতিফ মণ্ডল ২০০১-০২ সালে খাদ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন। অবসর গ্রহণের পর খাদ্যনিরাপত্তা ও বাজার পরিস্থিতি গণমাধ্যমে নিয়মিত কলাম লেখার পাশাপাশি টক’শোতে অংশ নিতেন। তার রুহের মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।