ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ১৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ইঞ্জিনিয়ার হলেন জোনাস দানিয়েল কোড়াইয়া (মুগ্ধ)

জুয়েল সামুয়েল কোড়াইয়া ও রোজলীন মিতু কোড়াইয়ার বড় ছেলে জোনাস দানিয়েল কোড়াইয়া (মুগ্ধ) ইঞ্জিনিয়ারিং শিক্ষার মর্যাদাপূর্ণ ডিগ্রি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে স্নাতক ডিগ্রি (With Honour) অর্জন করেছেন।

জোনাস দানিয়েল কোড়াইয়া (মুগ্ধ) ঢাকা খ্রিস্টান হাউসিং সোসাইটি ও “কালব”-এর প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত শ্রদ্ধেয় দানিয়েল কোড়াইয়ার দৌহিত্র।

মুগ্ধ ঢাকার মনিপুর পাড়ার “বাঁচা” ইংলিশ মিডিয়াম স্কুল থেকে “ও লেবেল” এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে প্রাইভেট ছাত্র হিসাবে “এ লেভেল” সম্পন্ন করেন। এরপর তিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ডিগ্রি অর্জন করেছেন সেনেকা পলিটেকনিক ইনস্টিটিউট, অন্টারিও, কানাডা।

তার এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন বন্ধু বান্ধব ও শুভাকাঙ্কীরা।

অপরদিকে জোনাস দানিয়েল কোড়াইয়া (মুগ্ধ) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ডিগ্রি অর্জনে তার পরিবারে খুশির আমেজ বিরাজ করছে।

রোজলীন মিতু কোড়াইয়ার বলেন, আমার বড় ছেলে মুগ্ধ ইঞ্জিনিয়ারিং শিক্ষার মর্যাদাপূর্ণ ডিগ্রি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ডিগ্রি অর্জন করায় আমি খুবই খুশি। ঈশ্বর তার মঙ্গল করুন এই প্রাথনা করি।

জুয়েল সামুয়েল কোড়াইয়া বলেন, বাবা হিসেবে আমি খুবই আনন্দিত। আমার ছেলের সাধারণ শিক্ষায় সঙ্গে তার মানবিক গুণাবলি বিকশিত করারও চেষ্টা করেছি। আমি মনে করি, আমি একজন সফল বাবা ও ভাগ্যবান মানুষ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইঞ্জিনিয়ার হলেন জোনাস দানিয়েল কোড়াইয়া (মুগ্ধ)

আপডেট সময় ০৩:২৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩

জুয়েল সামুয়েল কোড়াইয়া ও রোজলীন মিতু কোড়াইয়ার বড় ছেলে জোনাস দানিয়েল কোড়াইয়া (মুগ্ধ) ইঞ্জিনিয়ারিং শিক্ষার মর্যাদাপূর্ণ ডিগ্রি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে স্নাতক ডিগ্রি (With Honour) অর্জন করেছেন।

জোনাস দানিয়েল কোড়াইয়া (মুগ্ধ) ঢাকা খ্রিস্টান হাউসিং সোসাইটি ও “কালব”-এর প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত শ্রদ্ধেয় দানিয়েল কোড়াইয়ার দৌহিত্র।

মুগ্ধ ঢাকার মনিপুর পাড়ার “বাঁচা” ইংলিশ মিডিয়াম স্কুল থেকে “ও লেবেল” এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে প্রাইভেট ছাত্র হিসাবে “এ লেভেল” সম্পন্ন করেন। এরপর তিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ডিগ্রি অর্জন করেছেন সেনেকা পলিটেকনিক ইনস্টিটিউট, অন্টারিও, কানাডা।

তার এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন বন্ধু বান্ধব ও শুভাকাঙ্কীরা।

অপরদিকে জোনাস দানিয়েল কোড়াইয়া (মুগ্ধ) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ডিগ্রি অর্জনে তার পরিবারে খুশির আমেজ বিরাজ করছে।

রোজলীন মিতু কোড়াইয়ার বলেন, আমার বড় ছেলে মুগ্ধ ইঞ্জিনিয়ারিং শিক্ষার মর্যাদাপূর্ণ ডিগ্রি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ডিগ্রি অর্জন করায় আমি খুবই খুশি। ঈশ্বর তার মঙ্গল করুন এই প্রাথনা করি।

জুয়েল সামুয়েল কোড়াইয়া বলেন, বাবা হিসেবে আমি খুবই আনন্দিত। আমার ছেলের সাধারণ শিক্ষায় সঙ্গে তার মানবিক গুণাবলি বিকশিত করারও চেষ্টা করেছি। আমি মনে করি, আমি একজন সফল বাবা ও ভাগ্যবান মানুষ।