র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি, মাদক, অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা/ধর্ষণ, চাঁদাবাজ, সন্ত্রাসী ও অন্যান্য অপরাধীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এই বাহিনী প্রতিষ্ঠালগ্ন থেকেই অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করে বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। দেশের যেকোন দুর্যোগ মুহুর্তে র্যাব সব সময় বন্ধু হয়ে জনসাধারণের পাশে দাঁড়িয়েছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে র্যাব সর্বদা আন্তরিক। পাশাপাশি প্রতিষ্ঠালগ্ন হতে আভিযানিক কর্মকান্ডের দেশের যে কোন দূর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানবিক কার্যক্রমে সর্বাগ্রে থাকে এলিট ফোর্স র্যাব। দেশের যে কোন আপদকালীন সময়ে অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে র্যাব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় অসহায় ও দুর্দশাগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন অগ্রযাত্রার পাশাপাশি দেশের জনগণের সর্বোত্তম কল্যাণে সবসময় নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। কুড়িগ্রাম ও গাইবান্ধা এলাকার বন্যা কবলিত অসহায় মানুষের জীবন রক্ষা ও নিরাপত্তার জন্য তিনি সবসময় দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। দেশের এই দূর্যোগপূর্ণ মুহূর্তে র্যাব জন মানুষের বন্ধু হয়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। ‘স্মার্ট বাংলাদেশ’বিনিমার্ণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কুড়িগ্রাম ও গাইবান্ধা অঞ্চলে সৃষ্ট প্রাকৃতিক বন্যায় বিপর্যস্থ এ অঞ্চলের পানিবন্দি মানুষ। বানভাসী এসব মানুষ অসহায় ও মানবেতর জীবন যাপন করছে। অনেকে নিজের শেষ সম্বল ও মাথা গোঁজার ঠাঁই টুকু হারিয়ে আজ দিশেহারা। কৃষক, শ্রমিক, দিনমজুরসহ বন্যাকবলিত এলাকার মানুষেরা কর্মহীন হয়ে পড়েছে। সৃষ্ট বন্যায় খাবার ও বিশুদ্ধ পানির সংকটে বানভাসী মানুষেরা অসহায় দিন কাটাচ্ছে। বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ঔষধ এবং চিকিৎসার অভাবে বন্যার্ত মানুষজন নানাবিধ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে।
চলমান বন্যা পরিস্থিতির শুরু থেকেই র্যাব ফোর্সেস বিভিন্ন বন্যা কবলিত স্থানে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করে চলেছে। বন্যার পানিতে সবকিছু তলিয়ে যাওয়ায় র্যাব ফোর্সেস নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী যেমন চাল, ডাল, আটা, তৈল, বিশুদ্ধ খাবার পানি, শুকনো খাবার ইত্যাদি প্রদান করছি। বন্যা কবলিত এলাকাসমূহে র্যাবের পক্ষ থেকে ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন করে ভাসমান ও পানিবন্দী বন্যার্তদেরকে চিকিৎসা সেবা, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ঔষধ বিতরণসহ মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। অনেক পানিবন্দী মানুষ যারা ত্রাণ পাচ্ছিলেন না এধরণের অসহায় মানুষদেরকে খুঁজে বের করে র্যাবের পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করছে। ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবার পাশাপাশি বন্যা দুর্গত এলাকাসমূহের পানিবন্দীদের উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তর করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৪ জুলাই ২০২৪ তারিখ কুড়িগ্রাম সদরের ধরলা ব্রীজ এবং গাইবান্ধার ফুলছড়ির বালাশিাঘাট এলাকায় র্যাব ফোর্সেস এর পক্ষ হতে র্যাব ফোর্সেস এর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম (সেবা) বন্যার্তদের নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী যেমন চাল, ডাল, আটা ইত্যাদি ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, চিড়া, মুড়ি, গুড়, বিস্কিট, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন র্যাব ফোর্সেস এর অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস্), র্যাব-১৩ এর অধিনায়ক ও র্যাব ফোর্সেস এর উর্দ্ধতন কর্মকর্তাগণ।
বন্যা এবং বন্যা পরবর্তী সময়ে খাদ্য সংকট, পানীয় জলের দুষ্প্রাপ্যতা এবং বিভিন্ন ধরণের পানিবাহিত রোগের ব্যাপারে র্যাব জনমানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। এছাড়াও স্থানীয় প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দুর্যোগ মোকাবেলায় কাজ করে যাচ্ছে র্যাব ফোর্সেস। র্যাব ফোর্সেস মানবিক বিপর্যয় রোধে বন্যার্তদের মাঝে চলমান মানবিক সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রাখবে। বন্যা পরিস্থিতিকে কাজে লাগিয়ে কেউ যেন আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সেজন্য র্যাব ফোর্সেস কর্তৃক নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি এই অঞ্চলের বন্যা দুর্গতদের সহায়তার জন্য সরকারী-বেসরকারী বিভিন্ন সংস্থাসহ দেশের সকল বিত্তবানগণকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য র্যাব ফোর্সেস এর মহাপরিচালক আহবান করছি।
কুড়িগ্রাম ও গাইবান্ধা অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদেরকে যে কোন মানবিক সহায়তা প্রদানের পাশাপাশি সকলের জানমালের নিরাপত্তা প্রদানে র্যাবের প্রতিটি সদস্য দেশাত্মবোধ, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। বন্যার্তদের উদ্ধার কার্যক্রম, মানবিক সহায়তাসহ যে কোন প্রয়োজনে সকলকে সংশ্লিষ্ট র্যাব কন্ট্রোলরুমের সাথে (মোবাইল নম্বর-০১৭৭৭৭১১৩৯৯) যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।