দেশ থেকে পালানোর সময় চুয়াডাঙ্গা থেকে রাজশাহী সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর রজব আলী ও তার সহযোগীকে আটক করা হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত চেকপোস্ট থেকে আটক করে বিজিবি।
বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটেলিয়নের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম।
সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে পালানোর সময় রাজশাহী সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রজব আলী ও তার সহযোগী নাজমুলকে আটক করেছে বিজিবি।
রজব আলী রাজশাহী জেলার গোরিপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে ও নাজমুল একই গ্রামের আলী রেজার ছেলে এবং রজবের ভাতিজা।