প্রশাসনে একজন সচিব চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
জারি করা আদেশে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আলী হোসেনকে ৩ জুলাই অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য একই মন্ত্রণালয়ে সচিব হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
এ নিয়োগের ফলে নিয়মানুসারে তার অবসর সুবিধা ও আনুষঙ্গিক অন্য সুবিধাদি স্থগিত করা হয়েছে। তিনি কাল অবসরে যাওয়ার কথা। সে অনুযায়ী পৃথক অবসর আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।