র্যাব-৭,চট্টগ্রাম বিশেষ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন মহলখান এলাকার পাঁকা রাস্তার উপর অবস্থান করছে,উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ২৫ জুন ২০২৪ইং তারিখ আনুমানিক ১৬০৫ ঘটিকায় বর্ণিত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামি ১। মোঃ জসিম উদ্দিন প্রকাশ টুয়েন্টি জসিম (৩৮), পিতা-মৃত নসু মিয়া প্রকাশ নজু মিয়া, সাং-উত্তর বন্দর, থানা-কর্ণফুলী এবং ২। মোঃ সেলিম (২৮),পিতা-দিল মোহাম্মদ,সাং-সাধনপুর,থানা-বাঁশখালী,উভয় জেলা – চট্টগ্রাম’দের আটক করতে সক্ষম হয়,পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তারা উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে আসামি মোঃ জসিম উদ্দিন প্রকাশ টুয়েন্টি জসিম এর কোমর হতে নিজ হাতে বের করে দেয়া মতে ০১টি দেশীয় তৈরি রিভলবার এবং ০৩ রাউন্ড কার্তুজ উদ্ধার সহ আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে উক্ত আগ্নেয়াস্ত্র তাদের হেফাজতে রাখার বিষয়ে তারা বৈধ কোন কাগজপত্র দেখাতে পারে নাই,উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে,তারা দীর্ঘদিন যাবৎ স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার সহ বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিতকল্পে জব্দকৃত আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আসছিল।
উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনায় গ্রেফতারকৃত ০১ নং আসামি মোঃ জসিম উদ্দিন প্রকাশ টুয়েন্টি জসিম এর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী এবং আনোয়ারা থানায় মাদক,অস্ত্র, ডাকাতি এবং চুরি সহ সর্বমোট ০৫ টি এবং ০২ নং আসামি মোঃ সেলিম এর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানায় মাদক সংক্রান্তে ০২টি মামলার তথ্য পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।