কোম্পানি রেনাটা লিমিটেডের রাজেন্দ্রপুর কারখানা যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (US FDA) অনুমোদন পেয়েছে।
পাশাপাশি এই কারখানায় উৎপাদিত উচ্চ রক্তচাপের ওষুধ মেটোপ্রোলল টারট্রেট (Metoprolol Tartrate) ওই রপ্তানির অনুমতিও দিয়েছে এফডি এ সূত্র জানায়, Risperidone, Metoprolol Tartrat, Rolip ও Glycopyrrolate সহ রেনাটার ৬টি ওষুধ আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে নিবন্ধিত আছে। এর মধ্যে Rolip (Rosuvastatin) এর রপ্তানি ইতোমধ্যে শুরু হয়েছে।
বাকী ওষুধগুলোর রপ্তানির প্রক্রিয়া চলমান আছে। নতুন ওষুধের নিবন্ধনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে রেনাটার নিবন্ধিত ওষুধের সংখ্যা বেড়ে সাতে উন্নীত হয়েছে। বর্তমানে প্রায় এক ডজন দেশে রেনাটার ওষুধ রপ্তানি হচ্ছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ইইউ হচ্ছে রেনেটার সবচেয়ে বড় রপ্তানি বাজার।