শুধু ফটোকপি দিয়ে পাসপোর্ট নবায়নের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে ইরাক প্রবাসী বাংলাদেশিদের দৃষ্টি আকর্ষণ করেছে বাগদাদের বাংলাদেশ দূতাবাস।
বাংলাদেশ সময় বুধবার (১৬ নভেম্বর) রাতে এক সতর্কবার্তা প্রকাশ করে প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করে দূতাবাস।
সতর্কবার্তায় বলা হয়, ইরাক প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জানানো যাচ্ছে যে শুধু ফটোকপি দিয়ে পাসপোর্ট নবায়নের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিদ্যমান আইন অনুযায়ী কারো পাসপোর্ট হারানো গেলে পুলিশ প্রতিবেদনসহ আবেদন করা যাবে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য প্রচার করে সাধারণ প্রবাসী বাংলাদেশিদের বিভ্রান্ত করা হচ্ছে বলে দূতাবাসের গোচরীভূত হয়েছে। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য এবং যেকোনো প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।