রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকা ও শিল্পপ্রতিষ্ঠানে বকেয়া থাকা প্রায় দেড় হাজার কোটি বিল আদায়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযানে নেমেছে তিতাস গ্যাস।
সোমবার (১৪ নভেম্বর) সকাল থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে বাড্ডা, কুড়িল, দক্ষিণখান, উত্তরখান, উত্তরা ও গুলশানের বিভিন্ন এলাকার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে।
তিতাস কর্তৃপক্ষ জানায়, বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও যেসব গ্রাহক বকেয়া বিল পরিশোধ করছে না, তাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে।
এর আগে গত সেপ্টেম্বরে এক দফা সংযোগ বিচ্ছিন্নের কাজ করে তিতাস কর্তৃপক্ষ। চলতি মাসের ৮ ও ৯ তারিখেও বেশ কয়েকটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এ বিষয়ে তিতাসের অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক সেলিম মিয়া ঢাকা পোস্টকে বলেন, মূলত নোটিশ দেওয়ার পরেও যারা বিল পরিশোধ করেনি, তাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান অব্যাহত থাকবে।