ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মুই রংপুরের মানুষ

  • শহিদুল ইসলাম
  • আপডেট সময় ০৯:৪৩:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪
  • ৫৭৯ বার পড়া হয়েছে

বাহে মুই উত্তরবঙ্গের মানুষ
সরকারকে ভ্যাট ট্যাক্স সব দেও।
মোর সিটি কর্পোরেশনে
বাজেট নাই এটা মুই কাকে কম?
এই ফেসবুকের কল্যাণে
প্রধানমন্ত্রী নজরে যদি আনে।
রংপুর বিভাগে দু কোটি মানুষ
তোমার দিকে তাকিয়ে আছে আম জনতা,
করো বাংলার মা একটু হুশ।
স্বল্প উন্নত দেশ থেকে
উন্নয়নশীল দেশের কাতারে
পৌঁছে দিয়েছো কত দ্রুত আহারে।
তোমার দু কোটি নাগরিকের
সিটি কর্পোরেশন
বাজেট শূন্য ০০০০০০
এটা যে জুলুম বৈষম্য জঘন্য।
বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে
বরাদ্দ মাত্র এক লক্ষ টাকা
এর চেয়ে পঙ্গু,ল্যাংড়া,ক্যান্সার রোগীরা
সমাজ সেবায় আবেদন করলে
বেশি মেলে টাকা রেকর্ড হাতিয়ে দেখ।

আমি বিশ্বাস করি মাননীয় অর্থমন্ত্রী হয়তো ভুলবসত বলেছেন এই বাজেটে রংপুর সিটি কর্পোরেশনে বরাদ্দ শূন্য সম্ভবত আমার মনে হয়,০, এত মিলিয়ন হবে। এবং বেগম রোকেয়া ভার্সিটিতে এক লক্ষ বরাদ্দের যে ঘোষণা এসেছে মনে হয় মাননীয় অর্থমন্ত্রী হয়তোবা ওটা একশত কোটি বরাদ্দ দিয়েছিলেন ভুলবশত শূন্য গুলি লিখতে মাননীয় অর্থমন্ত্রী ভুলে গিয়েছিন।

প্রিয় পাঠক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি (পাগল নন) তিনি এই রংপুরের পুত্রবধূ পাশাপাশি আর একজন রত্ন বিশ্ব স্পিকারদের রোল মডেল ডক্টর শিরিন শারমিন চৌধুরী তিমি রংপুরের পীরগঞ্জে ৬ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসার সদস্য এবং জাতীয় সংসদের স্পিকার তিনি নিশ্চয়ই এই অর্থ মন্ত্রীর বৈষম্য মূলক বাজেটে উপর তার নির্বাচনী এলাকার জনগনের পক্ষ থেকে কথা বলবেন মহান সংসদে।

প্রিয় পাঠক মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই রংপুরের দু কোটি মানুষের আর্তনাদের কথা বিবেচনা করে এই দরিদ্র মাঙ্গা প্রেরিত এলাকার জনসাধারণের কথা বিবেচনা করে অবশ্যই তিনি শেখ মুজিবের কন্যা কখনোই বৈষম্য নীতি অবলম্বন করবে না।রংপুর সিটি কর্পোরেশনের জন্য নিশ্চয়ই শুভ সংবাদ আছে।আশা করি তা প্রতিফলন পাবো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক শাহাদাত হোসেনের উপর হামলা ও হত্যার হুমকি নিয়ে চান্দগাঁও থানায় সাধারণ ডায়েরি

মুই রংপুরের মানুষ

আপডেট সময় ০৯:৪৩:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪

বাহে মুই উত্তরবঙ্গের মানুষ
সরকারকে ভ্যাট ট্যাক্স সব দেও।
মোর সিটি কর্পোরেশনে
বাজেট নাই এটা মুই কাকে কম?
এই ফেসবুকের কল্যাণে
প্রধানমন্ত্রী নজরে যদি আনে।
রংপুর বিভাগে দু কোটি মানুষ
তোমার দিকে তাকিয়ে আছে আম জনতা,
করো বাংলার মা একটু হুশ।
স্বল্প উন্নত দেশ থেকে
উন্নয়নশীল দেশের কাতারে
পৌঁছে দিয়েছো কত দ্রুত আহারে।
তোমার দু কোটি নাগরিকের
সিটি কর্পোরেশন
বাজেট শূন্য ০০০০০০
এটা যে জুলুম বৈষম্য জঘন্য।
বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে
বরাদ্দ মাত্র এক লক্ষ টাকা
এর চেয়ে পঙ্গু,ল্যাংড়া,ক্যান্সার রোগীরা
সমাজ সেবায় আবেদন করলে
বেশি মেলে টাকা রেকর্ড হাতিয়ে দেখ।

আমি বিশ্বাস করি মাননীয় অর্থমন্ত্রী হয়তো ভুলবসত বলেছেন এই বাজেটে রংপুর সিটি কর্পোরেশনে বরাদ্দ শূন্য সম্ভবত আমার মনে হয়,০, এত মিলিয়ন হবে। এবং বেগম রোকেয়া ভার্সিটিতে এক লক্ষ বরাদ্দের যে ঘোষণা এসেছে মনে হয় মাননীয় অর্থমন্ত্রী হয়তোবা ওটা একশত কোটি বরাদ্দ দিয়েছিলেন ভুলবশত শূন্য গুলি লিখতে মাননীয় অর্থমন্ত্রী ভুলে গিয়েছিন।

প্রিয় পাঠক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি (পাগল নন) তিনি এই রংপুরের পুত্রবধূ পাশাপাশি আর একজন রত্ন বিশ্ব স্পিকারদের রোল মডেল ডক্টর শিরিন শারমিন চৌধুরী তিমি রংপুরের পীরগঞ্জে ৬ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসার সদস্য এবং জাতীয় সংসদের স্পিকার তিনি নিশ্চয়ই এই অর্থ মন্ত্রীর বৈষম্য মূলক বাজেটে উপর তার নির্বাচনী এলাকার জনগনের পক্ষ থেকে কথা বলবেন মহান সংসদে।

প্রিয় পাঠক মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই রংপুরের দু কোটি মানুষের আর্তনাদের কথা বিবেচনা করে এই দরিদ্র মাঙ্গা প্রেরিত এলাকার জনসাধারণের কথা বিবেচনা করে অবশ্যই তিনি শেখ মুজিবের কন্যা কখনোই বৈষম্য নীতি অবলম্বন করবে না।রংপুর সিটি কর্পোরেশনের জন্য নিশ্চয়ই শুভ সংবাদ আছে।আশা করি তা প্রতিফলন পাবো।