ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শিবচরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রাণের মাদারীপুর’ এর বৃক্ষরোপন কর্মসূচী

স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রাণের মাদারীপুর’ এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হচ্ছে। সংগঠনটি তাদের কর্মসূচী হিসেবে মাদারীপুর জেলার শিবচরের সূর্য্যনগর থেকে রাজৈর উপজেলা পর্যন্ত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, ঔষুধি ও কাঠ জাতীয় গাছের চারা বিতরণ করছে।

পর্যায়ক্রমে পুরো মাদারীপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গাছের চারা বিতরণ করা হবে বলে সংগঠন সূত্র জানিয়েছে।

সংগঠন সূত্রে জানা গেছে, চিত্র নায়ক অনিক রহমান অভির উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্লাটফরমে প্রথম গড়ে তোলা হয় ‘প্রাণের মাদারীপুর’ নামের সংগঠনটি। নানা শ্রেণি পেশার তরুণ-তরুণী যুক্ত হতে থাকে সংগঠনটিতে। সম্প্রতি মাদারীপুর লেকপাড়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে সংগঠনটি আত্মপ্রকাশ করে। সামাজিক কাজের প্রথম কর্মসূচী হিসেবে বৃক্ষরোপনকে বেছে নেয় ‘প্রাণের মাদারীপুর’।

মঙ্গলবার (১৩ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত সংগঠনের পক্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং কলেজগুলোতে গাছের চারা বিতরণ করেন তারা। সারাদিনে ৫শতাধিক গাছের চারা বিতরণের টার্গেট নিয়ে নেমেছে সংগঠনটি। একটি ট্রাকে গাছের চারা নিয়ে ‘প্রাণের মাদারীপুর’ এর থিমসং বাজিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হাজির হচ্ছে সংগঠনের সদস্যরা।

জানতে চাইলে সংগঠনটির এ্যাডমিন, চিত্রনায়ক অভি বলেন,‘আমি মাদারীপুরের সন্তান। নিজ এলাকায় সামাজিক কাজ করার লক্ষ্যেই ‘প্রাণের মাদারীপুর’ নামের সংগঠনটি গড়ে তুলি। অল্প সময়েই আমরা ব্যপক সাড়া পেয়েছি। জেলার অসংখ্য মানুষ সংগঠনে যুক্ত হয়েছেন। আমরা বৃক্ষরোপন অভিযানের মধ্য দিয়ে কাজ শুরু করেছি। শিবচর এবং রাজৈর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছি। বিনামূল্যে গাছে চারা বিতরণ করা হচ্ছে। একই সাথে আমরা শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগাতে উৎসাহ দিচ্ছি। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রচুর পরিমানে বৃক্ষরোপনের কোন বিকল্প নাই।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিবচরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রাণের মাদারীপুর’ এর বৃক্ষরোপন কর্মসূচী

আপডেট সময় ০৪:০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩

স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রাণের মাদারীপুর’ এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হচ্ছে। সংগঠনটি তাদের কর্মসূচী হিসেবে মাদারীপুর জেলার শিবচরের সূর্য্যনগর থেকে রাজৈর উপজেলা পর্যন্ত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, ঔষুধি ও কাঠ জাতীয় গাছের চারা বিতরণ করছে।

পর্যায়ক্রমে পুরো মাদারীপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গাছের চারা বিতরণ করা হবে বলে সংগঠন সূত্র জানিয়েছে।

সংগঠন সূত্রে জানা গেছে, চিত্র নায়ক অনিক রহমান অভির উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্লাটফরমে প্রথম গড়ে তোলা হয় ‘প্রাণের মাদারীপুর’ নামের সংগঠনটি। নানা শ্রেণি পেশার তরুণ-তরুণী যুক্ত হতে থাকে সংগঠনটিতে। সম্প্রতি মাদারীপুর লেকপাড়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে সংগঠনটি আত্মপ্রকাশ করে। সামাজিক কাজের প্রথম কর্মসূচী হিসেবে বৃক্ষরোপনকে বেছে নেয় ‘প্রাণের মাদারীপুর’।

মঙ্গলবার (১৩ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত সংগঠনের পক্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং কলেজগুলোতে গাছের চারা বিতরণ করেন তারা। সারাদিনে ৫শতাধিক গাছের চারা বিতরণের টার্গেট নিয়ে নেমেছে সংগঠনটি। একটি ট্রাকে গাছের চারা নিয়ে ‘প্রাণের মাদারীপুর’ এর থিমসং বাজিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হাজির হচ্ছে সংগঠনের সদস্যরা।

জানতে চাইলে সংগঠনটির এ্যাডমিন, চিত্রনায়ক অভি বলেন,‘আমি মাদারীপুরের সন্তান। নিজ এলাকায় সামাজিক কাজ করার লক্ষ্যেই ‘প্রাণের মাদারীপুর’ নামের সংগঠনটি গড়ে তুলি। অল্প সময়েই আমরা ব্যপক সাড়া পেয়েছি। জেলার অসংখ্য মানুষ সংগঠনে যুক্ত হয়েছেন। আমরা বৃক্ষরোপন অভিযানের মধ্য দিয়ে কাজ শুরু করেছি। শিবচর এবং রাজৈর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছি। বিনামূল্যে গাছে চারা বিতরণ করা হচ্ছে। একই সাথে আমরা শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগাতে উৎসাহ দিচ্ছি। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রচুর পরিমানে বৃক্ষরোপনের কোন বিকল্প নাই।’