ইমাম ও খতিব ঈদ ছুটিতে থাকায়, পূর্ব শ্রীনদ্দি বায়তুল আমান জামে মসজিদে খতিব সাহেবের দায়িত্ব পালন করেন মসজিদের সভাপতি সাহেব, মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব পালন করেন সেক্রেটারি সাহেব।
এই মসজিদ কমিটি থেকে সবার শিক্ষা নেওয়া উচিত।
সকল মসজিদ কমিটির সভাপতি-সেক্রেটারী ইসলামী জ্ঞানী এবং আমলী হওয়া উচিত। আমাদের সমাজে মসজিদ কমিটিতে তারাই থাকে যারা সুদখোর,ঘুষখোর,বেনামাজি, অসৎ চরিত্রের লোকজন। যার কারণে হককথা বললে ইমাম সাহেবের চাকুরি চলে যায় কিন্তু মসজিদ কমিটির এসব লোকদের পরিবর্তনের আওয়াজ কেউ তুলে না।
মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘরের দায়িত্ব নিবেন আল্লাহওয়ালা লোকজন। তোমার সাড়ে তিনহাত শরীরে ইলম নেই, আমল নেই, সুরত নেই তুমি মসজিদে মাতব্বরি করো কোন সাহসে!! মহান আল্লাহ এ সমস্ত লোকজন থেকে তাঁর ঘরকে হেফাজত করুন।