রাজধানীর শনিরআখড়ার শেখদী চৌরাস্তা এলাকায় পাইলিংয়ের কাজ করার সময় মাথায় রড পড়ে মো. আজাদ (২৪) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন। উদ্ধার করে নিয়ে আসা সহকর্মী আশরাফ বলেন, সকালে একটি ভবনের পাইলিংয়ের কাজ করছিলাম। হঠাৎ উপর থেকে পাইলিংয়ের একটি রড আজাদের মাথার উপরে পড়লে গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।