৬ ডিসেম্বর বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাত বাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনের ব্রিজে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার ও দৌলতখান থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মাইক্রোবাসের মালিক মো. রাশেদ জানান, তিন দিন ধরে উপজেলার সাত বাড়িয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ব্রিজে মাইক্রোবাসটি রাখা হয়। বুধবার রাতে দুর্বৃত্তের একটি দল পুর্ব শত্রুতার জেরে মাইক্রোবাসটিতে আগুন দিলে মুহুর্তেই মাইক্রবাসটি পুড়ে যায়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্য রঞ্জন খাসকেল জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।