ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিলখানা হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ আখ্যায়িত করার দাবি বাকেরগঞ্জের বিরঙ্গল দারুসুন্নাত নেছারিয়া দাখিল মাদ্রাসাটির বিভিন্ন অনিয়ম রয়েছে গোপালগঞ্জের সোহাগ একসঙ্গে দুই সরকারি চাকরি করেন বেরোবিতে স্বৈরাচারী দোসর ও শিক্ষার্থীদের উপর হামলার ষড়যন্ত্রকারী এখনো ধরাছোঁয়ার বাইরে চাঁপাইনবাবগঞ্জে বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন বিটিভির সংবাদ বেসরকারি টেলিভিশনে সম্প্রচারের প্রয়োজন নেই : নাহিদ শুক্রবারও চলবে মেট্রোরেল চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের অভিযানে দু’কোটি টাকার হেরোইন উদ্ধার, আটক-১ অতিরিক্ত বৃষ্টিপাত হলেই ভাসতে থাকে প্রথম শ্রেণীর জাজিরা পৌরসভা। চট্টগ্রামে সাবেক সাংসদ বাদলের কবরে ভাঙচুর-অগ্নিসংযোগ

ট্রেনে করে রাশিয়ায় অস্ত্র পাঠাচ্ছে উত্তর কোরিয়া : যুক্তরাষ্ট্র

সীমান্তপথে ট্রেনের মাধ্যমে রাশিয়ায় অস্ত্র ও গোলাবারুদ পাঠাচ্ছে উত্তর কোরিয়া। ওয়াশিংটনভিত্তিক মার্কিন থিংকট্যাংক সংস্থা থার্টিএইট নর্থ প্রোজেক্ট  বাণিজ্যিক স্যাটেলাইটের ছবির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

রুশ ভূখণ্ড থেকে উত্তর কোরিয়াকে পৃথক করা তুমেন নদীর রেলসেতু দিয়ে গত শুক্রবার একটি অস্ত্রবাহী ট্রেন উত্তর কোরিয়া থেকে রাশিয়ার উদ্দেশে গিয়েছে উল্লেখে করে শনিবার এক বিবৃতিতে থার্টি এইট নর্থ প্রোজেক্টের পক্ষ থেকে বলা হয়, ‘স্যাটেলাইটের যে ছবি আমাদের কাছে রয়েছে, তা দেখে এই ট্রেন চলাচলের উদ্দেশ্য অনুমান করা অসম্ভব। তবে আমরা ধারণা করছি, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ফের শুরু হয়েছে। কারণ আমরা সবাই জানি— উত্তর কোরিয়ার কাছ থেকে অস্ত্র কিনতে চেয়েছে রাশিয়া।’

তুমেন নদীর ওপর রাশিয়া ও উত্তর কোরিয়াকে সংযোগকারী সেতুটি ‘কোরিয়া-রাশিয়া ফ্রেন্ডশিপ ব্রিজ’ নামে পরিচিত। দুই দেশের একমাত্র এই স্থল সীমান্তটি  ২০২০ সালের ফেব্রুয়ারি করোনা মহামারির কারণে বন্ধ হয়ে যায়। তারপর এই প্রথম সেতুটির ওপর ট্রেন চলতে দেখা গেছে।

‘ট্রেনটি কখন উত্তর কোরিয়া ছেড়ে গেছে, সেখানে কয়টি বগি ছিল এবং কখন রাশিয়া গিয়ে পৌঁছেছে— সেসব তথ্য আমাদের কাছে আছে, কিন্তু ট্রেনের ভেতরে কি কি জিনিস ছিল—  এখনও আমরা স্পষ্টভাবে জানতে পারিনি।’

গত সেপ্টেম্বরেই যুক্তরাষ্ট্র অভিযোগ করেছিল—রাশিয়ার কাছে অস্ত্র বিক্রির চুক্তি করেছে উত্তর কোরিয়া। তবে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এই অভিযোগ অস্বীকার করে বলেছিলেন— এমন কোনো চুক্তি দুই দেশের মধ্যে হয়নি এবং নিকট ভবিষ্যতে রাশিয়ার কাছে উত্তর কোরিয়ার অস্ত্র বিক্রির সম্ভাবনা নেই।

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযোগের কোনো প্রতিক্রিয়া অবশ্য উত্তর কোরিয়া জানায়নি, তবে বৃহস্পতিবার রাশিয়ার কেন্দ্রীয় পশু চিকিৎসা দপ্তর থেকে বলা হয়েছে, উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যকার স্থল-সীমান্ত ফের চালু হয়েছে এবং সম্প্রতি রেলযোগে রাশিয়া থেকে উত্তর কোরিয়ায় ৩০টি প্রশিক্ষিত ‘ওরলভ টটার’ ঘোড়া পাঠানো হয়েছে।

‘ওরলভ টটার’ একটি রুশ ঘোড়ার জাত। দুর্দান্ত গতি ও সহিষ্ণুতার জন্য এটি বিশ্বের সেরা জাতের ঘোড়াগুলোর একটি। আর কিম জং উন বরাবরই ঘোড়ার ব্যাপারে শৌখিন। এর আগেও বিগত বিভিন্ন সময়ে রাশিয়ার কাছ থেকে ঘোড়া কিনেছে উত্তর কোরিয়া।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিলখানা হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ আখ্যায়িত করার দাবি

ট্রেনে করে রাশিয়ায় অস্ত্র পাঠাচ্ছে উত্তর কোরিয়া : যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০২:৪০:০২ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২

সীমান্তপথে ট্রেনের মাধ্যমে রাশিয়ায় অস্ত্র ও গোলাবারুদ পাঠাচ্ছে উত্তর কোরিয়া। ওয়াশিংটনভিত্তিক মার্কিন থিংকট্যাংক সংস্থা থার্টিএইট নর্থ প্রোজেক্ট  বাণিজ্যিক স্যাটেলাইটের ছবির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

রুশ ভূখণ্ড থেকে উত্তর কোরিয়াকে পৃথক করা তুমেন নদীর রেলসেতু দিয়ে গত শুক্রবার একটি অস্ত্রবাহী ট্রেন উত্তর কোরিয়া থেকে রাশিয়ার উদ্দেশে গিয়েছে উল্লেখে করে শনিবার এক বিবৃতিতে থার্টি এইট নর্থ প্রোজেক্টের পক্ষ থেকে বলা হয়, ‘স্যাটেলাইটের যে ছবি আমাদের কাছে রয়েছে, তা দেখে এই ট্রেন চলাচলের উদ্দেশ্য অনুমান করা অসম্ভব। তবে আমরা ধারণা করছি, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ফের শুরু হয়েছে। কারণ আমরা সবাই জানি— উত্তর কোরিয়ার কাছ থেকে অস্ত্র কিনতে চেয়েছে রাশিয়া।’

তুমেন নদীর ওপর রাশিয়া ও উত্তর কোরিয়াকে সংযোগকারী সেতুটি ‘কোরিয়া-রাশিয়া ফ্রেন্ডশিপ ব্রিজ’ নামে পরিচিত। দুই দেশের একমাত্র এই স্থল সীমান্তটি  ২০২০ সালের ফেব্রুয়ারি করোনা মহামারির কারণে বন্ধ হয়ে যায়। তারপর এই প্রথম সেতুটির ওপর ট্রেন চলতে দেখা গেছে।

‘ট্রেনটি কখন উত্তর কোরিয়া ছেড়ে গেছে, সেখানে কয়টি বগি ছিল এবং কখন রাশিয়া গিয়ে পৌঁছেছে— সেসব তথ্য আমাদের কাছে আছে, কিন্তু ট্রেনের ভেতরে কি কি জিনিস ছিল—  এখনও আমরা স্পষ্টভাবে জানতে পারিনি।’

গত সেপ্টেম্বরেই যুক্তরাষ্ট্র অভিযোগ করেছিল—রাশিয়ার কাছে অস্ত্র বিক্রির চুক্তি করেছে উত্তর কোরিয়া। তবে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এই অভিযোগ অস্বীকার করে বলেছিলেন— এমন কোনো চুক্তি দুই দেশের মধ্যে হয়নি এবং নিকট ভবিষ্যতে রাশিয়ার কাছে উত্তর কোরিয়ার অস্ত্র বিক্রির সম্ভাবনা নেই।

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযোগের কোনো প্রতিক্রিয়া অবশ্য উত্তর কোরিয়া জানায়নি, তবে বৃহস্পতিবার রাশিয়ার কেন্দ্রীয় পশু চিকিৎসা দপ্তর থেকে বলা হয়েছে, উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যকার স্থল-সীমান্ত ফের চালু হয়েছে এবং সম্প্রতি রেলযোগে রাশিয়া থেকে উত্তর কোরিয়ায় ৩০টি প্রশিক্ষিত ‘ওরলভ টটার’ ঘোড়া পাঠানো হয়েছে।

‘ওরলভ টটার’ একটি রুশ ঘোড়ার জাত। দুর্দান্ত গতি ও সহিষ্ণুতার জন্য এটি বিশ্বের সেরা জাতের ঘোড়াগুলোর একটি। আর কিম জং উন বরাবরই ঘোড়ার ব্যাপারে শৌখিন। এর আগেও বিগত বিভিন্ন সময়ে রাশিয়ার কাছ থেকে ঘোড়া কিনেছে উত্তর কোরিয়া।