ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাজাখস্তানে বিমান বিধ্বস্ত হওয়ার ভিডিও চট্টগ্রাম বন্দরের টেন্ডারবিহীন চুক্তি বাতিল চেয়ে আইনি নোটিশ নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন বড়দিন উপলক্ষে জোনাইল পারর্বণী মিশন পরিদর্শন করেন। কর্মঘণ্টা বাড়তে পারে প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা খামচে ধরেছে, সেই পুরনো শকুন জামায়াত-শিবির, রংপুরে অধ্যক্ষ চুনারুঘাটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কৃষি জমির মাটি কাটার মহোৎসব জিন্নাতুন নেছা দারুন জান্নাত মহিলা ক্বাওমি মাদ্রাসায় হিফজের ছবক প্রদান অনুষ্ঠান। গোয়াইনঘাটে ইউএনও’র উদ্যোগে পরিবেশ রক্ষায় দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে প্রকৃতির দৃশ্য সি আই পি মর্যাদা পেলেন প্রবাসী রেমিট্যান্স যুদ্ধা মোঃ আনসারুল হক (আনসার) যুগপৎ আন্দোলনের ইঙ্গিত বিএনপির

বিশ্বকাপ ফুটবল: নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক প্রস্তুতি কাতারের

ঘনিয়ে আসছে মাহেন্দ্রক্ষণ। আগামী ২০ নভেম্বর মধ্যপ্রাচ্যের দেশ কাতারে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল-২০২২। এই বিশাল আয়োজনে ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছে দেশটি। কাতার বিশ্বকাপ চলাকালে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে ৫০ হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। তাদের মধ্যে বিদেশিরাও থাকছেন নিরাপত্তার দায়িত্বে।

সম্প্রতি কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তা নিশ্চিতে ৫০ হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কাতারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আওতায় সহায়তা করবে বিদেশি বাহিনীর সদস্যরাও।

তবে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাবর হামুদ জাবর আল নুয়াইমি কোন কোন দেশের বাহিনীর সদস্য নিরাপত্তার কাজে অংশ নেবেন তা খোলাসা করেননি।

তিনি বলেন, কাতারের নেতৃত্বে বন্ধুসুলভ দেশগুলোর বাহিনীর সদস্যরা এ কাজে অংশ নেবেন। বিশেষ করে যাদের বিশেষ দক্ষতা রয়েছে।

তুরস্ক ৩ হাজার দাঙ্গা পুলিশ প্রদান করছে এবং দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, তুর্কি কমান্ডের অধীনে কাজ করবে এসব পুলিশ সদস্য। আল-জাজিরার খবরে বলা হয়েছে, তুরস্ক অপারেশনে নিয়োজিত আরও ১০০ বিশেষ পুলিশ কর্মকর্তা, ৫০ জন বোমা বিশেষজ্ঞ ও ৮০টি স্নিফার কুকুর পাঠাবে এমন ঘোষণা দিয়েছিল।

গত আগস্টে, পাকিস্তানও ফুটবল বিশ্বকাপ চলাকালে নিরাপত্তা নিশ্চিতে কাতারে সেনা পাঠাতে রাজি হয়। একই মাসে, ফরাসি পার্লামেন্ট উপসাগরীয় রাষ্ট্রটিতে প্রায় ২২০ জন নিরাপত্তাকর্মী মোতায়েনের অনুমোদন দেয়। পরে ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে। কাতার মরক্কোর সঙ্গেও একটি নিরাপত্তাবিষয়ক সহযোগিতা চুক্তি করেছে। মরক্কোর সংবাদ আউটলেটগুলো এর আগে জানিয়েছিল, কাতারে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মোতায়েন করবে দেশটি।

৩০ লাখ লোকের দেশ কাতার। এর মধ্যে ১২ শতাংশ হলো দেশটির নাগরিক। ফলে মাসব্যাপী বিশ্বকাপ ফুটবলের জন্য প্রস্তুতি নেওয়ার সময় জনবলের ঘাটতি দেখা দেয়। সে কারণে পুরো নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজাতে শুরু করে এবারের বিশ্বকাপ আয়োজক দেশটি।

এদিকে, ফিফা বিশ্বকাপের জন্য যারা টিকিট কিনতে পারেননি তাদের টুর্নামেন্টের গ্রুপ পর্বের পর কাতারে প্রবেশের অনুমতি দেওয়া হবে। সম্প্রতি দোহায় একটি অনুষ্ঠানে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাবর হামুদ জাবর আল নুয়াইমি বলেন, টিকিটবিহীন দর্শকরা ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের পর কাতারে প্রবেশ করতে পারবেন। চলতি বছরের ২ ডিসেম্বর থেকে কাতারে ঢুকতে পারবেন তারা। কাতারে প্রবেশ করতে হলে মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের হায়া কার্ডের জন্য আবেদন করতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাজাখস্তানে বিমান বিধ্বস্ত হওয়ার ভিডিও

বিশ্বকাপ ফুটবল: নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক প্রস্তুতি কাতারের

আপডেট সময় ০২:৩৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২

ঘনিয়ে আসছে মাহেন্দ্রক্ষণ। আগামী ২০ নভেম্বর মধ্যপ্রাচ্যের দেশ কাতারে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল-২০২২। এই বিশাল আয়োজনে ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছে দেশটি। কাতার বিশ্বকাপ চলাকালে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে ৫০ হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। তাদের মধ্যে বিদেশিরাও থাকছেন নিরাপত্তার দায়িত্বে।

সম্প্রতি কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তা নিশ্চিতে ৫০ হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কাতারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আওতায় সহায়তা করবে বিদেশি বাহিনীর সদস্যরাও।

তবে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাবর হামুদ জাবর আল নুয়াইমি কোন কোন দেশের বাহিনীর সদস্য নিরাপত্তার কাজে অংশ নেবেন তা খোলাসা করেননি।

তিনি বলেন, কাতারের নেতৃত্বে বন্ধুসুলভ দেশগুলোর বাহিনীর সদস্যরা এ কাজে অংশ নেবেন। বিশেষ করে যাদের বিশেষ দক্ষতা রয়েছে।

তুরস্ক ৩ হাজার দাঙ্গা পুলিশ প্রদান করছে এবং দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, তুর্কি কমান্ডের অধীনে কাজ করবে এসব পুলিশ সদস্য। আল-জাজিরার খবরে বলা হয়েছে, তুরস্ক অপারেশনে নিয়োজিত আরও ১০০ বিশেষ পুলিশ কর্মকর্তা, ৫০ জন বোমা বিশেষজ্ঞ ও ৮০টি স্নিফার কুকুর পাঠাবে এমন ঘোষণা দিয়েছিল।

গত আগস্টে, পাকিস্তানও ফুটবল বিশ্বকাপ চলাকালে নিরাপত্তা নিশ্চিতে কাতারে সেনা পাঠাতে রাজি হয়। একই মাসে, ফরাসি পার্লামেন্ট উপসাগরীয় রাষ্ট্রটিতে প্রায় ২২০ জন নিরাপত্তাকর্মী মোতায়েনের অনুমোদন দেয়। পরে ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে। কাতার মরক্কোর সঙ্গেও একটি নিরাপত্তাবিষয়ক সহযোগিতা চুক্তি করেছে। মরক্কোর সংবাদ আউটলেটগুলো এর আগে জানিয়েছিল, কাতারে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মোতায়েন করবে দেশটি।

৩০ লাখ লোকের দেশ কাতার। এর মধ্যে ১২ শতাংশ হলো দেশটির নাগরিক। ফলে মাসব্যাপী বিশ্বকাপ ফুটবলের জন্য প্রস্তুতি নেওয়ার সময় জনবলের ঘাটতি দেখা দেয়। সে কারণে পুরো নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজাতে শুরু করে এবারের বিশ্বকাপ আয়োজক দেশটি।

এদিকে, ফিফা বিশ্বকাপের জন্য যারা টিকিট কিনতে পারেননি তাদের টুর্নামেন্টের গ্রুপ পর্বের পর কাতারে প্রবেশের অনুমতি দেওয়া হবে। সম্প্রতি দোহায় একটি অনুষ্ঠানে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাবর হামুদ জাবর আল নুয়াইমি বলেন, টিকিটবিহীন দর্শকরা ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের পর কাতারে প্রবেশ করতে পারবেন। চলতি বছরের ২ ডিসেম্বর থেকে কাতারে ঢুকতে পারবেন তারা। কাতারে প্রবেশ করতে হলে মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের হায়া কার্ডের জন্য আবেদন করতে হবে।