রংপুরের আঞ্চলিক ভাষার অভিধান ও প্রয়োগরীতি’ গ্রন্থের লেখক ও ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন ‘লেখক সংসদ, রংপুর’- এর প্রতিষ্ঠাতা প্রবীণ লেখক মতিউর রহমান বসনীয়া কাব্যনিধির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী গত শুক্রবার নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বিকেলে নগরীর কাচারী বাজার আইনজীবী সমিতি ভবন কার্যালয়ে ‘লেখক সংসদ, রংপুর’-এর আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লেখক সংসদের সহ-সভাপতি ড. মো.মাহমুদুল আলম।
স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নাহিদ শারমিন পাস্তা ও পবিত্র কালামে পাক থেকে তেলওয়াত করেন প্রাক্তন শিক্ষক খন্দকার মাহফুজার রহমান। সহ- – সাধারণ সম্পাদক রাকীব উল হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে স্মৃতিচারণসহ বক্তব্য রাখেন বাংলদেশ বেতার, রংপুরের উপ- আঞ্চলিক পরিচালক এ.এইচ.এম – শরিফ, মানবাধিকারকর্মী-বিশিষ্ট ■ আইনজীবী এ.এ.এম মুনীর চৌধুরী, বেগম রোকেয়া ■ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. নাজমুস সাকিব, ঐতিহ্য ■ সাহিত্যপত্র সম্পাদক মোনালিসা রহমান, সাংগঠনিক সম্পাদক মাসুদ বিহঙ্গ, ছান্দসিক সাহিত্য-
সংস্কৃতি গোষ্ঠির সাধারণ সম্পাদক সোহানুর রহমান শাহিন, রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক মো. মামুন-উর- রশিদ, রংপুর সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক মো. শাহ্ আলম, নাট্যব্যক্তিত্ব মোস্তফা জামান বিমান, মো. নাছির উদ্দিন, চৌধুরী আসাদ, রওশন আরা সোহেলী, চশমা ব্যবসায়ী মো. আমিনুল ইসলাম তুহিন, মরিয়ম নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তোজাম্মেল হক বসুনিয়া, নারীনেত্রী নুরে রুবাহাৎ রুমকি, অজয় কুমার বর্মন জয়রাজ, মঞ্চিতা রানী সংগীতা, মো. সিরাজুল ইসলাম, এম.এ.রকীব দুলু, গোলাম রব্বানী, মুঈয মুবাররত, জাওয়াদ উল হাসান ইহান, এনামুল হক এনাম, রওনক জাহান ইলমা, রাফিয়া জান্নাত গ্লোরি, বুশরা আলগীর, মতলুবুন নাহার রত্না, মো. জুবায়ের কাজল, ব্যবসায়ী মো. জাকির হোসেন, বার লাইব্রেরির স্টাফ আব্দুল মান্নান ও তুষার আচার্য্য।
পরিশেষে দোয়া পরিচালনা করেন কোর্ট মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. শেখ ফরিদ। এছাড়াও মরহুমের নিজ বাড়ী রাধাবল্লভস্থ চাঁপাতলা জামে মসজিদে গত বৃহস্পতিবার বাদ আছর দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।