মিরপুরের হোম অব ক্রিকেট খ্যাত শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে অনেকটা ব্যাকফুটে থেকেই শুরু করে নিউজিল্যান্ড ক্রিকেট দল। অবশ্য বেশিক্ষণ তাদের ব্যাকফুটে থাকতে হয়নি। প্রথম দিনে ৫৫ রানে ৫ উইকেট হারানো নিউজিল্যান্ড গ্লেন ফিলিপসের ঝড়ে আজ লিড নিয়েই নিজেদের প্রথম ইনিংস শেষ করেছে। বাংলাদেশের করা ১৭২ রানের জবাবে সব উইকেট হারিয়ে প্রথম ইনিংসে কিউইদের সংগ্রহ ১৮০ রান।
শুক্রবার (৮ ডিসেম্বর) বৃষ্টিতে দ্বিতীয় দিন ভেসে যাওয়ার পর সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন মাঠে নেমেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।
বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনের খেলা শুরুর সময় জানা গেল
৫ উইকেটের বিনিময়ে ৫৫ রানে দিন শুরু করা নিউজিল্যান্ড এদিন সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে আরও ১২৫ রান যোগ করেছে। দিনের শুরুতে বৃষ্টি থাকায় বিলম্বে শুরু হওয়া ম্যাচে মাঠে নেমেই টাইগার বোলারদের ওপর নির্মম প্রহার শুরু করেন ফিলিপস।
অপরপ্রান্তে একে একে ড্যারিল মিচেল (১৮), মিচেল স্যান্টনার (১), কাইল জেমিসনের (২০) বিদায়েও থামানো যায়নি ফিলিপস ঝড়। নবম উইকেটে অধিনায়ক টিম সাউদির সঙ্গ নিয়ে তুলে নেন নিজের টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। টাইগার বোলারদের ওপর চড়াও হয়ে ৯ চার ও ৪ ছক্কায় ৭২ বলে ক্যারিয়ার সেরা ৮৭ রানের ইনিংস খেলে শেষমেশ শরিফুল ইসলামের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
ফিলিপস ঝড়ে লিডে কিউইরা
বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনের খেলা শুরুর সময় জানা গেল
এরপর ১৫ বলে ১৪ রান করা সাউদিকে তাইজুল ইসলাম ফেরালে ১৮০ রানে থামে কিউইদের ইনিংস। তাতে বাংলাদেশের তুলনায় ৮ রানে এগিয়ে গেছে ব্ল্যাকক্যাপরা। প্রথম ইনিংসে ১৭২ রান করেছিল বাংলাদেশ।
বাংলাদেশি বোলারদের মধ্যে ৩টি করে উইকেট তুলে নেন দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। ২টি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও নাঈম হাসান।
দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। এই টেস্টে হার এড়ালেই সাদা পোশাকে প্রথমবার কিউইদের বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস বাংলাদেশের সামনে।