ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আগষ্টিনের সহোচর কল্পনা ফলিয়ার যত প্রতারণা হাসিনার বিশ্বস্ত আমলা পাওয়ার গ্রিডের এ.কে. আজাদ এখনও বহাল তবিয়তে নাটোরের অনার্স শিক্ষকদের এমপিও ভুক্তির দাবিতে ডিসিকে স্মারকলিপি প্রদান ঈশ্বরদীতে উপজেলা যুবদলের উদ্যোগে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় আদালতের নির্দেশে আইনি কার্যক্রম পরিচালনার জন্য লাশ উত্তোলন বোরহানউদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গোপন তদন্তের মুখে আ.লীগ আমলের পুলিশ কর্মকর্তারা ক্যাডেট এসআইরাও তদন্তের আওতায় সিলেটে দেড় থেকে ২ কোটি ব্যারেল তেল পাওয়ার সম্ভাবনা রাষ্ট্রপতি পদে থাকতে পারেন না: রিজওয়ানা হাসান

উদযাপিত হলো, কথা ৭১ টিভির ৩য় বর্ষপূর্তির অনুষ্ঠান।

জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রত্যেক বছরের ন্যায় এবারও উদযাপন করা হলো কথা ৭১ টিভির তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান। দুই বাংলার সংস্কৃতি মিলন বন্ধনে কথা৭১ টিভি’র প্রচেষ্টা। উক্ত অনুষ্টানে গুণীজন সম্মাননা স্মারক,গান, কবিতা, নৃত্য,পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।গত ১৬ অক্টোবর ২০২৩ সোমবার, থিয়েটার ইনস্টিটিউটে চট্টগ্রাম অনলাইন কথা ৭১ টিভি আন্তর্জাতিক ভাবে ৩য় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেছেন,কথা সাহিত্য সংস্কৃতি ও নাট্য সংগঠন সার্বিকভাবে সহযোগিতা করেছেন।মঙ্গল প্রদীপ প্রঞ্জলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধনের সূচনা হয়।অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে ছিলেন, রিয়াজ ওয়াইজ শিল্পপতি ও উপদেষ্টা কথা৭১টিভি।সজল কুমার নাথ প্রতিষ্ঠাতা পরিচালক এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে ও শেখ মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে। স্বরূপ দেবনাথ, সোমা সরকার ও রিপা দাশের সঞ্চালনায় আলোচনা সভা পরিচালিত হয়,অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ড. অনুপম সেন উপাচার্য প্রিমিয়ার ইউনিভার্সিটি, প্রধান বক্তা ছিলেন,ড. মনজুর-উল- আমিন চৌধুরী সিনেট মেম্বার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চেয়ারম্যান ঘাসফুল ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট শিমুল কুমার নাথ।সংবর্ধিত অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এ.জে.এম মহসিন জাহাঙ্গীর,ও বীর মুক্তিযোদ্ধা নীল রতন দাশগুপ্ত এবং মিজানুর রহমান সমাজ সেবক।ওপার বাংলা (ভারত) থেকে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাচিক শিল্পী সাহেরী বিশ্বাস । কথা ৭১ টিভি ৩য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিভিন্ন পর্যায়ে সম্মাননা প্রদান করে থাকেন।
রিয়াজ ওয়াইজ কথা৭১ টিভির উপদেষ্টা,নীল রতন দাশগুপ্ত, বীর মুক্তিযোদ্ধা।জে,এম,মহসিন জাহাঙ্গীর বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন ইউপি চেয়ারম্যান।মিজানুর রহমান,
সাদা মনের মানুষ হিসাবে সম্মাননা প্রদান করে থাকেন। সোমা সরকার, বিচারক মণ্ডলী, অরুণবীণা সংগীত প্রতিযোগিতার।স্নিগ্ধা আচার্য্য, উপদেষ্টা kotha71.tv।তাপস আচার্য,গীতিকার বাংলাদেশ টেলিভিশন।
আর কে জুয়েল, শিল্পী সুরকার ও সংগীত পরিচালক (বাংলাদেশ বেতার ও টেলিভিশন)।টুটুল কর্মকার, চেয়ারম্যান গর্জন৭১ টিভি।
দীপান্বিতা নন্দী, ক্ষুদে নৃত্য শিল্পী।
সাহেরী বিশ্বাস (ভারত) বাচিক শিল্পী সম্মাননা।দেবরূপ দেব নাথ সারুপ্য।ক্ষুদে তবলচী শিল্পী।সংগীত শিক্ষক হিসাবে যারা সম্মাননা পেয়েছেন তারা হলেন।
নুসরাত ইয়াসমিন,একাডেমি: সপ্তডিঙ্গা শিল্পাঙ্গন।মৌসুমী দেবী,
সহ অধ্যক্ষ ও নৃত্য প্রশিক্ষক
ত্রিকলা সংগীত একাডেমী।
রুবেল সিংহ,নটরাজ নৃত্যাঙ্গন একাডেমি।শরণ কান্তি শীল,
একাডেমি নবধাঁরা সাহিত্য সাহিত্যিক সামাজিক প্রতিষ্ঠান।
পূজা মল্লিক,আলোড়ন ডান্স একাডেমি।অধির শীল,সা রে গা মা সংগীত একাডেমি।
রুপা রায় চৌধুরী,সুরতরু সংগীত কলা একাডেমি।টিপু দেবনাথ,
বৈলতলী সাংস্কৃতিক একাডেমি।
সৌরভী নাথ, নৃত্যময়ী একাডেমি।
সুমন তালুকদার,নটরাজ সঙ্গীত একাডেমি।বিকি রায়,অশোক কানন সংগীতালয়।
সুৃমি চৌধুরী, সা রে গা মা পা সংগীত নিকেতন।
সংগীতা দত্ত,ত্রিধা সংগীত একাডেমি।
রকি বিশ্বাস, শুভম সংগীত বিদ্যালয়।এস আলম অন্তর,
সারেগামা সংগীত একাডেমি।
হিল্লোল দাশ সুমন,
সুরাঙ্গন বিদ্যাপীঠ একাডেমি।
সংগীত শিল্পী হিসাবে সম্মাননা পেয়েছেন স্বরূপ দেব নাথ ও রিপা দাশ।
এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও বিশেষ শিশুদের কে ও সম্মাননা দিয়ে থাকেন kotha71.tv পরিবার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগষ্টিনের সহোচর কল্পনা ফলিয়ার যত প্রতারণা

উদযাপিত হলো, কথা ৭১ টিভির ৩য় বর্ষপূর্তির অনুষ্ঠান।

আপডেট সময় ১০:৩৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪

জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রত্যেক বছরের ন্যায় এবারও উদযাপন করা হলো কথা ৭১ টিভির তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান। দুই বাংলার সংস্কৃতি মিলন বন্ধনে কথা৭১ টিভি’র প্রচেষ্টা। উক্ত অনুষ্টানে গুণীজন সম্মাননা স্মারক,গান, কবিতা, নৃত্য,পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।গত ১৬ অক্টোবর ২০২৩ সোমবার, থিয়েটার ইনস্টিটিউটে চট্টগ্রাম অনলাইন কথা ৭১ টিভি আন্তর্জাতিক ভাবে ৩য় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেছেন,কথা সাহিত্য সংস্কৃতি ও নাট্য সংগঠন সার্বিকভাবে সহযোগিতা করেছেন।মঙ্গল প্রদীপ প্রঞ্জলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধনের সূচনা হয়।অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে ছিলেন, রিয়াজ ওয়াইজ শিল্পপতি ও উপদেষ্টা কথা৭১টিভি।সজল কুমার নাথ প্রতিষ্ঠাতা পরিচালক এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে ও শেখ মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে। স্বরূপ দেবনাথ, সোমা সরকার ও রিপা দাশের সঞ্চালনায় আলোচনা সভা পরিচালিত হয়,অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ড. অনুপম সেন উপাচার্য প্রিমিয়ার ইউনিভার্সিটি, প্রধান বক্তা ছিলেন,ড. মনজুর-উল- আমিন চৌধুরী সিনেট মেম্বার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চেয়ারম্যান ঘাসফুল ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট শিমুল কুমার নাথ।সংবর্ধিত অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এ.জে.এম মহসিন জাহাঙ্গীর,ও বীর মুক্তিযোদ্ধা নীল রতন দাশগুপ্ত এবং মিজানুর রহমান সমাজ সেবক।ওপার বাংলা (ভারত) থেকে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাচিক শিল্পী সাহেরী বিশ্বাস । কথা ৭১ টিভি ৩য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিভিন্ন পর্যায়ে সম্মাননা প্রদান করে থাকেন।
রিয়াজ ওয়াইজ কথা৭১ টিভির উপদেষ্টা,নীল রতন দাশগুপ্ত, বীর মুক্তিযোদ্ধা।জে,এম,মহসিন জাহাঙ্গীর বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন ইউপি চেয়ারম্যান।মিজানুর রহমান,
সাদা মনের মানুষ হিসাবে সম্মাননা প্রদান করে থাকেন। সোমা সরকার, বিচারক মণ্ডলী, অরুণবীণা সংগীত প্রতিযোগিতার।স্নিগ্ধা আচার্য্য, উপদেষ্টা kotha71.tv।তাপস আচার্য,গীতিকার বাংলাদেশ টেলিভিশন।
আর কে জুয়েল, শিল্পী সুরকার ও সংগীত পরিচালক (বাংলাদেশ বেতার ও টেলিভিশন)।টুটুল কর্মকার, চেয়ারম্যান গর্জন৭১ টিভি।
দীপান্বিতা নন্দী, ক্ষুদে নৃত্য শিল্পী।
সাহেরী বিশ্বাস (ভারত) বাচিক শিল্পী সম্মাননা।দেবরূপ দেব নাথ সারুপ্য।ক্ষুদে তবলচী শিল্পী।সংগীত শিক্ষক হিসাবে যারা সম্মাননা পেয়েছেন তারা হলেন।
নুসরাত ইয়াসমিন,একাডেমি: সপ্তডিঙ্গা শিল্পাঙ্গন।মৌসুমী দেবী,
সহ অধ্যক্ষ ও নৃত্য প্রশিক্ষক
ত্রিকলা সংগীত একাডেমী।
রুবেল সিংহ,নটরাজ নৃত্যাঙ্গন একাডেমি।শরণ কান্তি শীল,
একাডেমি নবধাঁরা সাহিত্য সাহিত্যিক সামাজিক প্রতিষ্ঠান।
পূজা মল্লিক,আলোড়ন ডান্স একাডেমি।অধির শীল,সা রে গা মা সংগীত একাডেমি।
রুপা রায় চৌধুরী,সুরতরু সংগীত কলা একাডেমি।টিপু দেবনাথ,
বৈলতলী সাংস্কৃতিক একাডেমি।
সৌরভী নাথ, নৃত্যময়ী একাডেমি।
সুমন তালুকদার,নটরাজ সঙ্গীত একাডেমি।বিকি রায়,অশোক কানন সংগীতালয়।
সুৃমি চৌধুরী, সা রে গা মা পা সংগীত নিকেতন।
সংগীতা দত্ত,ত্রিধা সংগীত একাডেমি।
রকি বিশ্বাস, শুভম সংগীত বিদ্যালয়।এস আলম অন্তর,
সারেগামা সংগীত একাডেমি।
হিল্লোল দাশ সুমন,
সুরাঙ্গন বিদ্যাপীঠ একাডেমি।
সংগীত শিল্পী হিসাবে সম্মাননা পেয়েছেন স্বরূপ দেব নাথ ও রিপা দাশ।
এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও বিশেষ শিশুদের কে ও সম্মাননা দিয়ে থাকেন kotha71.tv পরিবার।