পানি নিষ্কাশন রেগুলেটর বা স্লুইসগেট নির্মাণে সাগর চুরির ঘটনা ঘটেছে। এ ধরনের গেট নির্মাণে স্থায়িত্ব ঠিক রাখতে মাটির ২০ ফিট গভীর থেকে শিট পাইলিং করার কথা, অথচ করা হয়েছে মাত্র ১০ ফিট।
এভাবে শুধু চুরি নয়, একেবারে ডাকাতি করা হয়েছে। বড় অঙ্কের অর্থ লোপাটের সুযোগ দিয়ে আগাম ‘প্যাকেজ ঘুস’ নেওয়ার অভিযোগ পানি উন্নয়ন বোর্ডজুড়ে চাউর হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নির্বাহী প্রকৌশলী বলেন, কাজ মোটামুটি সঠিকভাবে করলেও অনায়াসে ঠিকাদাররা যেভাবে খুশি করার চেষ্টা করেন, তাতে সবারই খুশি থাকার কথা। কিন্তু এখানে যা ঘটেছে, তা পুরোপুরি মাটির নিচে সরকারি অর্থ লুটপাটের খোলামেলা আয়োজন।
এদিকে দুর্নীতি দমন কমিশনও (দুদক) বসে নেই। খবর পেয়ে দুদকের অ্যানফোর্সমেন্ট টিম আঁটসাঁট বেঁধে মাঠে নামে। এলজিইডি’র কয়েকজন অভিজ্ঞ প্রকৌশলীকে আউটসোর্সিং করে হাজির হয় ঘটনাস্থল সাতক্ষীরার বিনেরপোতা কুলুতিয়া খালে। সেখানে মাটি খুঁড়তেই বেরিয়ে আসে ডাকাতির সব প্রমাণ। এরপর ঘটনাস্থল থেকে ফিরে দুদক এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালককে চিঠি দেয়। এছাড়া দুদক তার আইনবলে পৃথক মামলাও করে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গত ১৫ মে।
এদিকে এ ঘটনায় নিম্নপদের দুজনকে সাময়িক বরখাস্ত করা হলেও প্রকল্প পরিচালক (পিডি) ও নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। অথচ এই দুই কর্মকর্তাই বিল পরিশোধের সব ব্যবস্থা করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে পাউবো মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঞা যুগান্তরকে বলেন, ইতোমধ্যে সংশ্লিষ্ট উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) ও উপসহকারী প্রকৌশলীকে (এসও) সাসপেন্ড করা হয়েছে। তদন্ত কমিটি এখনো প্রতিবেদন দাখিল করেনি। দ্রুত সময়ের মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই কাজের বিল পরিশোধের ব্যাপারে প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলীর কী ভূমিকা ছিল-আশা করছি তা তদন্ত কমিটির প্রতিবেদনে থাকবে। ঘটনার সঙ্গে জড়িতদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিষয়টি একেবারেই দুঃখজনক। এ ঘটনায় পাউবোর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও তিনি মনে করেন।
সরেজমিন দেখা যায়, পাইলের দৈর্ঘ্য ৬ মিটারের স্থলে তিন মিটার (১ মিটার=৩.২৮১ ফিট) দেওয়া হয়। এখানে কাজ বাস্তবায়নের যে শর্ত (স্পেনিফিকেশন) দেওয়া হয় তার অর্ধেক চুরির প্রমাণ পায় দুদক কর্মকর্তারা।
এছাড়া ঠিকাদারের প্রতিনিধি ও শ্রমিকরা সবগুলো শিট পাইলের দৈর্ঘ্য ৬ মিটারের স্থলে ৩ মিটারের কথা স্বীকার করে। অর্থাৎ ১৪০টি শিট পাইলের সবকটিতেই ৬ মিটারের স্থলে তিন মিটার দেওয়া হয়েছে। এই ঘটনাকে সাগর চুরির সঙ্গে তুলনা করেছেন দুদকের কর্মকর্তারা।
চলমান এই কাজের দুর্নীতির বিষয়ে পাউবোর খুলনার প্রধান প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা নির্বাহী প্রকৌশলী আশিকুর রহমানকে শোকজ করেন। এ বিষয়ে বলা হয়, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের আওতায় রেগুলেটরের নকশায় ৬ মিটার দৈর্ঘ্যরে শিট পাইল সংস্থান ছিল। সেখানে ৩ মিটার শিট পাইল স্থাপনের অভিযোগ পাওয়া যায়।
প্রাপ্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে শিট পাইলের ক্যাপ ভেঙে উত্তোলন করে সরেজমিন দেখাতে বলা হয়েছিল। কিন্তু বর্ণিত রেগুলেটরের পাইল ক্যাপ ভেঙে প্রধান প্রকৌশলীকে না জানিয়ে ৩০টি শিট পাইল উঠিয়ে সাইট থেকে অন্যত্র সরানো হয়েছে; যা প্রধান প্রকৌশলী হিসাবে তিনি জানেন না। পরে ১৩ মে প্রকল্পের পিডি সবিবুর রহমানকে নিয়ে সাইট পরিদর্শনে যান প্রধান প্রকৌশলী।
ওই সময়ও অভিযোগের সঙ্গে বাস্তবতার মিল খুঁজে পান খুলনা পাউবোর এই শীর্ষ কর্মকর্তা। এর পরদিনই দুদকের সমন্বিত কার্যালয়ের কর্মকর্তারা সেখানে অভিযান পরিচালনা করেন। এ ঘটনার পর পাউবোর প্রধান কার্যালয় থেকে উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) জাকারিয়া ফেরদৌস ও উপসহকারী প্রকৌশলী অনি দাসকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে প্রকল্পের পিডি ও নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি।
পাউবোর একজন কর্মকর্তা যুগান্তরকে বলেন, নিম্নপদের দুজনকে সাময়িক বরখাস্ত করে বোর্ড যে তদন্ত কমিটি গঠন করে তাও রহস্যজনক। এই তদন্ত কমিটি অভিযুক্ত নির্বাহী প্রকৌশলীকে নিয়েই ঘটনাস্থল পরিদর্শন করেন, যা সম্পূর্ণ রহস্যজনক।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুধু রেগুলেটর নির্মাণের এই একটি প্যাকেজে নয়, লুটপাটের মহা আয়োজন করা হয়েছে ৭৪টি প্যাকেজে। ৪৭৬ কোটি টাকার এই প্রকল্পের পিডি করা হয়েছে পাউবো খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবিবুর রহমানকে। কক্সবাজার ও সুনামগঞ্জে নির্বাহী প্রকৌশলী থাকাবস্থায় এই কর্মকর্তার বিরুদ্ধে ভেরিয়েশনের (কাজের বাস্তব ব্যয়ের চেয়ে অতিরিক্ত খরচ) গুরুতর অভিযোগ ছিল। একজন প্রভাবশালীর তদবিরে তিনি বারবার ফসকে গেছেন।
একই সূত্রে বিতর্কিত এই কর্মকর্তাকে চলমান এ প্রকল্পের পিডিও করা হয়। অভিযোগ আছে, মন্ত্রণালয়ের একজন প্রভাবশালীর কাছের মানুষ হওয়ায় তিনি কোনো চেইন অব কমান্ড মানেন না। এ নিয়ে পাউবোর সিনিয়র কর্মকর্তারা নাখোশ। পাউবোর টাস্কফোর্সের সাবেক আহ্বায়ক কাজী তোফায়েল হোসেন দায়িত্বে থাকাকালীন কোটি কোটি টাকার ভেরিয়েশনের তথ্য পায়।
তথ্যানুসন্ধানে জানা গেছে, দুদক কুলুতিয়া খালে রেগুলেটর নির্মাণের যে প্যাকেজে অভিযান চালায় সেখানে ব্যয় হচ্ছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা। কাজটি করছে খুলনার ঠিকাদারি প্রতিষ্ঠান আমিন অ্যান্ড কোং। এ কাজে বিল পরিশোধের সুপারিশের জন্য দুদকের প্রতিবেদনে দায়ী করা হয় নির্বাহী প্রকৌশলী আশিকুর রহমানকে। এ ছাড়া খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী পিডি মো. সবিবুর রহমানও দায় এড়াতে পারেন না। কারণ তিনি চূড়ান্তভাবে ঠিকাদারকে বিল পরিশোধ করেন।
দুদক সূত্র জানায়, সাতক্ষীরার পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় শিট পাইল ব্যবহারে নানা অনিয়মের অভিযোগ পায় দুদক। অভিযোগের ভিত্তিতে দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট গত ১৪ মে অভিযান পরিচালনা করে।
এ সময় প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা ও সরেজমিন পর্যবেক্ষণে ওই প্রকল্পে ১৪০টি শিট পাইল স্থাপন করার তথ্য পাওয়া যায়। পরে দ্বৈবচয়নের ভিত্তিতে দুটি শিট পাইল উত্তোলন করা হয়। এ সময় বাস্তব অবস্থা পর্যবেক্ষণে সাতক্ষীরার এলজিইডির দুজন নিরপেক্ষ প্রকৌশলী দিয়ে পরিমাপের উদ্যোগ নেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা যায়, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার পাউবোর মাধ্যমে ৪৭৫ কোটি টাকার প্রকল্প হাতে নেয়। এই প্রকল্পের ডিপিপিতে ৭৮টি প্যাকেজের উল্লেখ রয়েছে।
এর মধ্যে ৭৪টি প্যাকেজের দরপত্র আহ্বান করা হলেও কার্যাদেশ দেওয়া হয়েছে ৭৩টি প্যাকেজ বাস্তবায়নে। ব্যয়বহুল এই কাজের মধ্যে নতুন রেগুলেটর নির্মাণ রয়েছে ৬টি। আরও ৪টি প্যাকেজে ২১টি রেগুলেটর মেরামতের কাজও আছে। এছাড়া মারিচ্চাপ নদী ও বেতনা নদীর প্রবাহ ঠিক রাখার উদ্যোগ নেওয়া হয়েছে বিভিন্ন প্যাকেজে।
এর মধ্যে মারিচ্চাপ নদীতে ৩৭ কিলোমিটার খননের কাজ রাখা হয়েছে এক্সকেভেটরের মাধ্যমে। আর বেতনা নদী ড্রেজারের মাধ্যমে ড্রেজিংয়ের কাজ আছে ৪৪ কিলোমিটার। এছাড়া বেতনার সাড়ে ২৩ কিলোমিটার কাটা হবে এক্সকেভেটর দিয়ে। বাঁধ মেরামত ১১৩ কিলোমিটার এবং বাঁধ মেরামত ও পৌনে ২ কিলোমিটার বাঁধের প্রতিরক্ষা কাজও আছে ৪টি প্যাকেজে।
সরেজমিন দেখা গেছে, চলমান এসব প্যাকেজের কাজে যে অগ্রগতি দেখানো হয়েছে তার সঙ্গে বাস্তবতার মিল পাওয়া যায়নি। যেমন দুদক যে প্যাকেজে দুর্নীতির প্রমাণ পেয়েছে সেখানে গত ২১ মে পর্যন্ত বাস্তব অগ্রগতি দেখানো হয়েছে ২৫ ভাগ।
দুদকের অভিযানের পর সেখানে সম্পূর্ণ কাজ বন্ধ থাকতে দেখা যায়। একই প্যাকেজে ১৮ এপ্রিল পর্যন্ত অগ্রগতি প্রতিবেদনে দেখা গেছে, ১৫ ভাগ কাজই যেখানে বন্ধ সেখানে কাজের পার্সেন্টিজ বাড়ছে। বিষয়টিকে চুরির মহা আয়োজন বলছেন পাউবোরই একাধিক কর্মকর্তা।