ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গোয়াইনঘাটে এ্যাডভোকেসি সভাঃমানব সেবায় নিবেদিত হয়ে কাজ করুন উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ।

মানব সেবায় নিবেদিত হয়ে কাজ করুন আল্লাহর সন্তষ্টি পাবেন।গোয়াইনঘাটে পরিবার পরিকল্পনা সেবা প্রদানে জেলা পর্যায়ে সুনাম রয়েছে তাহা অব্যাহত রাখতে হবে। সরকার স্বাস্হ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে যাহা অতীতে কেউ পারেনি।সকলের সমন্বিত প্রচেষ্টায় স্মার্ট বাংলাদেশ গড়তে ৪১ নয় তার পূর্বেই আমরা লক্ষে পোঁছাবো।
“নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার,স্মার্ট বাংলাদেশ হউক আমাদের আঙ্গিকার” এই প্রতিপাদ্যের বাস্তবায়নে আগামী ৯ থেকে ১৪ ডিসেম্বর পরিবারকল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালনের লক্ষে অনুষ্ঠিত হয় এ্যাডভোকাসি সভা। ২৩ নভেম্বর দুপুরে স্বাস্হ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা পরিারার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ সভ অনুষ্ঠিত হয়।পঃপ কর্মকর্তা বদরুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ উপরোক্ত আহব্বান জানিয়ে বলেন স্বাস্হ্যসেবায় উপজেলা পরিষদ আন্তরিক থেকে সহযোগিতা করে যাচ্ছে যাহা অব্যাহত থাকবে। তিনি মানুষের সেবার সুবিদর্থে ইউপি পর্যয়ের এফডাব্লিউসিতে সপ্তাহে ১/২ দিন চিকিৎসক প্রদানের অনুরুধ জানান। সভার শুরুতে পবিত্র কোরআান তেলাওয়াত করেন এফপিআাই মোহাম্মদ আলী,গীতা পাঠ করেন এপডাব্লিউএ টুন্নিচক্রবর্তী। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা স্বস্হ্য ওপঃপঃ কর্মকর্তা ডাঃ কিশলয়সাহা, এমওএমসিএইচ ডাঃ রাজিবদেবনাথ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সচিব সাংবাদিক আব্দুল মালিক,এফপিআইদের পক্ষে হোসেন আলী এফডাব্লিউভিদের পক্ষে সাইদা আক্তার,এফডাব্লিএ নুরজাহান বেগম।
ছবিঃ গোয়াইনঘাটে পঃপঃ অফিস আয়োজিত এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোয়াইনঘাটে এ্যাডভোকেসি সভাঃমানব সেবায় নিবেদিত হয়ে কাজ করুন উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ।

আপডেট সময় ০৫:৪১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩

মানব সেবায় নিবেদিত হয়ে কাজ করুন আল্লাহর সন্তষ্টি পাবেন।গোয়াইনঘাটে পরিবার পরিকল্পনা সেবা প্রদানে জেলা পর্যায়ে সুনাম রয়েছে তাহা অব্যাহত রাখতে হবে। সরকার স্বাস্হ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে যাহা অতীতে কেউ পারেনি।সকলের সমন্বিত প্রচেষ্টায় স্মার্ট বাংলাদেশ গড়তে ৪১ নয় তার পূর্বেই আমরা লক্ষে পোঁছাবো।
“নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার,স্মার্ট বাংলাদেশ হউক আমাদের আঙ্গিকার” এই প্রতিপাদ্যের বাস্তবায়নে আগামী ৯ থেকে ১৪ ডিসেম্বর পরিবারকল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালনের লক্ষে অনুষ্ঠিত হয় এ্যাডভোকাসি সভা। ২৩ নভেম্বর দুপুরে স্বাস্হ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা পরিারার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ সভ অনুষ্ঠিত হয়।পঃপ কর্মকর্তা বদরুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ উপরোক্ত আহব্বান জানিয়ে বলেন স্বাস্হ্যসেবায় উপজেলা পরিষদ আন্তরিক থেকে সহযোগিতা করে যাচ্ছে যাহা অব্যাহত থাকবে। তিনি মানুষের সেবার সুবিদর্থে ইউপি পর্যয়ের এফডাব্লিউসিতে সপ্তাহে ১/২ দিন চিকিৎসক প্রদানের অনুরুধ জানান। সভার শুরুতে পবিত্র কোরআান তেলাওয়াত করেন এফপিআাই মোহাম্মদ আলী,গীতা পাঠ করেন এপডাব্লিউএ টুন্নিচক্রবর্তী। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা স্বস্হ্য ওপঃপঃ কর্মকর্তা ডাঃ কিশলয়সাহা, এমওএমসিএইচ ডাঃ রাজিবদেবনাথ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সচিব সাংবাদিক আব্দুল মালিক,এফপিআইদের পক্ষে হোসেন আলী এফডাব্লিউভিদের পক্ষে সাইদা আক্তার,এফডাব্লিএ নুরজাহান বেগম।
ছবিঃ গোয়াইনঘাটে পঃপঃ অফিস আয়োজিত এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।