পটুয়াখালীঃ পটুয়াখালী সদর, দুমকী ও মির্জাগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৩০ জুন (রবিবার) বিকেলে বরিশাল বিভাগীয় কমিশনার অফিসের আয়োজনে বরিশাল শিল্পকলা একাডেমীতে এ তিন উপজেলা সহ আরও ১০টি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দকে শপথ বাক্য পাঠ করান মোঃ শওকত আলী, বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব)।
উক্ত সময় শপথ গ্রহণ করেন পটুয়াখালী সদর উপজেলার
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ রেজাউল করিম সোয়েব ও পুরুষ ভাইস চেয়ারম্যান মোঃ হাসান সিকদার
এবং মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার শিমুল। দুমকী উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাওসার আমিন হাওলাদার এবং পুরুষ ভাইস চেয়ারম্যান মোঃ মাঈনুল ইসলাম রুবেল ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার। মির্জাগঞ্জ উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান খাঁন মোঃ আবু বকর সিদ্দিক এবং পুরুষ ভাইস চেয়ারম্যান মোঃ ওমর ফারুক শাওন ও মহিলা ভাইস চেয়ারম্যান হাচিনা বেগমসহ আরও ১০ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানগণ।
অনুষ্ঠানে এ সময় বরিশাল বিভাগের বিভিন্ন দপ্তরের পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকী উপজেলার উপজেলা কর্মকর্তা-কর্মচারীগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।