ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অর্থবছরের প্রথমার্ধে রপ্তানি আয় বেড়েছে ভোলায় শীতার্তদের মাঝে কোস্টগার্ডের শীতবস্ত্র বিতরণ জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে মাদক সহ কারবারীকে আটক গোয়াইনঘাটের পিরিজপুর সোনারহাট রাস্তা ওয়ার্ক ওয়ার্ডার না হওয়ায় কাজ হচ্ছেনা চরম জনদূর্ভোগ: ইসহাক চৌধুরী আলিম ছিলেন একজন কর্মীবান্ধব নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে শীত বস্ত্র প্রদান করেন রাজশাহীতে আধুনিক প্রযুক্তি চিকিৎসা সেবায় পপুলার আওয়ামী স্বৈরাচারের দোসররা বিদেশি প্রভুদের সহযোগিতায় ষড়যন্ত্র করে বেড়াচ্ছে:আমিনুল হক ফেসবুক আইডি ফিরে পেলেন ক্রীড়া উপদেষ্টা মনোহরগঞ্জে জাতীয় সমাজসেবা দিবসে ওয়াকাথন ও কল্যাণ রাষ্ট্র গঠনে মুক্ত আড্ডা

শুধু গাজা-ইউক্রেন নয়, যুদ্ধ হচ্ছে তোমার পকেটেও: নোবেলজয়ী মারিয়া

ফিলিস্তিনের গাজা, সুদান ও ইউক্রেনে চলছে ভয়াবহ যুদ্ধ। এই যুদ্ধে বিভিন্ন ধরনের প্রতিকূলতার শিকার হচ্ছে তারা। এর প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতেও। এবার এই যুদ্ধকে উদাহরণ হিসেবে টেনে ‘মানুষের পকেটেও’ যুদ্ধ চলছে বলে মন্তব্য করলেন শান্তিতে নোবেলজয়ী মারিয়া রেসা। তিনি একজন সাংবাদিক, ফিলিপাইনের অনলাইন সংবাদমাধ্যম র‍্যাপলারের সহপ্রতিষ্ঠাতাও।

গত ২৩ মে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বক্তৃতা দেন এই নোবেল বিজয়ী। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে সেখানে নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীদের কিছু পরামর্শ দেন। এ সময় তিনি বলেন, যুদ্ধ শুধু গাজা, সুদান আর ইউক্রেনে হচ্ছে। যুদ্ধ হচ্ছে তোমার পকেটেও।

তিনি শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে বলেন, নত হও, বিশ্বাস গড়।

তিনি বলেন, মানবতার ওপর আমাদের বিশ্বাস আবার ফিরিয়ে আনতে হবে। আর সেটা শুরু হতে পারে সহানুভূতি থেকে।

মারিয়া রেসা বলেন, দক্ষিণ আফ্রিকার একটা শব্দ আমার খুব প্রিয়। উবুন্টু। অর্থাৎ আমরা আছি বলেই আমি আছি। এর অর্থ অন্যের ওপর বিশ্বাস রাখার চেয়েও বেশি কিছু। অন্যের জুতায় পা গলানোর চেয়েও বেশি। কিন্তু সত্যিকার উবুন্টু পেতে হলে আমাদের ঢালগুলো নামাতে হবে। এ প্রসঙ্গেই আমার পরামর্শ: নত হও।

তিনি বলেন, অনেক অর্জনের পর আজকের জায়গায় পৌঁছেছ। ভাবতে পারো নত হওয়া মানে দুর্বলতা প্রকাশ করা। কিন্তু সব সম্পর্কে, সব আলোচনাতেই সামনে এগোতে হলে, কিছু পেতে হলে কাউকে না কাউকে তার ঢাল নামাতেই হয়। ইগো (অহং), রক্ষণাত্মক মনোভাবকে সরিয়ে রাখতে হয়। তখন অন্যরাও অনুসরণ করে। সেই অবনত মানুষটা নাহয় তুমিই হলে। কারণ, যখন নত হবে, তখনই শক্ত বন্ধন গড়তে পারবে। আস্থা অর্জন করতে পারবে।

২০২১ সালে শান্তিতে এই নোবেলজয়ী বলেন, সময়টা গুরুত্বপূর্ণ। তুমি কী করছ, সেটাও গুরুত্বপূর্ণ। ভেব না যুদ্ধ শুধু গাজা, সুদান আর ইউক্রেনে হচ্ছে। যুদ্ধ হচ্ছে তোমার পকেটেও। আমরা সবাই সত্যের জন্য, বিশুদ্ধতার জন্য লড়ছি। মনে রেখ, ভবিষ্যতের শাসক তোমাকেও ‘জুম ইন’ করতে পারেন, তুমিও হতে পার লক্ষ্যবস্তু।

তিনি বলেন, যত বড় সুপারস্টারই হও না কেন, যত দিন তুমি একা, তোমার অর্জন হবে অল্পই। কী আমাদের এক করতে পারে, সেটার খোঁজেই আজ একত্র হওয়া দরকার। জ্বলন্ত এই পৃথিবীতে তোমাকে আজ বড় প্রয়োজন।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

অর্থবছরের প্রথমার্ধে রপ্তানি আয় বেড়েছে

শুধু গাজা-ইউক্রেন নয়, যুদ্ধ হচ্ছে তোমার পকেটেও: নোবেলজয়ী মারিয়া

আপডেট সময় ১১:৫১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪

ফিলিস্তিনের গাজা, সুদান ও ইউক্রেনে চলছে ভয়াবহ যুদ্ধ। এই যুদ্ধে বিভিন্ন ধরনের প্রতিকূলতার শিকার হচ্ছে তারা। এর প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতেও। এবার এই যুদ্ধকে উদাহরণ হিসেবে টেনে ‘মানুষের পকেটেও’ যুদ্ধ চলছে বলে মন্তব্য করলেন শান্তিতে নোবেলজয়ী মারিয়া রেসা। তিনি একজন সাংবাদিক, ফিলিপাইনের অনলাইন সংবাদমাধ্যম র‍্যাপলারের সহপ্রতিষ্ঠাতাও।

গত ২৩ মে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বক্তৃতা দেন এই নোবেল বিজয়ী। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে সেখানে নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীদের কিছু পরামর্শ দেন। এ সময় তিনি বলেন, যুদ্ধ শুধু গাজা, সুদান আর ইউক্রেনে হচ্ছে। যুদ্ধ হচ্ছে তোমার পকেটেও।

তিনি শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে বলেন, নত হও, বিশ্বাস গড়।

তিনি বলেন, মানবতার ওপর আমাদের বিশ্বাস আবার ফিরিয়ে আনতে হবে। আর সেটা শুরু হতে পারে সহানুভূতি থেকে।

মারিয়া রেসা বলেন, দক্ষিণ আফ্রিকার একটা শব্দ আমার খুব প্রিয়। উবুন্টু। অর্থাৎ আমরা আছি বলেই আমি আছি। এর অর্থ অন্যের ওপর বিশ্বাস রাখার চেয়েও বেশি কিছু। অন্যের জুতায় পা গলানোর চেয়েও বেশি। কিন্তু সত্যিকার উবুন্টু পেতে হলে আমাদের ঢালগুলো নামাতে হবে। এ প্রসঙ্গেই আমার পরামর্শ: নত হও।

তিনি বলেন, অনেক অর্জনের পর আজকের জায়গায় পৌঁছেছ। ভাবতে পারো নত হওয়া মানে দুর্বলতা প্রকাশ করা। কিন্তু সব সম্পর্কে, সব আলোচনাতেই সামনে এগোতে হলে, কিছু পেতে হলে কাউকে না কাউকে তার ঢাল নামাতেই হয়। ইগো (অহং), রক্ষণাত্মক মনোভাবকে সরিয়ে রাখতে হয়। তখন অন্যরাও অনুসরণ করে। সেই অবনত মানুষটা নাহয় তুমিই হলে। কারণ, যখন নত হবে, তখনই শক্ত বন্ধন গড়তে পারবে। আস্থা অর্জন করতে পারবে।

২০২১ সালে শান্তিতে এই নোবেলজয়ী বলেন, সময়টা গুরুত্বপূর্ণ। তুমি কী করছ, সেটাও গুরুত্বপূর্ণ। ভেব না যুদ্ধ শুধু গাজা, সুদান আর ইউক্রেনে হচ্ছে। যুদ্ধ হচ্ছে তোমার পকেটেও। আমরা সবাই সত্যের জন্য, বিশুদ্ধতার জন্য লড়ছি। মনে রেখ, ভবিষ্যতের শাসক তোমাকেও ‘জুম ইন’ করতে পারেন, তুমিও হতে পার লক্ষ্যবস্তু।

তিনি বলেন, যত বড় সুপারস্টারই হও না কেন, যত দিন তুমি একা, তোমার অর্জন হবে অল্পই। কী আমাদের এক করতে পারে, সেটার খোঁজেই আজ একত্র হওয়া দরকার। জ্বলন্ত এই পৃথিবীতে তোমাকে আজ বড় প্রয়োজন।