ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিলখানা হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ আখ্যায়িত করার দাবি বাকেরগঞ্জের বিরঙ্গল দারুসুন্নাত নেছারিয়া দাখিল মাদ্রাসাটির বিভিন্ন অনিয়ম রয়েছে গোপালগঞ্জের সোহাগ একসঙ্গে দুই সরকারি চাকরি করেন বেরোবিতে স্বৈরাচারী দোসর ও শিক্ষার্থীদের উপর হামলার ষড়যন্ত্রকারী এখনো ধরাছোঁয়ার বাইরে চাঁপাইনবাবগঞ্জে বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন বিটিভির সংবাদ বেসরকারি টেলিভিশনে সম্প্রচারের প্রয়োজন নেই : নাহিদ শুক্রবারও চলবে মেট্রোরেল চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের অভিযানে দু’কোটি টাকার হেরোইন উদ্ধার, আটক-১ অতিরিক্ত বৃষ্টিপাত হলেই ভাসতে থাকে প্রথম শ্রেণীর জাজিরা পৌরসভা। চট্টগ্রামে সাবেক সাংসদ বাদলের কবরে ভাঙচুর-অগ্নিসংযোগ

সরকার চাচ্ছে খালেদা জিয়া বিনা চিকিৎসায় মারা যাক: ব্যারিস্টার খোকন

সরকার চাচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিনা চিকিৎসায় মারা যাক। এ কারণে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হচ্ছে না।

রোববার এমনটাই অভিযোগ করেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। প্রায়ই তাকে হাসপাতালে যেতে হচ্ছে, আবার সেখানে তাকে থাকতেও হচ্ছে। এদিকে যেহেতু তিনি অসুস্থতার কারণে মুক্ত আছেন তাহলে তিনি কোর্ট কীভাবে ফেস করবেন। তার জন্য তো টিকিট কাটাই অনেক কঠিন।

ব্যারিস্টার খোকন বলেন, সরকার ৪০১ ধারার কথা বলছে ঠিকই। কিন্তু আমি মনে করি তাদের পক্ষ থেকে সঠিকভাবে ব্যাখ্যা দেওয়া হচ্ছে না। এখানে কিন্তু বলা আছে— শর্ত সাপেক্ষে সরকার মুক্ত করতে পারবে। কিন্তু ছয় মাস পরপর যে মেয়াদ বাড়াচ্ছে সেটা সেখানে লেখা নেই। ৪০১ ধারায় তো মেয়াদ বাড়ানোর কথা নেই। সেখানে বাতিল, সংশোধন এবং পরিবর্তন করার আদেশ দেওয়ার কথা বলা হয়েছে। এ ধারা অনুযায়ী সরকার চাইলেই খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিতে পারেন। তারা এটি দিতে চায় না তাই সঠিক ব্যাখ্যা দিচ্ছে না।

তিনি আরও বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তাকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া উচিত বলে আমি মনে করি। যদি সেটি না দেওয়া হয়, তবে তা অমানবিক হবে। প্রতিহিংসার স্বীকার আমি বলব।

প্রসঙ্গত,৭৯ বছর বয়সি খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। গত বছরের ৯ আগস্ট খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সেই সময় উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে তার পরিবার থেকে সরকারের কাছে আবেদন করা হলেও অনুমতি পাওয়া যায়নি। এর পরিপ্রেক্ষিতে লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের রক্তনালিতে অস্ত্রোপচার করা হয় ২৭ অক্টোবর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিলখানা হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ আখ্যায়িত করার দাবি

সরকার চাচ্ছে খালেদা জিয়া বিনা চিকিৎসায় মারা যাক: ব্যারিস্টার খোকন

আপডেট সময় ০১:১৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪

সরকার চাচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিনা চিকিৎসায় মারা যাক। এ কারণে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হচ্ছে না।

রোববার এমনটাই অভিযোগ করেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। প্রায়ই তাকে হাসপাতালে যেতে হচ্ছে, আবার সেখানে তাকে থাকতেও হচ্ছে। এদিকে যেহেতু তিনি অসুস্থতার কারণে মুক্ত আছেন তাহলে তিনি কোর্ট কীভাবে ফেস করবেন। তার জন্য তো টিকিট কাটাই অনেক কঠিন।

ব্যারিস্টার খোকন বলেন, সরকার ৪০১ ধারার কথা বলছে ঠিকই। কিন্তু আমি মনে করি তাদের পক্ষ থেকে সঠিকভাবে ব্যাখ্যা দেওয়া হচ্ছে না। এখানে কিন্তু বলা আছে— শর্ত সাপেক্ষে সরকার মুক্ত করতে পারবে। কিন্তু ছয় মাস পরপর যে মেয়াদ বাড়াচ্ছে সেটা সেখানে লেখা নেই। ৪০১ ধারায় তো মেয়াদ বাড়ানোর কথা নেই। সেখানে বাতিল, সংশোধন এবং পরিবর্তন করার আদেশ দেওয়ার কথা বলা হয়েছে। এ ধারা অনুযায়ী সরকার চাইলেই খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিতে পারেন। তারা এটি দিতে চায় না তাই সঠিক ব্যাখ্যা দিচ্ছে না।

তিনি আরও বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তাকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া উচিত বলে আমি মনে করি। যদি সেটি না দেওয়া হয়, তবে তা অমানবিক হবে। প্রতিহিংসার স্বীকার আমি বলব।

প্রসঙ্গত,৭৯ বছর বয়সি খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। গত বছরের ৯ আগস্ট খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সেই সময় উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে তার পরিবার থেকে সরকারের কাছে আবেদন করা হলেও অনুমতি পাওয়া যায়নি। এর পরিপ্রেক্ষিতে লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের রক্তনালিতে অস্ত্রোপচার করা হয় ২৭ অক্টোবর।