ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশে অভ্যুত্থানের পর আমেরিকা প্রকাশ্যে এসে বড় ঘোষণা চট্টগ্রাম মহাসড়কের ছোট দারোগার হাট বাজার এলাকায় উল্টো পথে আসা ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ বোরহানউদ্দিনে পৌর বিএনপির সদস্য সচিব আবু জাফর মৃধা’র বসতবাড়িতে হামলা। বনানীর আবাসিক হোটেলে মিলল ৯৮৪ বোতল বিদেশি মদ গাজীপুর কাস্টমসের পিওন কাওসারের কোটি টাকার সম্পত্তি পিলখানা হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ আখ্যায়িত করার দাবি বাকেরগঞ্জের বিরঙ্গল দারুসুন্নাত নেছারিয়া দাখিল মাদ্রাসাটির বিভিন্ন অনিয়ম রয়েছে গোপালগঞ্জের সোহাগ একসঙ্গে দুই সরকারি চাকরি করেন বেরোবিতে স্বৈরাচারী দোসর ও শিক্ষার্থীদের উপর হামলার ষড়যন্ত্রকারী এখনো ধরাছোঁয়ার বাইরে চাঁপাইনবাবগঞ্জে বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন

বরগুনা জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

দীর্ঘ আট বছর পর বরগুনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ (১৬ নভেম্বর)। বরগুনা সার্কিট হাউস ইদগাহ মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবরহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সকাল ১০টায় সম্মেলন উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এমপি আবুল হাসনাত আবদুল্লাহ। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দীন নাসিম। বরগুনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার টুকু বলেন, বরগুনাসহ গোটা দক্ষিণাঞ্চলে আওয়ামী লীগের রাজনীতি অনেক সমৃদ্ধ। বহু বরেন্দ্র রাজনীতিবিদের উত্থান হয়েছে দক্ষিণাঞ্চল থেকে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বরগুনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

আমাদের এই বরগুনা তথা গোটা দক্ষিণাঞ্চল হচ্ছে আওয়ামী লীগের শক্তিশালী ঘাঁটি। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত-বিএনপি নানাভাবে সক্রিয় হয়ে উঠছে। ঠিক তখনই বরগুনা জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা দলকে উজ্জীবিত করবে। তবে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে নবীন-প্রবীণের সমন্বয়ে একটা শক্তিশালী কমিটি এখন সময়ের দাবি।

বরগুনা জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে সভাপতি পদে থেকে দলকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করে আসছি। তার আগেও আমি দুই মেয়াদে সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পালন করেছি। তাই নবীনদের সুযোগ করে দেওয়ার জন্য আমি আমার পদ থেকে সরে দাঁড়াতেও রাজি আছি।

দল সাংগঠনিকভাবে শক্তিশালী থাকুক এটাই আমার কামনা। আগামী ডিসেম্বর বিজয়ের মাসে ভোট চুরি, দুর্নীতি, দুঃশাসন, হাওয়া ভবন ও ভুয়া ভোটারের বিরুদ্ধে বিএনপির সঙ্গে খেলা হবে। এক–এগারোর সময় এক কোটি ভুয়া ভোটার তালিকা তৈরি করেছিল আজিজ মার্কা নির্বাচন কমিশন। তাদের বিরুদ্ধে ডিসেম্বর মাসে আমাদের সোচ্চার থাকতে হবে। তাদের আর আগুন নিয়ে খেলতে দেব না। আগুন নিয়ে খেলতে গেলে খেলা হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বুধবার বরগুনা জেলা আওয়ামী লীগের সম্মেলনে এসব কথা বলেন। বরগুনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত ওই সম্মেলনে তিনি প্রধান অতিথি ছিলেন। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি আগুন–সন্ত্রাসের খেলা শুরু করলে জনগণ তা মোকাবিলা করবে। তারা প্রতিরোধ করবে। বক্তব্যের একপর্যায়ে তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশে বলেন, ‘ফখরুল সাহেব, দেখে যান আজকের এই সম্মেলনে বঙ্গোপসাগরের ঢেউ আছড়ে পড়ছে। খেলা তো হবেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে অভ্যুত্থানের পর আমেরিকা প্রকাশ্যে এসে বড় ঘোষণা

বরগুনা জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় ১২:৪৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২

দীর্ঘ আট বছর পর বরগুনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ (১৬ নভেম্বর)। বরগুনা সার্কিট হাউস ইদগাহ মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবরহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সকাল ১০টায় সম্মেলন উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এমপি আবুল হাসনাত আবদুল্লাহ। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দীন নাসিম। বরগুনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার টুকু বলেন, বরগুনাসহ গোটা দক্ষিণাঞ্চলে আওয়ামী লীগের রাজনীতি অনেক সমৃদ্ধ। বহু বরেন্দ্র রাজনীতিবিদের উত্থান হয়েছে দক্ষিণাঞ্চল থেকে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বরগুনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

আমাদের এই বরগুনা তথা গোটা দক্ষিণাঞ্চল হচ্ছে আওয়ামী লীগের শক্তিশালী ঘাঁটি। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত-বিএনপি নানাভাবে সক্রিয় হয়ে উঠছে। ঠিক তখনই বরগুনা জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা দলকে উজ্জীবিত করবে। তবে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে নবীন-প্রবীণের সমন্বয়ে একটা শক্তিশালী কমিটি এখন সময়ের দাবি।

বরগুনা জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে সভাপতি পদে থেকে দলকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করে আসছি। তার আগেও আমি দুই মেয়াদে সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পালন করেছি। তাই নবীনদের সুযোগ করে দেওয়ার জন্য আমি আমার পদ থেকে সরে দাঁড়াতেও রাজি আছি।

দল সাংগঠনিকভাবে শক্তিশালী থাকুক এটাই আমার কামনা। আগামী ডিসেম্বর বিজয়ের মাসে ভোট চুরি, দুর্নীতি, দুঃশাসন, হাওয়া ভবন ও ভুয়া ভোটারের বিরুদ্ধে বিএনপির সঙ্গে খেলা হবে। এক–এগারোর সময় এক কোটি ভুয়া ভোটার তালিকা তৈরি করেছিল আজিজ মার্কা নির্বাচন কমিশন। তাদের বিরুদ্ধে ডিসেম্বর মাসে আমাদের সোচ্চার থাকতে হবে। তাদের আর আগুন নিয়ে খেলতে দেব না। আগুন নিয়ে খেলতে গেলে খেলা হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বুধবার বরগুনা জেলা আওয়ামী লীগের সম্মেলনে এসব কথা বলেন। বরগুনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত ওই সম্মেলনে তিনি প্রধান অতিথি ছিলেন। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি আগুন–সন্ত্রাসের খেলা শুরু করলে জনগণ তা মোকাবিলা করবে। তারা প্রতিরোধ করবে। বক্তব্যের একপর্যায়ে তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশে বলেন, ‘ফখরুল সাহেব, দেখে যান আজকের এই সম্মেলনে বঙ্গোপসাগরের ঢেউ আছড়ে পড়ছে। খেলা তো হবেই।