প্রায় দুই সপ্তাহেরও বেশি সময় ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে কেনিয়ায়। মঙ্গলবার ২৭০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
কেনিয়ার পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীর ছদ্মবেশে ২৭০ জনেরও বেশি মানুষ অপরাধমূলক কাজে জড়িয়েছেন। কেনিয়ার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়া বিক্ষোভে লুটপাট ও ভাঙচুরের সংবাদ পাওয়া গেছে।
বিক্ষোভকারীদের অনেকেই দাবি করেছেন, তাদের সঙ্গে চোর-ডাকাতরাও ঢুকে পড়েছে। দেশটির ফৌজদারি অপরাধ তদন্ত বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, সারা দেশে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীর ছদ্মবেশে থাকা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত মানুষদের চিহ্নিত করে তাদের আটক করা হয়েছে।