ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে হাসপাতালের আড়ালে চলছে অনৈতিক কাজ শেখ হাসিনা ও রেহানাসহ ১৬৫ জনের বিরুদ্ধে আদাবর থানায় হত্যা মামলা ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ভোলায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ আল-আরাফাহ ঘিরে নতুন পাঁয়তারা রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র তিতু গ্রেফতার আঙুল ফুলে কলাগাছ গোয়াইনঘাটের বুঙ্গড়ী আজিজুল-মাসুক! দুদক উপপরিচালক আবু বকর সিদ্দিকের অবৈধ সম্পদের পাহাড়  আল আরাফাহ ইসলামী ব্যাংকে ঘনিষ্ঠ দু’জনকে অতিরিক্ত এমডি পদে নিয়োগের আয়োজন ১১৭০ টাকার নামজারির খরচ, ভূমি কর্মকর্তা নেন ৮-১৫ হাজার! পটুয়াখালী জেলা পরিষদের সার্ভেয়ার হাসানুজ্জামানের দুর্নীতির স্বর্গ রাজ্যে যেন আলাউদ্দিনের চেরাগ।

আবর্জনার স্তূপ ও নোংরা পরিবেশে চলছে কর সেবা কেন্দ্র

অফিসের রাস্তার দুই পাশে আবর্জনার স্তূপ। প্রধান ফটকেও অপরিচ্ছন্ন পরিবেশ। ডিজিটাল প্লেট থাকলেও ঠিকমতো চলছে না। হঠাৎ করে দেখলে বোঝার উপায় নেই এটা একটি কর ও তথ্য সেবা কেন্দ্র। তাও আবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মতো প্রতিষ্ঠানের ই-টিআইএন সংক্রান্ত প্রধান সেবা কেন্দ্র। যেখানে করদাতারা ই-টিআইএন রেজিস্ট্রেশন ও সংশোধনের সেবা গ্রহণ করে থাকেন।

রাজধানীর সেগুন বাগিচায় এনবিআরের প্রধান কার্যালয় থেকে একটু সামনে এগিয়ে প্রতিষ্ঠানটির বৃহৎ করদাতা ইউনিটিসহ কয়েকটি অফিসের (১২ তলা ভবন) সামেনে-পেছনে এমন পরিবেশ লক্ষ্য করা গেছে।

dhakapost

সেবা কেন্দ্রে প্রবেশের আরও একটি গেট আছে, বিল্ডিংয়ের পাশ দিয়ে পেছনের দিক দিয়ে যেতে হয়। করদাতারা যাকে বলে পেছনের গেট। ওখানকার চিত্র আরও ভয়াবহ। প্রবেশের মুখেই দেখা মিলবে আবর্জনার বড় স্তূপ। পুরো রাস্তায়ই ময়লা-আবর্জনায় ভরা। এরপর যখন অফিসের ভেতরে প্রবেশ করবেন মোটামুটি পরিচ্ছন্ন রূপ দেখতে পাওয়া গেলেও করদাতাদের প্রত্যাশা পূরণ করতে পারছে না কর্মকর্তারা।

dhakapost

এ বিষয়ে কর ও তথ্য সেবা কেন্দ্রের এক কর্মচারী ঢাকা পোস্টকে বলেন, এখানে আসলে সব সেবা দেওয়া সম্ভব নয়। করদাতাদের অনেক অভিযোগের সমাধান এখানে সম্ভব নয়। টিআইএন রেজিস্ট্রেশন ও শুধুমাত্র নাম সংশোধনের কাজ এখানে করতে পারি। এর বাইরে আমাদের করার কিছু নেই। আর একটি অভিযোগ সব সময়ই পাওয়া যায় পুরাতন টিআইএন সার্টিফিকেট খোঁজা। অনেকেই অভিযোগ করে বলেন, আমার ই-টিআইএন কে খুলেছে?  তারা যখন নতুন ই-টিআইএন রেজিস্ট্রেশন করতে যান, তখনই এমন সমস্যায় পড়ছেন বলে আমাদের কাছে অভিযোগ করেন।

অন্যদিকে কর ও তথ্য সেবা কেন্দ্রে নিয়মিত আসেন এমন এক আয়কর আইনজীবী ইমরান গাজী। তিনি ঢাকা পোস্টকে বলেন, এনবিআরের মতো একটি প্রতিষ্ঠানের কর ও তথ্য সেবা কেন্দ্র একটি ভবনের পেছনে স্থাপন করাই উচিত হয়নি। করদাতারা সেবা নিতে পেছনের গেট ব্যবহার করে থাকে। রাস্তা থেকে বোঝার উপায় নেই, ওটা একটি সেবা কেন্দ্র। সারা বছরই ময়লা ও আবর্জনার স্তূপ থাকে ওই অফিসের আশেপাশে। ফলে নাকে রুমাল দিয়ে অফিসে ঢুকতে হয়। আমরা যারা জানি তারা এখানে মাঝে মধ্যে যাই। সেবা কেন্দ্রটি এমন জায়গায় অবস্থিত, সাধারণ মানুষ তো এ অফিস সম্পর্কে জানেই না।

সার্বিক বিষয়ে জানতে যোগাযোগ করা হয় সদস্য (কর তথ্য ব্যবস্থাপনা ও সেবা) মোহাম্মদ জাহিদ হাছানের সঙ্গে। ঢাকা পোস্টকে তিনি বলেন, আসলে আমাদের অফিস সংকট রয়েছে। সেজন্য আগারগাঁওয়ে আমাদের নতুন ভবন করা হয়েছে। ডিসেম্বর নাগাদ আমাদের অফিস স্থানান্তরের কাজ শুরু হবে। এ কারণে পুরাতন অফিস নিয়ে নতুন করে আর ভাবা হচ্ছে না। নতুন ভবনে আধুনিক ও সুন্দর সেবা কেন্দ্র হবে। সেখানে এমন অভিযোগ থাকবে না।

২০১৩ সালের ১ জুলাই এনবিআর ই-টিআইএন ব্যবস্থা চালু করে। নতুন এ পদ্ধতি চালুর পর ১০ ডিজিটের টিআইএনের পরিবর্তে ১২ ডিজিটের টিআইএন চালু করা হয়। এর পরপরই কর ও তথ্য সেবা কেন্দ্রটি চালু হয়। করদাতাদের অনলাইন নিবন্ধনে জটিলতা এড়াতে সহায়তা দিতে ই-টিআইএন রেজিস্ট্রেশন সেবা কেন্দ্র চালু হয়েছিল। প্রথমে এই সেবা কেন্দ্রের নাম ছিল এনবিআরের ই-টিআইএন রেজিস্ট্রেশন সেবাকেন্দ্র। পরবর্তী সময়ে নাম পরিবর্তন করা হয়।

এই সেবা কেন্দ্রে নতুন করদাতাদের ই-টিআইএন রেজিস্ট্রেশন, পুরনো করদাতাদের রি-রেজিস্ট্রেশন, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের ই-টিআইএন রেজিস্ট্রেশন, ই-টিআইএনের বিপরীতে ইউজার আইডি প্রদান, ই-টিআইএন ভুল সংশোধনসহ এ সংক্রান্ত সব তথ্য ও সেবা পাওয়া যাচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে হাসপাতালের আড়ালে চলছে অনৈতিক কাজ

আবর্জনার স্তূপ ও নোংরা পরিবেশে চলছে কর সেবা কেন্দ্র

আপডেট সময় ০৩:৪১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২

অফিসের রাস্তার দুই পাশে আবর্জনার স্তূপ। প্রধান ফটকেও অপরিচ্ছন্ন পরিবেশ। ডিজিটাল প্লেট থাকলেও ঠিকমতো চলছে না। হঠাৎ করে দেখলে বোঝার উপায় নেই এটা একটি কর ও তথ্য সেবা কেন্দ্র। তাও আবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মতো প্রতিষ্ঠানের ই-টিআইএন সংক্রান্ত প্রধান সেবা কেন্দ্র। যেখানে করদাতারা ই-টিআইএন রেজিস্ট্রেশন ও সংশোধনের সেবা গ্রহণ করে থাকেন।

রাজধানীর সেগুন বাগিচায় এনবিআরের প্রধান কার্যালয় থেকে একটু সামনে এগিয়ে প্রতিষ্ঠানটির বৃহৎ করদাতা ইউনিটিসহ কয়েকটি অফিসের (১২ তলা ভবন) সামেনে-পেছনে এমন পরিবেশ লক্ষ্য করা গেছে।

dhakapost

সেবা কেন্দ্রে প্রবেশের আরও একটি গেট আছে, বিল্ডিংয়ের পাশ দিয়ে পেছনের দিক দিয়ে যেতে হয়। করদাতারা যাকে বলে পেছনের গেট। ওখানকার চিত্র আরও ভয়াবহ। প্রবেশের মুখেই দেখা মিলবে আবর্জনার বড় স্তূপ। পুরো রাস্তায়ই ময়লা-আবর্জনায় ভরা। এরপর যখন অফিসের ভেতরে প্রবেশ করবেন মোটামুটি পরিচ্ছন্ন রূপ দেখতে পাওয়া গেলেও করদাতাদের প্রত্যাশা পূরণ করতে পারছে না কর্মকর্তারা।

dhakapost

এ বিষয়ে কর ও তথ্য সেবা কেন্দ্রের এক কর্মচারী ঢাকা পোস্টকে বলেন, এখানে আসলে সব সেবা দেওয়া সম্ভব নয়। করদাতাদের অনেক অভিযোগের সমাধান এখানে সম্ভব নয়। টিআইএন রেজিস্ট্রেশন ও শুধুমাত্র নাম সংশোধনের কাজ এখানে করতে পারি। এর বাইরে আমাদের করার কিছু নেই। আর একটি অভিযোগ সব সময়ই পাওয়া যায় পুরাতন টিআইএন সার্টিফিকেট খোঁজা। অনেকেই অভিযোগ করে বলেন, আমার ই-টিআইএন কে খুলেছে?  তারা যখন নতুন ই-টিআইএন রেজিস্ট্রেশন করতে যান, তখনই এমন সমস্যায় পড়ছেন বলে আমাদের কাছে অভিযোগ করেন।

অন্যদিকে কর ও তথ্য সেবা কেন্দ্রে নিয়মিত আসেন এমন এক আয়কর আইনজীবী ইমরান গাজী। তিনি ঢাকা পোস্টকে বলেন, এনবিআরের মতো একটি প্রতিষ্ঠানের কর ও তথ্য সেবা কেন্দ্র একটি ভবনের পেছনে স্থাপন করাই উচিত হয়নি। করদাতারা সেবা নিতে পেছনের গেট ব্যবহার করে থাকে। রাস্তা থেকে বোঝার উপায় নেই, ওটা একটি সেবা কেন্দ্র। সারা বছরই ময়লা ও আবর্জনার স্তূপ থাকে ওই অফিসের আশেপাশে। ফলে নাকে রুমাল দিয়ে অফিসে ঢুকতে হয়। আমরা যারা জানি তারা এখানে মাঝে মধ্যে যাই। সেবা কেন্দ্রটি এমন জায়গায় অবস্থিত, সাধারণ মানুষ তো এ অফিস সম্পর্কে জানেই না।

সার্বিক বিষয়ে জানতে যোগাযোগ করা হয় সদস্য (কর তথ্য ব্যবস্থাপনা ও সেবা) মোহাম্মদ জাহিদ হাছানের সঙ্গে। ঢাকা পোস্টকে তিনি বলেন, আসলে আমাদের অফিস সংকট রয়েছে। সেজন্য আগারগাঁওয়ে আমাদের নতুন ভবন করা হয়েছে। ডিসেম্বর নাগাদ আমাদের অফিস স্থানান্তরের কাজ শুরু হবে। এ কারণে পুরাতন অফিস নিয়ে নতুন করে আর ভাবা হচ্ছে না। নতুন ভবনে আধুনিক ও সুন্দর সেবা কেন্দ্র হবে। সেখানে এমন অভিযোগ থাকবে না।

২০১৩ সালের ১ জুলাই এনবিআর ই-টিআইএন ব্যবস্থা চালু করে। নতুন এ পদ্ধতি চালুর পর ১০ ডিজিটের টিআইএনের পরিবর্তে ১২ ডিজিটের টিআইএন চালু করা হয়। এর পরপরই কর ও তথ্য সেবা কেন্দ্রটি চালু হয়। করদাতাদের অনলাইন নিবন্ধনে জটিলতা এড়াতে সহায়তা দিতে ই-টিআইএন রেজিস্ট্রেশন সেবা কেন্দ্র চালু হয়েছিল। প্রথমে এই সেবা কেন্দ্রের নাম ছিল এনবিআরের ই-টিআইএন রেজিস্ট্রেশন সেবাকেন্দ্র। পরবর্তী সময়ে নাম পরিবর্তন করা হয়।

এই সেবা কেন্দ্রে নতুন করদাতাদের ই-টিআইএন রেজিস্ট্রেশন, পুরনো করদাতাদের রি-রেজিস্ট্রেশন, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের ই-টিআইএন রেজিস্ট্রেশন, ই-টিআইএনের বিপরীতে ইউজার আইডি প্রদান, ই-টিআইএন ভুল সংশোধনসহ এ সংক্রান্ত সব তথ্য ও সেবা পাওয়া যাচ্ছে।