গ্রাহকের উপর নতুন করে কোন ধরনের করারোপ না করেই কুমিল্লা সিটি কর্পোরেশনের অফিস ২০২৪-২০২৫ অর্থবছরের একহাজার চুয়াল্লিশ কোটি পঞ্চাশ লাখ তিরাশি হাজার চারশত চৌষট্টি টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র ডা.তাহসীন বাহার সূচনা।
রবিবার ৩০ শে জুন দুপুরে নগর ভবনের অতীন্দ্র রায় মোহন সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন সিটি মেয়র ডা.তাহসীন বাহার সূচনা।
মেয়র বলেন- কুমিল্লা সিটি কর্পোরেশনের গ্রাহকের উপর নতুন করে কোন ধরনের করারোপ না করেই কুমিল্লা সিটি কর্পোরেশনের রাস্তা,ব্রিজ,কালভার্ট,ড্রেন, ডাস্টবিন ফুটপাত খাল খনন হাট বাজার ঈদগাহ মসজিদ কবরস্থান মন্দির স্কুল-কলেজসহ, অবকাঠা অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সুবিধা বাস্তবায়নের রূপরেখাকে সামনে রেখে ২০২৪-২৫ অর্থবছরে ১ হাজার ৪৪ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৪৬৪ টাকার বাজেট ঘোষণা করা হয়।
বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৭৯ কোটি ৩৫ লাখ ৩২ হাজার টাকা উন্নয়ন ও অনুদান আয় ৮৩৫ কোটি ৫৫ লাখ টাকা। এক্ষেত্রে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৫০ লাখ ৪৫ হাজার উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৯৫৮ কোটি ৮৬ লাখ ৫৯ হাজার ৭৮৩ টাকা।
উক্ত বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন কুসিকের প্যানেল মেয়র হাবিবুল আল আমিন সাদি, মনজুর কাদের মনি, কাওসারা বেগম, প্রধান প্রকৌশলী, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর, সুশীল সমাজের প্রতিনিধিরা।