ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মতিঝিলে প্রকাশ্যে অপহরণ গুলি

রাজধানীর মতিঝিল এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে অপহরণ এবং প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। রোববার দুপুর ২টার দিকে বাংলাদেশ ব্যাংকের পেছনে এ ঘটনা ঘটে। অপহৃত ব্যক্তিকে উদ্ধারসহ জড়িতদের চিহ্নিত করে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মতিঝিল এলাকায় দুই পক্ষের মধ্যে জমিসংক্রান্ত বিরোধের জেরে একপক্ষের একজনকে মারধর করে গাড়িতে করে অপহরণ করে নিয়ে যায় অন্যপক্ষের লোকজন। এ সময় প্রতিপক্ষের একজন পেছন থেকে পিস্তল নিয়ে দৌড়ে যান এবং গুলি ছোড়েন। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

সূত্র জানায়, আবাসন ব্যবসায়ী মহিউদ্দিন ও মো. রাজুর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। ওই জমিতে এক পক্ষ ভবন নির্মাণের কাজ করছিল। এ নিয়ে অন্যপক্ষ বাধা দিতে গেলে অপহরণ ও গুলির ঘটনা ঘটে। যে পিস্তল দিয়ে গুলি ছোড়া হয়েছে সেটি রাজুর লাইসেন্স করা বলে জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান যুগান্তরকে বলেন, জমি নিয়ে দুই গ্রুপের বিরোধের জেরে দুপুরে ইলিয়াস নামে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এতে অন্যপক্ষের এক ব্যক্তি পেছন থেকে দুই রাউন্ড গুলি ছোড়েন। পুলিশ অপহরণের শিকার ব্যক্তিকে উদ্ধারসহ গুলিবর্ষণকারী এবং ঘটনায় জড়িত কয়েকজনকে আটক করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুরো ঘটনা বিশ্লেষণ করা হচ্ছে। যার যতটুকু সংশ্লিষ্টতা পাওয়া যাবে প্রত্যেকের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাদা রংয়ের একটি প্রাইভেট কার বাংলাদেশ ব্যাংকের পেছনে একটি দোকানের সামনে গিয়ে থামে। এ সময় গাড়ি থেকে কয়েকজন বেরিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে মারধর করতে করতে গাড়িতে তুলে সামনে চলে যান। অন্য আরেকটি ফুটেজে দেখা যায়, ওই গাড়ির পেছনে দৌড়াচ্ছেন অন্য আরেক ব্যক্তি। তার হাতে একটি পিস্তল রয়েছে। তিনি পিস্তল উঁচু করে একাধিক ফাঁকা গুলি ছুড়ে গাড়িটির পেছনে দৌড়াচ্ছেন।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মতিঝিলে প্রকাশ্যে অপহরণ গুলি

আপডেট সময় ০৯:৫৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪

রাজধানীর মতিঝিল এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে অপহরণ এবং প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। রোববার দুপুর ২টার দিকে বাংলাদেশ ব্যাংকের পেছনে এ ঘটনা ঘটে। অপহৃত ব্যক্তিকে উদ্ধারসহ জড়িতদের চিহ্নিত করে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মতিঝিল এলাকায় দুই পক্ষের মধ্যে জমিসংক্রান্ত বিরোধের জেরে একপক্ষের একজনকে মারধর করে গাড়িতে করে অপহরণ করে নিয়ে যায় অন্যপক্ষের লোকজন। এ সময় প্রতিপক্ষের একজন পেছন থেকে পিস্তল নিয়ে দৌড়ে যান এবং গুলি ছোড়েন। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

সূত্র জানায়, আবাসন ব্যবসায়ী মহিউদ্দিন ও মো. রাজুর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। ওই জমিতে এক পক্ষ ভবন নির্মাণের কাজ করছিল। এ নিয়ে অন্যপক্ষ বাধা দিতে গেলে অপহরণ ও গুলির ঘটনা ঘটে। যে পিস্তল দিয়ে গুলি ছোড়া হয়েছে সেটি রাজুর লাইসেন্স করা বলে জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান যুগান্তরকে বলেন, জমি নিয়ে দুই গ্রুপের বিরোধের জেরে দুপুরে ইলিয়াস নামে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এতে অন্যপক্ষের এক ব্যক্তি পেছন থেকে দুই রাউন্ড গুলি ছোড়েন। পুলিশ অপহরণের শিকার ব্যক্তিকে উদ্ধারসহ গুলিবর্ষণকারী এবং ঘটনায় জড়িত কয়েকজনকে আটক করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুরো ঘটনা বিশ্লেষণ করা হচ্ছে। যার যতটুকু সংশ্লিষ্টতা পাওয়া যাবে প্রত্যেকের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাদা রংয়ের একটি প্রাইভেট কার বাংলাদেশ ব্যাংকের পেছনে একটি দোকানের সামনে গিয়ে থামে। এ সময় গাড়ি থেকে কয়েকজন বেরিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে মারধর করতে করতে গাড়িতে তুলে সামনে চলে যান। অন্য আরেকটি ফুটেজে দেখা যায়, ওই গাড়ির পেছনে দৌড়াচ্ছেন অন্য আরেক ব্যক্তি। তার হাতে একটি পিস্তল রয়েছে। তিনি পিস্তল উঁচু করে একাধিক ফাঁকা গুলি ছুড়ে গাড়িটির পেছনে দৌড়াচ্ছেন।