ঢাকা ১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় বিএসটিআই এর অভিযানে ও জরিমানা শুভ উদ্বোধন হলো ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) এর রংপুর শাখা রাজবাড়ীতে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় সাফল্যের শীর্ষে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। পুরো ঘটনাটাই ঘটেছিল উদ্দেশ্য প্রনিত ধুম্রজালে দখল-চাঁদাবাজি-ইজারায় হাত বদল: হেমায়েতপুর-আমিনবাজারে ‘নতুন সম্রাট’ মুশা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যানসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা শুভ উদ্বোধন হলো ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) এর রংপুর শাখা পানিতে ডুবে প্রতিটি মৃত্যুই প্রতিরোধযোগ্য: পঙ্কজ বড়ুয়া চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত

মহাসচিবের পদত্যাগ, ইমরানের সিদ্ধান্তের বিরুদ্ধে পিটিআই

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) থেকে পদত্যাগ করেছেন দলটির মহাসচিব ও সংসদ সদস্য ওমর আইয়ুব খান। তার সেই পদত্যাগপত্র গ্রহণও করেছেন পিটিআই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান। তবে সাবেক প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্ত মানতে পারেননি দলের অন্য সদস্যরা।

শুক্রবার দেশটির সংসদ ভবনে এক বৈঠকে ওমর ইস্যুতে ইমরান খানের সিদ্ধান্তের বিষয়ে দ্বিমত প্রকাশ করেছেন দলটির সংসদীয় শাখার কর্মকর্তারা।

পাশাপাশি ওমর আইয়ুব খানের বিষয়ে তার সিদ্ধান্ত পরিবর্তন করার এবং তাকে পুনরায় নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

একইসঙ্গে সর্বসম্মতিক্রমে পিটিআই-এর মহাসচিব হিসেবে ওমর আইয়ুব খানের ওপর সম্পূর্ণ আস্থা প্রকাশ করেন তারা।

এর আগে কারাবন্দি পিটিআই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান পাকিস্তান জাতীয় পরিষদের বিরোধী দলের নেতা ওমরের পদত্যাগপত্র গ্রহণ করেন এবং দলীয় অবস্থান থেকে তার সরে যাওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানান।

এর ২৪ ঘণ্টার মধ্যেই দলটির সংসদীয় শাখার কর্মকর্তারা ওই দাবি জানান।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, সংসদীয় দলটি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে ওমর আইয়ুব খানের পদত্যাগ গৃহীত হবে না এবং তাকে দলের মহাসচিব হিসাবে দায়িত্ব চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হতে পারে।

এমন প্রেক্ষাপটে পাকিস্তানি সংবাদমাধ্যমের দাবি, ওমরের পদত্যাগ নিয়ে পিটিআই-এর মধ্যে বিভ্রান্তি বিরাজ করছে। একদিকে তারা দলীয় প্রধানের মুক্তির জন্য সমাবেশ করার ঘোষণা দিয়েছে। অন্যদিকে মহাসচিব দলের গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিয়েছেন, যাতে তিনি সংসদীয় বিষয়ে মনোযোগ দিতে পারেন।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে নিজের ভূমিকায় মনোযোগ দিতে দলের পদ থেকে পদত্যাগ করেন ওমর আইয়ুব খান।

এক্স হ্যান্ডেলে শেয়ার করা একটি পোস্টে তিনি বলেন, পাকিস্তানের জাতীয় পরিষদে বিরোধীদলীয় নেতা হিসেবে আমার ভূমিকার ওপর দৃষ্টি নিবদ্ধ করার জন্য পিটিআই মহাসচিবের পদ থেকে পদত্যাগ করছি। আমার পদত্যাগপত্র গ্রহণ করার জন্য আমি প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ।

এর আগে ইমরান খানকে উদ্দেশ্য করে লেখা এক চিঠিতে ওমর আইয়ুব তার পদত্যাগ গ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমি গত ২২ জুন পিটিআই প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি। ’

জানা গেছে, পাকিস্তান সিনেটের বিরোধীদলীয় নেতা সিনেটর শিবলী ফারাজ গত ২৭ জুন আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানের কাছে ওমরের ওই চিঠি পৌঁছে দেন।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় বিএসটিআই এর অভিযানে ও জরিমানা

মহাসচিবের পদত্যাগ, ইমরানের সিদ্ধান্তের বিরুদ্ধে পিটিআই

আপডেট সময় ১২:৪২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) থেকে পদত্যাগ করেছেন দলটির মহাসচিব ও সংসদ সদস্য ওমর আইয়ুব খান। তার সেই পদত্যাগপত্র গ্রহণও করেছেন পিটিআই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান। তবে সাবেক প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্ত মানতে পারেননি দলের অন্য সদস্যরা।

শুক্রবার দেশটির সংসদ ভবনে এক বৈঠকে ওমর ইস্যুতে ইমরান খানের সিদ্ধান্তের বিষয়ে দ্বিমত প্রকাশ করেছেন দলটির সংসদীয় শাখার কর্মকর্তারা।

পাশাপাশি ওমর আইয়ুব খানের বিষয়ে তার সিদ্ধান্ত পরিবর্তন করার এবং তাকে পুনরায় নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

একইসঙ্গে সর্বসম্মতিক্রমে পিটিআই-এর মহাসচিব হিসেবে ওমর আইয়ুব খানের ওপর সম্পূর্ণ আস্থা প্রকাশ করেন তারা।

এর আগে কারাবন্দি পিটিআই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান পাকিস্তান জাতীয় পরিষদের বিরোধী দলের নেতা ওমরের পদত্যাগপত্র গ্রহণ করেন এবং দলীয় অবস্থান থেকে তার সরে যাওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানান।

এর ২৪ ঘণ্টার মধ্যেই দলটির সংসদীয় শাখার কর্মকর্তারা ওই দাবি জানান।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, সংসদীয় দলটি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে ওমর আইয়ুব খানের পদত্যাগ গৃহীত হবে না এবং তাকে দলের মহাসচিব হিসাবে দায়িত্ব চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হতে পারে।

এমন প্রেক্ষাপটে পাকিস্তানি সংবাদমাধ্যমের দাবি, ওমরের পদত্যাগ নিয়ে পিটিআই-এর মধ্যে বিভ্রান্তি বিরাজ করছে। একদিকে তারা দলীয় প্রধানের মুক্তির জন্য সমাবেশ করার ঘোষণা দিয়েছে। অন্যদিকে মহাসচিব দলের গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিয়েছেন, যাতে তিনি সংসদীয় বিষয়ে মনোযোগ দিতে পারেন।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে নিজের ভূমিকায় মনোযোগ দিতে দলের পদ থেকে পদত্যাগ করেন ওমর আইয়ুব খান।

এক্স হ্যান্ডেলে শেয়ার করা একটি পোস্টে তিনি বলেন, পাকিস্তানের জাতীয় পরিষদে বিরোধীদলীয় নেতা হিসেবে আমার ভূমিকার ওপর দৃষ্টি নিবদ্ধ করার জন্য পিটিআই মহাসচিবের পদ থেকে পদত্যাগ করছি। আমার পদত্যাগপত্র গ্রহণ করার জন্য আমি প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ।

এর আগে ইমরান খানকে উদ্দেশ্য করে লেখা এক চিঠিতে ওমর আইয়ুব তার পদত্যাগ গ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমি গত ২২ জুন পিটিআই প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি। ’

জানা গেছে, পাকিস্তান সিনেটের বিরোধীদলীয় নেতা সিনেটর শিবলী ফারাজ গত ২৭ জুন আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানের কাছে ওমরের ওই চিঠি পৌঁছে দেন।