ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ছোট্ট শিশুর মুখের দিকে তাকিয়ে বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত আশিক

প্রবাস জীবন ভালো কাটছিলো, থাকতেন সৌদি আরবে। অল্প সময়ে পরিবারের হাল ধরেছেন। দেশে এসে বিয়ের পীড়িতে বসলেন। দেশে এসে বাবা-মা, ভাই-বোন ও নতুন বউ নিয়ে সুখের সাগরে ভাসলেন। সুখের সাগর থেকে মাত্র ২২দিন ছুটি কাটিয়ে পরিবারের হাল ধরার জন্য পূনরায় বিদেশ পাড়ি জমালেন। বিদেশ যাওয়ার ১মাস পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসা নিতে গিয়ে জানতে পারেন (১০ফেব্রুয়ারি ২০২২) ক্যান্সারে আক্রান্ত।

পিতা একজন দিন মজুরি। বাবা-মা, ছোট ভাই, স্ত্রী ও ১বছরের ছেলে সহ ৬ সদস্য বিশিষ্ট পরিবার। পরিবারের হাল ছেড়ে না দিয়েও বিদেশে থাকতে চেয়েছেন। কিন্তু বিদেশের মাঠিতে কেউ কাউকে এমনে রাখতে চাই না। শেষমেশ ক্যান্সার আক্রান্ত হওয়ার ১মাস পরে (২২ মার্চ ২০২২) দেশে চলে আসতে বাধ্য হলেন।

দেশে এসে চিকিৎসা জন্য ঢাকা মোয়াখালী ক্যান্সার হসপিটালে। বর্তমানে ঐ হসপিটালের ৬ নাম্বার ওয়ার্ড ১নাম্বার বেডে জীবনের সাথে লড়াই করতেছেন। পরিবারের টাকা, জায়গা বিক্রি টাকা, নিজের জোগানো অর্থ, ঋণের টাকা দিয়ে গত দেড় বছর চিকিৎসা প্রায় ১৫ লাখ টাকা খরচ হয়েছে। এখন আর খরচ বহন করতে পারছেন না আশিক ও তার পরিবার। পরিবার এখন নিঃস্ব ও ঋণগ্রস্ত।

এই পর্যন্ত আশিককে ৮ বার কেমোথেরাপি ২০ বার রেডিও থেরাপি দেওয়া হইছে। ডাক্তার বলছে আশিকে বোনমেরু ট্রান্সপ্লান্ট করতে হবে এটার জন্য প্রায় ২৫লক্ষ টাকার দরকার।

হ্যাঁ বলছি, ক্যান্সার আক্রান্ত আশিকের (২৯) কথা। আশিকের বাড়ি বরুড়া উপজেলা শাকপুর গ্রামের হাজী বাড়ি। পিতা আঃ রশিদ। তিনি দিনমজুর। পিতার চোখের সামনে ছেলে শেষ হয়ে যাচ্ছে। পিতার রাজ্যে রাজার করুন দশা। কিভাবে কি করবেন! কোন কিছু বুঝতে পারছেন না। পিতার আকুতি ক্যান্সার আক্রান্ত আশিকের ছোট্ট একটি ১বছরের বাচ্চা আছে। ছোট্ট অবুঝ শিশুর মুখের দিকে তাকিয়ে কিছু সাহায্য করার জন্য অনুরোধ করেছে ক্যান্সার আক্রান্ত আশিকের পিতা।

ক্যান্সার আক্রান্ত আশিক বলেন, আমি আরও কিছুদিন বাঁচতে চাই। আমাকে বাঁচানো জন্য আপনাদের সহযোগিতা ও দোয়া প্রয়োজন। আমার চিকিৎসা জন্য এই মূহুর্তে ২৫ লক্ষ টাকা প্রয়োজন। বরুড়ার বৃত্তবান ও বিদেশের আমার সহযোদ্ধাদের সহযোগিতা একান্ত প্রয়োজন।

ক্যান্সার আক্রান্ত আশিকের মোবাইল ও বিকাশ নাম্বার- 01310724719.

সাহায্য পাঠানোর সঞ্চয়ী হিসাব : আশিকুর রহমান

ন্যাশনাল ব্যাংক বরুড়া শাখা, A/C 1131002127355.

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছোট্ট শিশুর মুখের দিকে তাকিয়ে বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত আশিক

আপডেট সময় ০৮:২১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩

প্রবাস জীবন ভালো কাটছিলো, থাকতেন সৌদি আরবে। অল্প সময়ে পরিবারের হাল ধরেছেন। দেশে এসে বিয়ের পীড়িতে বসলেন। দেশে এসে বাবা-মা, ভাই-বোন ও নতুন বউ নিয়ে সুখের সাগরে ভাসলেন। সুখের সাগর থেকে মাত্র ২২দিন ছুটি কাটিয়ে পরিবারের হাল ধরার জন্য পূনরায় বিদেশ পাড়ি জমালেন। বিদেশ যাওয়ার ১মাস পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসা নিতে গিয়ে জানতে পারেন (১০ফেব্রুয়ারি ২০২২) ক্যান্সারে আক্রান্ত।

পিতা একজন দিন মজুরি। বাবা-মা, ছোট ভাই, স্ত্রী ও ১বছরের ছেলে সহ ৬ সদস্য বিশিষ্ট পরিবার। পরিবারের হাল ছেড়ে না দিয়েও বিদেশে থাকতে চেয়েছেন। কিন্তু বিদেশের মাঠিতে কেউ কাউকে এমনে রাখতে চাই না। শেষমেশ ক্যান্সার আক্রান্ত হওয়ার ১মাস পরে (২২ মার্চ ২০২২) দেশে চলে আসতে বাধ্য হলেন।

দেশে এসে চিকিৎসা জন্য ঢাকা মোয়াখালী ক্যান্সার হসপিটালে। বর্তমানে ঐ হসপিটালের ৬ নাম্বার ওয়ার্ড ১নাম্বার বেডে জীবনের সাথে লড়াই করতেছেন। পরিবারের টাকা, জায়গা বিক্রি টাকা, নিজের জোগানো অর্থ, ঋণের টাকা দিয়ে গত দেড় বছর চিকিৎসা প্রায় ১৫ লাখ টাকা খরচ হয়েছে। এখন আর খরচ বহন করতে পারছেন না আশিক ও তার পরিবার। পরিবার এখন নিঃস্ব ও ঋণগ্রস্ত।

এই পর্যন্ত আশিককে ৮ বার কেমোথেরাপি ২০ বার রেডিও থেরাপি দেওয়া হইছে। ডাক্তার বলছে আশিকে বোনমেরু ট্রান্সপ্লান্ট করতে হবে এটার জন্য প্রায় ২৫লক্ষ টাকার দরকার।

হ্যাঁ বলছি, ক্যান্সার আক্রান্ত আশিকের (২৯) কথা। আশিকের বাড়ি বরুড়া উপজেলা শাকপুর গ্রামের হাজী বাড়ি। পিতা আঃ রশিদ। তিনি দিনমজুর। পিতার চোখের সামনে ছেলে শেষ হয়ে যাচ্ছে। পিতার রাজ্যে রাজার করুন দশা। কিভাবে কি করবেন! কোন কিছু বুঝতে পারছেন না। পিতার আকুতি ক্যান্সার আক্রান্ত আশিকের ছোট্ট একটি ১বছরের বাচ্চা আছে। ছোট্ট অবুঝ শিশুর মুখের দিকে তাকিয়ে কিছু সাহায্য করার জন্য অনুরোধ করেছে ক্যান্সার আক্রান্ত আশিকের পিতা।

ক্যান্সার আক্রান্ত আশিক বলেন, আমি আরও কিছুদিন বাঁচতে চাই। আমাকে বাঁচানো জন্য আপনাদের সহযোগিতা ও দোয়া প্রয়োজন। আমার চিকিৎসা জন্য এই মূহুর্তে ২৫ লক্ষ টাকা প্রয়োজন। বরুড়ার বৃত্তবান ও বিদেশের আমার সহযোদ্ধাদের সহযোগিতা একান্ত প্রয়োজন।

ক্যান্সার আক্রান্ত আশিকের মোবাইল ও বিকাশ নাম্বার- 01310724719.

সাহায্য পাঠানোর সঞ্চয়ী হিসাব : আশিকুর রহমান

ন্যাশনাল ব্যাংক বরুড়া শাখা, A/C 1131002127355.