ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী গত ৯ জুন অনুষ্ঠিতব্য পটুয়াখালীর দুমকী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান কর্তৃক আনুষ্ঠানিকভাবে দ্বায়িত্ব ভার গ্রহণ করা হয়েছে।
সোমবার (১ জুলাই) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীন মাহমুদের সভাপতিত্বে চেয়ারম্যানদের কাছে স্ব স্ব দ্বায়িত্ব হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দুমকী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাওসার আমিন হাওলাদার, ভাইস চেয়ারম্যান এ্যাড. মাইনুল ইসলাম রুবেল, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমুন নাহার শিরিন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মাওলানা মোঃ আলমগীর হোসেন, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আজহার আলী মৃধা, পাংগাশিয়া ইউপি চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম, লেবুখালী ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম তুহিন, দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ হান্নান প্রমূখ। এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এক সংক্ষিপ্ত বক্তব্যে নবনির্বাচিত চেয়ারম্যান কাওসার আমিন হাওলাদার বলেন, “সবাইকে সঙ্গে নিয়ে এবং সকলের মেধা ও অভিজ্ঞতার সমন্বয়ে দুমকীকে আধুনিক ও বাস্তবসম্মত স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো।