ভোলায় গাঁজার গাছসহ এক নারীকে আটক করেন বোরহানউদ্দিন থানার একটি চৌকস টিম।
বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টায় বোরহানউদ্দিন থানার ইনচার্জ ওসি শাহীন ফকির (বিপিএম) এর নির্দেশে ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মধ্যমধলী গুচ্ছ গ্রামে
গোপন সংবাদের ভিত্তিতে এসআই সিজারের,এসআই মনির হোসেন নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে রেহানা বেগম নামের এক নারীকে ৪ টি গাঁজাগাছ ও ৫০ গ্রাম শুকনো গাঁজাসহ
আটক করা হয়। গাঁজা গাছগুলো ওই নারীর বসতঘরের পেছনে রোপন করা ছিলো। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আটককৃত রেহানা বেগমের স্বামী নাহিদ পালিয়ে যায়।
আটককৃত রেহানা বেগম ও তার স্বামী পালাতক নাহিদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির (বিপিএম) জানান, বোরহানউদ্দিন উপজেলা হাসান নগর ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ডে এই প্রথম গাঁজা গাছের সন্ধান পাওয়া গেছে। সুশীল সমাজের যারা আছেন, আপনারা চোখ কান খোলা রাখবেন, যেইখানেই এইরকম অনিয়ম দেখবেন সঙ্গে সঙ্গে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা গাছ ও শুকনো গাঁজা সহ এক নারীকে আটক করা হয়েছে। ওই ঘটনায় দুজনকে আসামি করে বোরহানউদ্দিন থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।